![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[ রাসূল (সা) এক সা' (৪মুদ) হতে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং উযু করতেন এক মুদ দিয়ে- বুখারী ১ম খন্ড/হাদীস নং ২০১, তা: প্রকাশনী।
১ মুদ=৬০০ গ্রাম, ৪ মুদ=১সা' (টীকা: বুখারী ১ম খন্ড, তাওহীদ প্রকাশনী, ১১৪পৃ)
১মুদ=৮৩০ গ্রাম, ৪ মুদ=১সা' (টীকা:বুখারী ১ম খন্ড, ইসলামিক ফাইন্ডেশন , ১২৫পৃ)
সা' এর হিসেব নিয়ে মতানৈক্য আছে। তবে মোটামুটি হিসেবে দাঁড়ায় ২৪০০ থেকে ৩৩২০ গ্রাম (৪ মুদ হিসেবে) এবং ৩০০০ থেকে ৪১৫০ গ্রাম (৫ মুদ হিসেবে)। অর্থাৎ কিনা সর্ব্বোচ্চ প্রায় তিন থেকে চার কেজি।]
"তিন থেকে চার কেজি পানিতে সম্পূর্ণ গোসল"_ হাদীসটির এই পর্যালোচনায় রীতিমতো চমকে গিয়ে পানি আর পাল্লা নিয়ে বসে গেলাম। আমাদের প্রতিদিনের গোসলে পানির অপচয়ের নমুনা বুঝতে কিম্বা নবীর সুন্নতের সাথে নিত্যদিনের দূরত্ব মাপতে।কিন্তু মাপজোক শেষে যা দাঁড়াল তা আরো বেদনাদায়ক। বাথরুমে গোসলের জন্য ব্যবহৃত সাধারণ আরএফএলের মাঝারি সাইজের মগের তিন মগে হয় সোয়া তিন কেজি। আর তা প্রায় সমপরিমাণ হয় সাধারণ মাঝারি সাইজের বালতির চার ভাগের একভাগ পানির। ওযূর পানির হিসাবটা আরো মর্মান্তিক। একবার ওযূ করতে রাসূল (সাঃ) ব্যবহার করতেন আলোচ্য মগের চার ভাগের তিন ভাগেরও কম পানি।
পানির এই মিতব্যয়িতার নির্দেশ থেকে আর যা যা অনুমেয়:
> দৈনন্দিন জীবনে স্বল্পভাষী হতে হবে
> ঘরের বাতি মানুষের অনুপস্থিতিতে নিভিয়ে রাখতে হবে
> মোবাইলে বা ফোনে অনর্থক দীর্ঘালাপের অভ্যাস ত্যাগ করতে হবে
> ফাস্টফুড বর্জন করতে হবে
> অহেতুক কেনাকাটা বা কনজুমারিজম থেকে বেরিয়ে আসতে হবে
> যাবতীয় অপচয় রোধে সচেতন হতে হবে
> সংযত দৃষ্টি ও সৎচরিত্রাধিকারী হতে হবে
(দৃষ্টিভঙ্গিটা নিজস্ব তাই কোন সূত্র নেই)
ইবনে তাইমিয়া বলেন, একজন ব্যাক্তি কতটুকু তার দ্বীন বুঝলো তা নির্ভর করে সে তার উযুতে কতটুকু পানি ব্যয় করলো।- আল মাযমু ২১/২৯৮।
পরিশেষে, ওয়াটার ওয়ার্ল্ডের জলকেলির তবে কি হবে!!!
©somewhere in net ltd.