![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌদি আরব প্রথমবারের মতো নিজ ভূখণ্ডে প্রকাশ্যে মদ (অ্যালকোহল) পানের অনুমোদন দিয়েছে। তবে মদ্যপান ইসলাম ধর্মে স্পষ্টভাবে নিষিদ্ধ। এই সিদ্ধান্তের আওতায়, ২০২৬ সাল থেকে দেশটির ৬০০টি পর্যটন স্থানে অমুসলিম বিদেশিদের জন্য সীমিত পরিসরে মদ পরিবেশন করা যাবে। এর মধ্যে রয়েছে পাঁচতারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং দেশটির আলোচিত মেগা-প্রকল্প নিয়োম, রেড সি প্রজেক্ট ও সিন্দালাহ আইল্যান্ড।
কেবল অমুসলিম বিদেশি পর্যটকদের জন্য অনুমোদনযোগ্য ওয়াইন, বিয়ার ও সাইডার অনুমোদিত (সর্বোচ্চ অ্যালকোহলের মাত্রা ২০ শতাংশ) স্পিরিটসসহ উচ্চ মাত্রার মদ কেবল নির্ধারিত স্থানে খাওয়া যাবে। তবে বাইরে নেওয়া যাবে না। সেই সঙ্গে দোকানে বিক্রি, ঘরে সংরক্ষণ ও বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ। লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলোতে প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে পরিচালিত হবে পরিষেবা। নিয়ম লঙ্ঘনে সেই স্থান বন্ধ করে দেওয়া বা আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দেশটিতে মুসলিম নাগরিক ও বাসিন্দাদের জন্য মদের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোতে মদের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার আওতায় সৌদি আরব তার অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে এবং বিশ্বব্যাপী পর্যটন ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে রিয়াদের কূটনৈতিক এলাকায় প্রথমবারের মতো একটি অ্যালকোহল দোকান চালু হয় শুধু অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য।বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই পদক্ষেপ শুধু পর্যটন নয়, বরং সমাজ ও রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গিতেও একটি যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে এর বিরুদ্ধে দেশজুড়ে ধর্মীয় ও সামাজিক প্রতিক্রিয়াও জোরালো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
২| ২৭ শে মে, ২০২৫ দুপুর ২:৫৪
জুন বলেছেন: সৌদি এরপর এমিরেটস এর মত বলিউডকেও এন্ট্রি দিবে, মল্লিকা শেরওয়াত যাবে নিওম উদ্বোধন এর অনুষ্ঠানে, মোদি প্রধান অতিথি হিসেবে ঘোষণা দিবেন অচিরেই তিনি নিজ দেশের সব মসজিদ ধ্বংস করে সেখানে একটা মন্দির বানাবে, যেমন বাবরি মসজিদ ধ্বংস করে রামমন্দির উদ্বোধন এর দুইদিন পর আরব আমিরাতে গিয়ে একটা বিশাল মন্দির উদ্বোধন করে আসলো। এই দুনিয়ায় কিছুই অসম্ভব নহে। এ খবরটা আমি পেপারে পড়েছি যা দু:খজনক।
২৭ শে মে, ২০২৫ বিকাল ৩:২০
শাহ আজিজ বলেছেন: ঘরে বসে খেতে পারবে না যাতে চড়া দামে বিক্রি করে লাভ করতে পারে ।
৩| ২৭ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৭
সৈয়দ কুতুব বলেছেন: সঠিক নয় তথ্য !
২৭ শে মে, ২০২৫ রাত ৯:০৪
শাহ আজিজ বলেছেন: দুই রকম সংবাদ প্রচার হচ্ছে । হজের আগে আগে এরকম লুঙ্গি উলটানো খবর সউদ প্রশাসন আশা করেনি ।
৪| ২৭ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
পবন সরকার বলেছেন: কতুব ভাই সঠিক তথ্য বলেন
৫| ২৭ শে মে, ২০২৫ রাত ৮:৫৭
কামাল১৮ বলেছেন: সব সময় তারা পশ্চিমের দুইশ বছর পেছনে পরে থাকবে।আমরা থাকবো তারও পেছনে।কারন আমরা তাদের অনুসারী।
৬| ২৭ শে মে, ২০২৫ রাত ৯:০০
কামাল১৮ বলেছেন: কুতুব ভাই থাকবে সবার পেছনে।সত্য বুঝতে তার অনেক দেরি হয়।
৭| ২৭ শে মে, ২০২৫ রাত ৯:০৩
শাহ আজিজ বলেছেন: দুই রকম সংবাদ প্রচার হচ্ছে । হজের আগে আগে এরকম লুঙ্গি উলটানো খবর সউদ প্রশাসন আশা করেনি ।
৮| ২৮ শে মে, ২০২৫ রাত ১২:৩৮
লুধুয়া বলেছেন: সৌদী আরব নিজেই ১৪০০ বছর আগের নিয়ম কানন থেকে বেরিয়ে যাসছে।
৯| ২৮ শে মে, ২০২৫ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: মদ খাওয়া খারাপ কিছু নয়।
২৮ শে মে, ২০২৫ সকাল ১১:৪৪
শাহ আজিজ বলেছেন: কিছু কিছু মদ স্বাস্থ্যকর ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০২৫ দুপুর ২:০০
নতুন বলেছেন: Click This Link
নাহ সৌদি এখনো এলকোহলের উপরে ব্যান তুলে নাই।