![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেলো কদিন শরীরটা ভাল যাচ্ছে না । ক্ষুধামন্দা , ম্যাজ ম্যাজ ভাব । সন্ধ্যার পর কন্যা ফিরল বিরস মুখে । বলল ভাল লাগছে না । আজ কি খাওয়া যায় বলত বাবা । আমি বলি আমারও একই অবস্থা । কন্যা বলল চুই গোস্ত ভাল লাগবে । আমি নিরবে মাথা নাড়লাম । সাড়ে আটটায় ডেলিভারি দিল , দেরি না করে বসে গেলাম । রসুনটা চিবিয়ে খেলাম । চুইয়ের ডাটা তেমনি , ভাত মাংস বেশ মাখিয়ে খেলাম । পেয়াজ রসুনের একটা ভর্তা খুব মজা লাগলো । নাক দিয়ে দুজনের সমান তালে সর্দি ঝরছে , টিস্যু রেডি , শরীর গরম হয়ে শীত কেটে গেলো । দুজনেরি ভাল লাগছে । সালাদ একটা বোনাস আইটেম । তবে আজকের চুইয়ে গরুর আশ বেশ মোটা লেগেছে ।
ও হ্যা দাম বেড়েছে , দুই প্যাক ৫৯০ টাকা লেগেছে ।
গুড নাইট গাইস ।
১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৯
শাহ আজিজ বলেছেন: অনলাইনে - সিরাজে- সিরাজের চুই গোস্ত গুগলএ ওপেন করুন । ওরাও মিরপুরে ।
২| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩
এইচ এন নার্গিস বলেছেন: শুনেই তো খেতে ইচ্ছে করছে । দারুণ মজার।
২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: হয়ে যাক একবার । কাল রাতের শীত কমে গিয়েছিল চুই ঝালের প্রভাবে ।
৩| ২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:১৭
এ পথের পথিক বলেছেন: দারুন লোভনীয়, খেতে ইচ্ছা করছে ।
২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: তবে দেরি কেন , হয়ে যাক আজ ।
৪| ২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: খেয়ে আরাম পেয়েছেন এটাই বড় কথা।
২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১২
শাহ আজিজ বলেছেন: তোমার লোভ হচ্ছে না ?
৫| ২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৭
আজব লিংকন বলেছেন: লোভনীয় পোষ্ট
কালা ভুনা খাইতে মন চায়।।
২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৪
শাহ আজিজ বলেছেন: এটার স্বাদ কালাভুনার থেকে ভিন্ন ।
৬| ২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: মতিঝিলে আছে একটা হোটেল চুই লংকা । আমরাও খাই। কিন্তু মসলা বেশী থাকাতে ক্ষতি হয় বেশী
২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৪
শাহ আজিজ বলেছেন: একদিন দুদিন খেলে কিছু হবে না ।
৭| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১২
নতুন বলেছেন: গতকাল রাতে এখানকার একটা কমিউনিটি মার্কেটে বাংলাদেশি স্টলে পিঠা খেতে গিয়েছিলাম।
গরম চিতই পিঠা সাথে ৩ রকমের ভর্তা ।
তারপরে গরম জিলিপি
২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৬
শাহ আজিজ বলেছেন: বাহ । আমরাও খাব হে হে হে ।
৮| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৫
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: বাহ ভালোই তো, এখনি খেতে ইচ্ছা করছে।
২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৭
শাহ আজিজ বলেছেন: গুগল করুন সিরাজ চুই গোস্ত , পেয়ে যাবেন ।
৯| ২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৩
ধুলো মেঘ বলেছেন: সিরাজের চুই গোস্তের কোয়ালিটি ভালো না। খুলনার চুই গোস্তে এত ঝাল দেয়না। তাই চুই ঝালের ঝাঁজটা পাওয়া যায়। এরা ঝাল বেশি দিয়ে নিজেদের দুর্বলতা ঢাকে।
২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৭
শাহ আজিজ বলেছেন: কালকের গোরুর আশ মোটা ছিল , মহিষের কিনা কে জানে । হুম ঝাল বেশি দিয়েছে ।
১০| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তোমার লোভ হচ্ছে না ?
হ্যা লোভ হয়। কিন্তু নিজেকে কন্টোলে রেখেছি।
২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪২
শাহ আজিজ বলেছেন: মাঝে মধ্যে খেলে হবে ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৮
সৈয়দ কুতুব বলেছেন: অর্ডার করেছেন কই থেকে?