নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। এরমাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল হিমালয়ের দেশটি। শুক্রবার (১৫ নভেম্বর) ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করে নেপাল।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। সব মিলিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা।
অক্টোবরের শুরুতে বিদ্যুৎ রপ্তানির এই ত্রিপক্ষীয় চুক্তিটি হয়। তবে এ বছর— অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশে শুধুমাত্র একদিনই বিদ্যুৎ পাঠাবে নেপাল।নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ চীনা সংবাদমাধ্যম সিনহুয়াকে বলেছেন, “ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের কাছে নেপাল মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এরপর ২০২৫ সালের ১৫ জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।”ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, নেপাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে। অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ।নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে ৮ দশমিক ১৭ রুপিতে। যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে।
দেশটি বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের দুটি কেন্দ্র থেকে। এরমধ্য ২৫ মেগাওয়াট ত্রিশূলি আর ২২ মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিলমি হাইড্রোপাওয়ার প্রজেক্ট থেকে।
যেহেতু বাংলাদেশ ও নেপালের মধ্যে সরাসরি বৈদ্যুতিক সংযোগ নেই। তাই ভারতের সঞ্চালন লাইন হয়ে এই বিদ্যুৎ আসছে। তবে ভারতের গ্রিডের সঙ্গে বাংলাদেশের গ্রিডের সংযোগে খুব বেশি বাড়তি ক্যাপাসিটি না থাকায় নেপাল মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতে পারবে। কিন্তু ভবিষ্যতে যদি সঞ্চালন লাইনের ক্যাপাসিটি বৃদ্ধি করা হয় তাহলে নেপাল আরও বেশি পরিমাণে বিদ্যুৎ পাঠাতে পারবে বলে জানিয়েছেন মুখপাত্র চন্দন কুমার ঘোষ।
খুবই কৃপণ সরবরাহ ।
১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৯
শাহ আজিজ বলেছেন: ভারতের মধ্য দিয়ে আসা জায়গাটুকু ভারত্ীয় তারে সঞ্চালন হচ্ছে । ভবিষ্যতে কি হবে জানিনা তবে এই চুক্তি একদম পোক্ত নয় ।
২| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২৫
কামাল১৮ বলেছেন: ভারতের পাওনা পরিশোধ না করে,ভারতের জমি ব্যবহার করে অন্য দেশ থেকে বিদ্যুৎ নিয়ে যাবে এটা হতে পারে না।উপরন্ত ভারতের সাথে ভালো সম্পর্ক যেখানে নাই।
১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২১
শাহ আজিজ বলেছেন: ওটা ছিল আদানির পাওনা । ভারত রাষ্ট্রের নয় ।
৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৯
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: @কামাল১৮. ভারতকে গিয়া জিজ্ঞেস করেন, তারা কেন অনুমতি দিচ্ছে। ব্লগে এসে ল্যাদানোর কিছু নাই।
১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২১
শাহ আজিজ বলেছেন: অকহতব্য ।
৪| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:২৮
আহরণ বলেছেন: বয়কট ইন্ডিয়া গ্রুপের কী হলো!!........ @ ভাইয়া?
১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২২
শাহ আজিজ বলেছেন: আমি এই গ্রুপ সম্পর্কে জানিনা ভাই ।
৫| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৩১
ক্লোন রাফা বলেছেন: বাহ্ বাহ্ বাহ্ এই সরকার’তো ম্যাজিক দেখিয়ে দিলো তিন মাসেই নেপাল থেকে বিদ্যুৎ ‼️
এরকম ক্রেডিট’ই নিয়ে নিচ্ছে এনজিওগ্রাম আন্চলিক সরকার
১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৩
শাহ আজিজ বলেছেন: একদিনের জন্য মাত্র , আবারো এক বছর পর , বেশ পিকুলিয়ার বটে ।
৬| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৫
প্রামানিক বলেছেন: ভারত কত পার্সেন্ট খরচ নিবে ভাই?
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৪
শাহ আজিজ বলেছেন: জানা নেই আমার ।
৭| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৪
এনামেল হউক বলেছেন: @ আহরণ মালঃ তোর ভআঁরড়ৎৎ রে জিগা পয়সা খাইয়া আনতে দিতাসে কেন, তারপর শীৎকার করিস। @ভুদাইয়া?
৮| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪২
নাহল তরকারি বলেছেন: ভারত যদি লাইনটি কেটে দেয়?
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৮
শাহ আজিজ বলেছেন: সাধারনত এরকম করে না কেউ আন্তর্জাতিক ক্ষেত্রে ।
৯| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৯
মেঘনা বলেছেন: বয়কট ইন্ডিয়া গ্রুপের কী হলো!!........ @এনামেল হউক
১০| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
এনামেল হউক বলেছেন: @মেঘনাঃ চুড়ৎৎ ফ্রি-তে লাইন ব্যবহার করতে দিতেসে না, অত লাফানোর কিছু নাই।অত জ্বললে মুদির দোকানদারের কাছে গিয়ে কান্নাকাটি করে লাইন বন্ধ করার আবেদন করলেই হয়।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:২৪
কামাল১৮ বলেছেন: ভারতের সহযোগিতা ছাড়া এটা কি ভাবে সম্ভব।