নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক আলোর পথের যাএী

প্রকৌশলী মোহাম্মদ সাহেদ

আমি একজন সাধারণ মানুষ

প্রকৌশলী মোহাম্মদ সাহেদ › বিস্তারিত পোস্টঃ

মানবতা আজ দিন দিন হারিয়ে যাচ্ছে..

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৪

প্রতিদিনের মত আজ ও ৩২ এ ঘুরতে গেছিলাম,আসার সময় একটা ঘটনা আমার মনকে খুব ব্যাথিত করেছে,রাস্তা পার হবার জন্য ৩২ থেকে বাসার দিকে যেতে দাড়ালাম,চোখে পড়ল একজন মায়ের ছেয়ে ও বেশি বয়সী মাকে,বয়স ৬৫+ হবে,উনি মিরপুর ১ যাওয়ার জন্য বিহজ্ঞ বাস এ উঠতে গিয়েছিলেন,যায়গা নাই বলে হেল্পার উনাকে উঠতে দিচ্চিলনা,উনার ১ পা ছিল বাস এ আরেক পা ঝুলে,উঠতে দিচ্চিল না,বাস দিল টান,আমি এগিয়ে যাচ্চিলাম উনাকে যাতে বাস নেয় হেল্প করতে(বাস টান দেয়ার আগে) আমি পৌছানোর ১ সেকেন্ড আগে বাস টান দিল,আর উনি উলটা হয়ে পড়ে যাচ্চিলেন,ভাগ্যিস আমি আগানো ছিলাম তাই উনাকে ধরে ফেলতে পারছি,না হয় অই মায়ের অযাচিত একটা accident. হত,পরে অই মাকে আমি রাস্তার এক সাইড এনে বল্লাম মা এইভাবে কেউ বাসে উঠে ? অই মা চোখের জল ফেলে অপরিচিত ছেলেটাকে বুকে জরিয়ে কাপছিলেন।পরে উনি বলল উনার মেয়েকে দেখতে আসবে তাই উনি তারাতারি করছিল,উনি আমাকে জিজ্ঞেস করল আমি কোথায় পড়ি,আমি বল্লাম,উনি বলল তোমার কাছে তোমার গুরুর দিক্ষা আচে,তাইত সবাই তামাসা দেখছে তুমি আমাকে সাহায্য করেছ।বল্লাম মা কে সন্তান রা দেখবে, মা সন্তানদের জন্য আরও বেশি করে,এই বলে বল্লাম মা বাস আসছে বাস উঠায় দি আপনাকে আসেন,বাসে উঠিয়ে বসিয়ে দিলাম, আমি যখন চলে আসছিলাম,উনি বলল তোমাকে আমি অনেক দোয়া করব,দেখবে তুমি জিবনে অনেক বড় হবে,আমি একটু হেসে সালাম দিয়ে নেমে আসলাম,আর হেল্পার কে বললাম সাবধানে নামিয়ে দিয়েন।আমি এই পোস্ট দেয়ার কারণ হেল্পার এর উচিত ছিল অই মাকে না ফেলে দিয়ে বাসে সযত্নে উঠিয়ে নেয়া,কিন্তু সে এ কাজ টা করেনি,আচ্চা ওদের ও ত মা আছে, ওরা কি তাদের মায়ের সাথে এই আচরন করে,আমার জানা নাই,মানবতা আজ দিন দিন হারিয়ে যাচ্ছে..

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩৩

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আল্লাহ্‌ তা'লা আপনার ভাল করুন! আর কিছু বলার মত পাচ্ছিনা! আল্লাহ্‌ তা'লা সবাইকে নিরাপদে রাখুন!

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সন্তানদেরও খেয়াল রাখতে হবে এই বয়স্ক মায়ের প্রতি। যেন একা একা বাইরে না যায়...

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৪

তপোবণ বলেছেন: আপনার মধ্যে এই মহান আদব ও কর্তব্য বোধ চিরদিন জাগ্রুত থাকুক। আমাদের যাদের মধ্যে এই বোধটুকু নেই তারা এর থেকে শিক্ষা নিক।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: পৃথিবীর মধ্যে বাংলাদেশের মানূষের মধ্যে সবচেয়ে কম মানবতা।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি সময়মত না আগালে কি যে হত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.