| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাঙ্গা ডানার পাখি
চাই বলতে, শুনতে, শোনাতে। আকাশকে ছুতে চাই, মেঘের সাথে পাখা মেলতে চাই। চাই বদলাতে-নিজেকে, অপরকে।\n\nফেসবুকে আমাকে খুঁজে নিনঃ\n\nhttp://www.facebook.com/shahed.invictus\n\nemail: [email protected]\n\nBlogspot: 100fanush.blogspot.com\n\nফ্লিকারঃ\nhttp://www.flickr.com/photos/hell_is_my_heaven\n\nআমার রক্তের গ্রুপ এ পজেটিভ। কারও যদি রক্তের প্রয়োজন হয় আমার ফেসবুক ঠিকানায় যোগাযোগ করবেন দয়া করে।
এ শহর, রাজপথ, কেতাবের খোলা পাতা
পড়া শেষ হয়ে গেছে আমাদের; অর্থাৎ-
সন্যাসী, গেরস্থ ও কবিদের।
অলিতে গলিতে শীতের নিঝুম কুয়াশা মেখে
ঘুরে দেখে বুঝে গেছি
অগম্য কিছু নেই আর
খুলে দেখা হয়ে গেছে সকল দুয়ার।
কাল রাতে এসে গেছে মেঘরঙা খাম
হে শহর, হে আমার প্রিয়তমা রাত
দিয়েছি তোমাকে যা
তার চেয়ে ঋণ বহু বেশি ছিল তাই
কাকভোরে চুপিসারে বিদায় নিলাম।
০৫ ই জুন, ২০১৪ রাত ১০:১২
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: ধন্যবাদ!
২|
০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:০৩
আহসানের ব্লগ বলেছেন: আপনার লেখা গুলো ভালই । ![]()
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:০১
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: লজ্জায় তো লাল হয়ে গেলাম ভাই ![]()
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৪ রাত ৮:৫৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।