নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ভারতীয় নাগরিকত্ব ত্যাগ

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৬





২৩ বছর বয়সি এক আইটি ইঞ্জিনিয়ার সম্প্রতি একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে। প্রায় ১ লাখ টাকা বেতন পাওয়া ওই যুবক নিজের বন্ধুর সঙ্গে ভারতের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন ওই পোস্টে। সেখানে যুবকের বক্তব্যে সম্মতি জানিয়ে অনেকেই লিখেছেন, ভারতের নাগরিকত্ব ছেড়ে বিদেশ পাকাপাকিভাবে বাস করলে সুন্দর জীবন এবং নাগরিক সুযোগসুবিধা বেশি পাওয়া যাবে।

১৪০ কোটির দেশ ভারতে একজনের নাগরিকত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশকে বিক্ষিপ্ত বলে মনে হতেই পারে আপনার। কিন্তু, গত কয়েক বছরের তথ্য দেখলে বুঝবেন, কেন ওই পোস্ট উঠে এসেছে আলোচনায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য জানাচ্ছে, ২০১১ সাল থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত সাড়ে ১৭ লাখ ভারতীয় স্বেচ্ছায় নিজেদের পাসপোর্ট জমা দিয়েছেন। ভারত ছেড়ে বিদেশের নাগরিকত্ব পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভারত ছেড়ে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো দেশের নাগরিকত্ব নিতে যেমন আগ্রহী হয়েছেন অনেকে। তেমনই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু দেশ, ব্রাজ়িল, আইসল্যান্ড, ভ্যাটিকান সিটিতেও পাড়ি জমিয়েছেন অনেকেই।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের দ্বৈত নাগরিকত্ব নীতি নেই। অর্থাৎ, আপনি যদি ভারতের নাগরিক হন, তাহলে অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতে পারবেন না। যদিও বিশ্বের অনেক দেশেই এই সুবিধা মেলে। তাই কোনো ভারতীয় অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতে চাইলে তাকে ভারতের নাগরিকত্ব ছাড়তে হবে। এই প্রবণতাই সাম্প্রতিককালে বাড়তে শুরু করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালে ভারতের নাগরিকত্ব ছেড়েছেন ২ লাখ ১৬ হাজার ২১৯ জন, ২০২২ সালে ২ লাখ ২৫ হাজার ৬২০ জন, ২০২১ সালে ১ লাখ ৬৩ হাজার ৩৭০ জন, ২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ জন, ২০১৯ সালে ১ লাখ ৪৪ হাজার ১৭ জন, ২০১৮ সালে ১ লাখ ৩৪ হাজার ৫৬১ জন, ২০১৭ সালে ১ লাখ ৩৩ হাজার ৪৯ জন, ২০১৬ সালে ১ লাখ ৪১ হাজার ৬০৩ জন এবং ২০১৫ সালে ১ লাখ ৩১ হাজার ৪৮৯ জন।

এই তথ্য থেকেই বোঝা যাচ্ছে প্রতি বছর কতো সংখ্যক মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছেন। তবে যতো দিন যাচ্ছে, এই প্রবণতা বাড়ছে। ২০২২ সালে সবথেকে বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন।

২০২০ সালে কোভিড অতিমারি শুরুর বছরে নাগরিকত্ব ছাড়ার সংখ্যা কিছুটা কম ছিল। নাগরিকত্ব ছাড়ার পাশাপাশি ভারতীয় নাগরিকদের বিদেশে কাজ করতে যাওয়ার প্রবণতাও গত কয়েক বছরে বেড়েছে।



bdarchive.com

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ভারতীয়রা। এটা তাদের বেটার অপরটিউনিটি ও বেটার লাইফ স্টাইলের জন্য প্রয়োজন, তেমনি সারা বিশ্বে ভারতীয় প্রতিনিধিত্বও এতে প্রতিষ্ঠিত হবে। এতে ভারতীয় পাসপোর্ট বা ভারতীয় নাগরিকত্ব ছাড়তে হলেও মন ও মননে তারা ভারতীয়ই থেকে যাবেন। এ নাগরিকত্ব ত্যাগ কোনো হতাশা থেকে নয় (দু-একটা বিচ্ছিন্ন কেইস থাকতে পারে হয়ত)।

বাংলাদেশের নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্ব সুবিধা আছে।

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৩

শাহ আজিজ বলেছেন: ভারতীয় পাসপোর্ট জমা দেবার আগে ভিন্ন দেশ বিবিধ প্রফেশনাল বেছে নিচ্ছে তাদের স্বার্থে । এটা ভাল লক্ষন । বাংলাদেশিদের মধ্যে ট্যাক্সি চালনায় পারদর্শীদের আগে আসুন ভিত্তিতে বাছাই হচ্ছে ।

২| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৬

এসো চিন্তা করি বলেছেন: আমি নতুন আমার লেখা পড়বেন আর সাপোর্ট করবেন ভাই ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৮

শাহ আজিজ বলেছেন: উক্কে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.