![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যৌবনের প্রথম পাঠ, প্রথম প্রেম ছিল 'কবিতা', সেসময়গুলোতে যাকে ভাবতাম জীবনের শুদ্ধতম চয়ন। সৈয়দ হক নিংড়ে দিয়েছিল 'পরাণের গহীন ভিতর'! ভরদুপুরের হাহাকার গুলো সৈয়দ হকের অভিধানে সর্বাধিক অর্থময় হয়ে উঠতো 'কি কামে দুফর বেলা পাতাগুলা উড়ায় বাতাস?' কিম্বা 'মানুষ কি জানে ক্যান মোচড়ায় মানুষের মন/ অহেতুক দুঃখ দিয়া কেউ ক্যান এত সুখ পায়?' _ মনের ভেতরঘরের শূন্যতাকে যেন অলিক সুখে পূর্ণ করে রাখতো। শেষ পর্যন্ত মোহ ও মুগ্ধতা এতটা বেয়ারা হয়ে উঠেছিল সৈয়দ হক তথা 'পরাণের গহীন ভিতর' বগলদাবা করেই ঘুরতাম এখানে সেখানে। সেইযুগে না ছিল স্মার্টফোন, না ছিল পিডিএফ। তাই কাতর মনের ভরসা ঐ এক 'পরাণের গহীন ভিতর'। হাওয়ার কানে কানে আওড়ে যেতাম 'বৈশাখে রচিত পংতিমালা'।
তারপর অনেক অনেক দিন গ্যাছে। গ্যাছে রাত, গ্যাছে নিরালা দুপুর। 'চল্লিশ পেরুলেই চালসে'র গানে গানে পেরিয়ে গেছি চল্লিশও। কিন্তু একদিন হঠাৎই চালসের আবছায়াতে ঠিকরে পড়লো আলো, কি অদ্ভুত দ্যুতিময় সেই আলো! কুরআন আর সুন্নাহ'র সেই পারলৌকিক আলো আমাকে তুমুল চমকে দিলো, থমকে দিলো। আমূল পাল্টে দিলো। সৈয়দ হক (আল্লাহ্ তাঁকে ক্ষমা করুন) কে নিয়ে সম্প্রতি একটা পোস্ট পড়ে আমি আরো একবার পড়লাম, সূরা আশ-শো'আরার সেই আয়াতগুলো। বুঝতে চাইলাম কে ঠিক, কোনটা ঠিক।
"আর বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে? আর নিশ্চয় তারা এমন কথা বলে, যা তারা করে না।" - [সূরা আশ-শো'আরা/(কবিগণ) ২৬: ২২৪-২২৬]
সাড়ে চৌদ্দশো বছর ধরে পংতিগুলো পৃথিবীতে আছে। আমাদের কেউ তা বুঝতে চেয়েছে, কেউ বা তার খোঁজ রাখেনি। তাফসীর ইবনে কাছীর এর পঞ্চদশ খন্ডে ৩৯১-৩৯৭ পৃষ্ঠায় আয়াত তিনটির ব্যাখ্যা আছে, যাতে একই সঙ্গে কবিদের জন্য সুসংবাদ ও দুঃসংবাদ দু'টোই বর্ণিত আছে। আল্লাহ আমাদের ক্ষমা করুন, জ্ঞান ও ধৈর্য্য দিন দ্বীনের পথে। চির আরাধ্য সরলপথের হেদায়েত দিন। আমিন।
"আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা আন উশরিকা বিকা ওয়া ‘আনা আ‘লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ‘লামু"
'হে আল্লাহ! আমি জ্ঞাতসারে আপনার সাথে শির্ক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজ্ঞতাসারে (শির্ক) হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই।' - আহমাদ, আদাবুল মুফরাদ, সহীহ আল জামে, সহীহুত তারগীব ওয়াত তারহীব লিল আলবানী।
দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ https://goo.gl/hmWsrH
©somewhere in net ltd.