নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাঙা ডানার পাখির গান

http://100fanush.blogspot.com

ভাঙ্গা ডানার পাখি

চাই বলতে, শুনতে, শোনাতে। আকাশকে ছুতে চাই, মেঘের সাথে পাখা মেলতে চাই। চাই বদলাতে-নিজেকে, অপরকে।\n\nফেসবুকে আমাকে খুঁজে নিনঃ\n\nhttp://www.facebook.com/shahed.invictus\n\nemail: [email protected]\n\nBlogspot: 100fanush.blogspot.com\n\nফ্লিকারঃ\nhttp://www.flickr.com/photos/hell_is_my_heaven\n\nআমার রক্তের গ্রুপ এ পজেটিভ। কারও যদি রক্তের প্রয়োজন হয় আমার ফেসবুক ঠিকানায় যোগাযোগ করবেন দয়া করে।

ভাঙ্গা ডানার পাখি › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কবিতা আমার আজন্ম অভিশাপ

০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:০০



কবিতা আমার আজন্ম অভিশাপের মত,

আধো ঘুমে জাগরণে তাড়া করে ফেরে প্রতি দিন

কোন পাপে এ ক্ষোভ মোহ ক্ষুধা, এ সন্ন্যাসজীবন

গেরস্থের বুকে কেন ডানা ঝাপটায় পরিযায়ী পাখি?



কবিতা আমার আজন্ম প্রেয়সী।

রমণীর বুকে যতবার ফিরে গেছি দিন শেষে,

দিনভোর কোলাহল মুছে নিতে;

যতবার আমি চলে গেছি সেই পথে, যতবার

চিনেছি নতুন করে চেনা সেই পথ

ওহ, কতবার কতবার কতবার

ততবার জেনেছি এ পথের শেষে

শুধু ফিরে দেখা, দিন শেষে হাহাকার শুধু

আমাকে ঘুমোতে দেয়নি সে অনুতাপ।



কবিতা সে আমার অতৃপ্ত হৃদয়ের কারণ,

সাগরের হু হু লোনা পানি, সোঁদালী বাতাস

চুমুকে সে মিটায় না প্রাণের পিয়াস

হাতছানি দিয়ে শুধু ডুব দিতে ডাকে।

নাবিকের চোখ যায় যতদূর, সবুজের খোঁজে

দিগন্তরেখা হেয়ালিতে বড় পাকা, সবুজের দ্বীপ

অধরাই হয়ে থাকে।

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:০২

আহসানের ব্লগ বলেছেন: বাহ । ভাল লিখেছেন তো :)

০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:১৫

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: ধন্যবাদ আহসান ভাই :-)

২| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:০৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লিখেছেন

০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:১৫

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: ধন্যবাদ!

৩| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আমার উপহার...............সাতঘাট বিষাদের পর হিরকের অলংকার ।

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫২

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: কবিতা বড় অদ্ভুত, কাউকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়, আর কারও কাছে বশংবদ প্রেয়সীর মত ধরা দেয়!

৪| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:২১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৩

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: ধন্যবাদ হামা ভাই!

৫| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৪

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: ধন্যবাদ :-)

৬| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

আজব গোয়েন্দা বলেছেন: ভালো লিখেন নিজের জীবনের কিছু ছাপ দেখতে পেলাম আপনার লেখাতে।

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৬

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: আপনার, আমার...সবার জীবনেই কিছু কিছু জিনিস কবিতায় মিলে যায়!

৭| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:০০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সাগরের হু হু লোনা পানি, সোঁদালী বাতাস
চুমুকে সে মিটায় না প্রাণের পিয়াস
হাতছানি দিয়ে শুধু ডুব দিতে ডাকে।
নাবিকের চোখ যায় যতদূর, সবুজের খোঁজে
দিগন্তরেখা হেয়ালিতে বড় পাকা, সবুজের দ্বীপ
অধরাই হয়ে থাকে
-চমৎকার!

প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম ...

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৮

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: অনেক ধন্যবাদ নাসিফ ভাই।
শুভেচ্ছা জানবেন,
আর ভাল থাকবেন সবসময়!

৮| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা জানবেন !

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৯

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ!

৯| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অধরা সে কি কবিতা না প্রেয়সী?

কবিতা= প্রেয়সী
কবিতা= অতৃপ্ত হৃদয়ের কারণ

সুতরাং, প্রেয়সী = অতৃপ্ত হৃদয়ের কারণ

হাঃ হাঃ হাঃ

ভালো থাকবেন। আর সুন্দর সুন্দর কবিতা উপহার দিবেন। আর জানিয়েন, কেমন হলো, আপনার কবিতার ব্যবচ্ছেদ।

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:১৮

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: সুনীল গঙ্গোপাধ্যায় এর প্রথম আলো উপন্যাসে পড়েছিলাম, কবি মাত্রই চির অতৃপ্ত। এই কথার সাথে সম্পুর্ণ একমত আমি। কোনদিনই, কোন কবিতা লেখার পরে একবারও মনে হয় নি, এই আমার শ্রেষ্ঠ লেখা। বরং, কি যেন বাকি রয়ে গেল, কি যেন বলা হল না- এ রকম একটা বোধ সবসময় কাজ করে। কবিতা শেষ করার পর হয়তো দু এক মূহুর্তের একটা শান্তি, পরক্ষণেই আবার সেই উদ্দেশ্যবিহীন চঞ্চলতা। এই অনুভূতি গুলো প্রকাশ করার জন্যই এই কবিতার জন্ম। কিন্তু কতটা সফল জানি না।

আর কবিতার মত করে কোন রক্ত মাংসের মানবী কি প্রেয়সীর জায়গাটা দখল করতে পারবে? যে দিন এই ঘটনা ঘটবে, সেদিন তো কবিতা লেখাই ছেড়ে দেব! তার আগ পর্যন্ত কবিতাই আমার প্রেম :-)

আপনার ব্যবচ্ছেদ ভাল হয়েছে। কবিতার শল্য চিকিৎসক হিসেবে নাম কামাতে পারবেন চেষ্টা করলে! :-)

১০| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ কবিতার শল্য চিকিৎসক। দারুণ বলেছেন।

সমালোচকদের সম্পর্কে একটা কথা হয়তো সত্যি। তারা নিজেরা কিছু লিখতে পারেনা তাই সমালোচনাটা পারে খুব। আমিও হয়তো তাই। তবে কি জানেন- কবিতা লেখার ক্ষেত্রে আপনার চেয়ে আমি আরো বেশি অতৃপ্ত (বিষয়টি যদিও তুলনার নয়, কেবল ভাষা ব্যবহারে তর্কে বলতে হলো)। ব্যাপারটা অনেকটা এরকম- 'আমি যাই লিখছি- মনে হচ্ছে, যা লিখতে চাইছি বা যা হঠাৎ এসেছিলো ঠিক ঠিক তাই লিখতে পারলাম না'। এটা আমাকে এতো এতো পোড়ায় যে সেই সব লেখা অনেক সময় ডায়রির পাতাতেই থেকে যায়।

আর একটা জিনিস, শ্রেষ্ঠ লেখা হয়ে গেলে আর কি লিখবেন? নাকি আর কিছু লেখার থাকে। তখন তো নিজেকে শূন্য মনে হবে। সুতরাং এইটা শিল্পীদের স্বভাবজাত। আঁকিয়ে, গায়ক, লেখক এরা সারা জীবন অতৃপ্ত থাকবেন এটাই স্বাভাবিক। তৃষ্ণা মিটে গেলে মানুষ যেমন আর পানি পান করেন না, তেমনি তৃপ্ত লেখক আর কিছু লিখতে পারেন না।

যা হোক, জীবনের ছাত্রাবস্থায় ইচ্ছে ছিল কাটা-ছেড়া করা ডাক্তার হবো। সে না হতে পারি, চেষ্টা করলে কবিতার শল্য চিকিৎসক তো হতে পারবো। এও কম কি!

ভালো থাকুন। সব সময়।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩০

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: আপনিও ভাল থাকবেন, আর এত সুন্দর বিশ্লেষণ এর জন্য অবশ্যই ধন্যবাদ জানবেন :-)

১১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩২

আরজু পনি বলেছেন:

অতৃপ্ত হৃদয় থেকেই কবিতা আসে...খুব সত্যি কথা।

কবিতায় ভালো লাগা রইল, ভাঙা ডানার পাখি।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৮

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: অনেক ধন্যবাদ পনি আপু, শুভ কামনা আপনার জন্যেও :-)

১২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৩

মায়াবী ছায়া বলেছেন: চমৎকার লিখেছেন। ভাল লাগা রেখে গেলাম। ভাল থাকুন।।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩১

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.