নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। নিজের বানানো টেলিস্কোপ দিয়ে কালপুরুষ নীহারিকার ছবি

০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৯






ঢাকায় নিজের বাসার ছাদ থেকে কালপুরুষ নীহারিকার ছবি তুলেছেন বাংলাদেশি অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন। যে টেলিস্কোপ দিয়ে তিনি এই ছবি তুলেছেন, সেটিও স্থানীয় উপকরণ ব্যবহার করে নিজেই তৈরি করেছেন। তার ছবিতে নীহারিকার উজ্জ্বল তারকারাজি, ধূলিমেঘ ও গ্যাসীয় ধূলিকণা উঠে এসেছে।

পৃথিবী থেকে প্রায় এক হাজার ৩৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত কালপুরুষ নীহারিকাকে বলা হয় নক্ষত্রের আঁতুড়ঘর (ইংরেজিতে 'স্টেলার নার্সারি';)। কারণ মহাকাশের এ অঞ্চলে নিয়মিত জন্ম নেয় নতুন নতুন নক্ষত্র। জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে বেশি গবেষণা হওয়া অঞ্চলগুলোর একটি এটি। এই নীহারিকার আরেক নাম মেসিয়ার ৪ ২। নক্ষত্র গঠনের অঞ্চল হিসেবে বিখ্যাত এই নীহারিকা পেশাদার, অপেশাদার দুই ধরনের অ্যাস্ট্রোফটোগ্রাফারদের কাছেই ব্যাপক জনপ্রিয়। এই নীহারিকার পরিষ্কার ছবি এবং সেটি তুলতে ব্যবহার করা স্বনির্মিত টেলিস্কোপের জন্য দেশে ভালোই মনোযোগ আকর্ষণ করছেন জুবায়ের।জুবায়েরের ছবিতে নীহারিকার ভেতরের দৃশ্য উঠে এসেছে, যেখানে নতুন তারার জন্ম হচ্ছে। এসব তারার আশেপাশে থাকা গ্যাস ও ধূলিকণাও উঠে এসেছে ছবিতে।

প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে প্রকৌশল ও নকশায় নিজের দক্ষতা ব্যবহার করে, হাতের কাছে পাওয়া যায় এমন উপকরণ ব্যবহার করে এই টেলিস্কোপ তৈরি করেন জুবায়ের। স্থানীয় একটি হার্ডওয়্যারের দোকান থেকে কেনা চার ও পাঁচ ইঞ্চি দৈর্ঘ্যের পিভিসি পাইপ দিয়ে টেলিস্কোপের প্রাথমিক টিউবটি বানান। এরপর বিভিন্ন অনলাইন স্টোর থেকে সাহায্য নিয়ে তার ১০২ মিলিমিটার অ্যাপারচার অবজেক্টিভ লেন্স তৈরি করেন। স্থানীয় বাজার থেকে কেনা একটি থ্রিডি প্রিন্টার ব্যবহার করেও টেলিস্কোপের বিভিন্ন অংশ তৈরি করেন।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: উৎসাহ ব্যঞ্জক ব্লগ মানুষকে টানে না। এখন যদি আগামীকাল শেখ হাসিনা দেশে আসছেন শিরোনামে ব্লগ লিখেন তবে ১০০০ বার পঠিত হবে।

০৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮

শাহ আজিজ বলেছেন: হুম একদম খোলাসা করে দিলেন হা হা হা ----

২| ০৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৩

আমি সাজিদ বলেছেন: কি চমৎকার!

০৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫১

শাহ আজিজ বলেছেন: আকাশ নিয়ে আমার আগ্রহ পিচ্চি কাল থেকে ।

৩| ০৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৫

আমি সাজিদ বলেছেন: আমারও আগ্রহ। তবে এই বিষয়ে আমার পড়াশুনা নাই। ছোট ছোট পোস্ট দিয়ে হলেও একটা সিরিজ লেখুন দয়া করে।

০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৩

শাহ আজিজ বলেছেন: হ্যা , সময় করে লিখব ।

৪| ০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪১

নতুন বলেছেন: ইচ্ছা থাকলে উপায় হয়। এমন প্রতিভাগুলিকে উতসাহ জাগাতে হবে।

০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

শাহ আজিজ বলেছেন: সেক হাসিনা বইলা চিল্লান দেখবেন এক বস্তা টাকা আর আর্মস চলে আসবে কিন্তু এই প্রতিভার জন্য কিসসু আসে না ।

৫| ০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

ফেনা বলেছেন: সাধু সাধু। উদিয়মান বিজ্ঞানীকে এবং এই পোষ্টকারী দুই জনকেই শুভেচ্ছা।

০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ফেনা ।

৬| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,



জুবায়ের কাওলিনকে অভিনন্দন তার নিজের বানানো ঠেলিষ্কোপের জন্যে, যা শত শত আলোকবর্ষ দূরের ছবি তুলতে সক্ষম। নিঃসন্দেহে তিনি প্রশংসার দাবীদার। আর আপনাকেও ধন্যবাদ এ বিষয়টি আমাদের সাথে শেয়ার করার জন্যে।

৩ নম্বর মন্তব্যে ব্লগার আমি সাজিদ এর চাওয়া প্রসঙ্গে নিচের লিংকগুলো দিলুম। হয়তো তার ইচ্ছে পুরন হতে পারে------[link|https://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30039980|“মাগো, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে .....” [ ছবি ও লেখা ব্লগ ]]

“মাগো, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে .....”

[link|https://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30048705|“মাগো, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে .....” [ ছবি ও লেখা ব্লগ ]]

৭| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




আগের মন্তব্যে দেয়া ২টা লিংক ঠিকমতো আসেনি তাই আবার দেয়ার চেষ্টা করলুম। দেখি হয় কিনা!!!!!!!

[link|https://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30039980|“মাগো, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে .....” [ ছবি ও লেখা ব্লগ ]]

[link|https://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30048705|“মাগো, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে .....” [ ছবি ও লেখা ব্লগ ]]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.