নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মস্কোর ছোড়া একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে ইউক্রেন। গত বৃহস্পতিবার দেশটির নিপ্রো শহরে নতুন ধরনের এ শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে প্রথম এতটা শক্তিশালী অস্ত্রের ব্যবহার করা হলো।
ইউক্রেন বলেছে, ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় ১৩ হাজার কিলোমিটারের বেশি গতিতে ছুটে আসে নিপ্রোতে আঘাত হানে।
একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ছুটে আসার গতি ঘণ্টায় সর্বোচ্চ সাড়ে ৫ হাজার কিলোমিটার হয়ে থাকে।মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, ‘আরএস-২৬ রুবেজ’ নামের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ‘ওরেশনিক’।
ক্ষেপণাস্ত্রের খণ্ডিত অংশ নিয়ে গবেষণায় ব্যাস্ত ইউক্রেনের বিশেষজ্ঞ দল ।
২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩২
শাহ আজিজ বলেছেন: অবস্থা বেশ উদ্বেগজনক ।
২| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৫
সাইফুলসাইফসাই বলেছেন: ভয়ংকর
২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১০
শাহ আজিজ বলেছেন: তৃতীয় বিশ্বযুদ্ধ সুচনা হয়ে গেলো ।
৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৯
শেরজা তপন বলেছেন: ইউক্রেনে এক বোকাচোদা আছে- আম্রেকার কথায় কুত্তা নাচ নাচে, অরে কইছে রাশিয়ান অতিগোপন ভাণ্ডার দেখতে হইব তুই মামুর বেটা যে মাল দিছি দুইচাইরটা ঝাইড়া দে।
এখন রাশিয়া তার প্রতিভার চুলকানি দেখাইতেছে- উক্রাইনের ত্রাহি অবস্থা। আম্রিকা 'কয় কুছ পরোয়া নেহি' আমি তোরে ওইগুলা ঠ্যাকানোর তাবিজ দিতাছি। তয় দামডা একটু বেশী - তোমাগো ট্যাকা পয়সা পরে দিলেও চলবে।
হাঃ হাঃ চলিতেছে সার্কাস!!!ওরা খালি বাঁদর নাচ নাচায় ...
২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৫
শাহ আজিজ বলেছেন:
৪| ২৬ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫০
কাঁউটাল বলেছেন: কুপা ইউক্রেনরে কুপা........
২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫১
শাহ আজিজ বলেছেন: কেন খামাকা কুপাইব বাবা ?
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৫
ইফতেখার ভূইয়া বলেছেন: ভিডিওতে ক্ষেপনাস্ত্রটি মাটিতে পতিত হওয়ার গতি দেখে বেশ অবাক হয়েছি। আগে কখনো এতটা গতিসম্পন্ন ক্ষেপনাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে দেখিনি। রাশিয়া পারেও বটে!