নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেলো কদিন শরীরটা ভাল যাচ্ছে না । ক্ষুধামন্দা , ম্যাজ ম্যাজ ভাব । সন্ধ্যার পর কন্যা ফিরল বিরস মুখে । বলল ভাল লাগছে না । আজ কি খাওয়া যায় বলত বাবা । আমি বলি আমারও একই অবস্থা । কন্যা বলল চুই গোস্ত ভাল লাগবে । আমি নিরবে মাথা নাড়লাম । সাড়ে আটটায় ডেলিভারি দিল , দেরি না করে বসে গেলাম । রসুনটা চিবিয়ে খেলাম । চুইয়ের ডাটা তেমনি , ভাত মাংস বেশ মাখিয়ে খেলাম । পেয়াজ রসুনের একটা ভর্তা খুব মজা লাগলো । নাক দিয়ে দুজনের সমান তালে সর্দি ঝরছে , টিস্যু রেডি , শরীর গরম হয়ে শীত কেটে গেলো । দুজনেরি ভাল লাগছে । সালাদ একটা বোনাস আইটেম । তবে আজকের চুইয়ে গরুর আশ বেশ মোটা লেগেছে ।
ও হ্যা দাম বেড়েছে , দুই প্যাক ৫৯০ টাকা লেগেছে ।
গুড নাইট গাইস ।
১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৯
শাহ আজিজ বলেছেন: অনলাইনে - সিরাজে- সিরাজের চুই গোস্ত গুগলএ ওপেন করুন । ওরাও মিরপুরে ।
২| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩
এইচ এন নার্গিস বলেছেন: শুনেই তো খেতে ইচ্ছে করছে । দারুণ মজার।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৮
সৈয়দ কুতুব বলেছেন: অর্ডার করেছেন কই থেকে?