![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]
একটা জোনাক ফুলের মালা অমন মল্লিকা রাত্তিরে
তোমার গল্পগুলো থেকে আমার স্বপ্নগুলো ছিড়ে
অমন ডুব দিলো, ডুব দিলো - ওসব শুধুই স্বপ্ন ছিলো?
আমার জানার বাকি আছে, আমার অনেক জানার বাকি !
তবু বনলতা সেন-এর ঘরে ওরাই আগুন লাগায়
যারা রাতদুপুরে কান্না করে চাঁদ-তারাকে রাগায়
যারা কাব্য লিখে চলে, শুধুই লেখার কৌতূহলে
যারা স্বপ্ন দেখার ভাণ করে আর স্বপ্নকে দেয় ফাঁকি
ওরা সবই নিয়ে গেল - তুমি দেখতে কি পারছো না?
তুমি চোখ না তুলেই বলো, "ওসব দেখতে হয় না, সোনা"
যখন ওদের তরে জোনাক নামে ফুটপাতে মিছিলে
তুমি আঙ্গুলে চাঁদ তুলে কেমন তাক লাগিয়ে দিলে !
আমি অবাক হয়ে থাকি, আমি অবাক হয়ে থাকি !
আমি পাপীর দলে নাম লেখালাম তোমার চোখের জলে
তখন জোনাক এসে মিশল আমার কাঁচপোকাদের দলে;
বুঝি, আমিই তখন শিকার, আবার আমিই তখন ঘাতক
তুমি বললে হেসে, "পাগল, তুমি কাব্য রাশি'র জাতক,
এখন চুপ করো আর আমি তোমার হাতটা ধরে রাখি"
তখন অবাধ হাওয়া ছড়িয়ে পড়ে ভোররাতে জংশনে
আমার কাব্য থাকে আটকে তোমার ইচ্ছেমতন মনে
আমার কাঠবাদামের পথজুড়ে স্রেফ পাথর এবং ধুলো
আমি পারছি না, পারছি না - তখন বলল সে ফুলগুলো,
"আমরা স্বপ্নে বাঁচার দলে, তুমি অন্য দলে নাকি?"
মানুষ বাঁচতে শিখে যখন থাকে স্বপ্নের আশেপাশে
যখন রাত ঘুমিয়ে পড়ে, যখন সূর্য উঠে আসে
যখন ভাসতে থাকে নীল দুপুরে ভ্যাবচেকা জোনাকি
তুমি জানতে ওসব আগেই; আমার জানার ছিল বাকি।
ছবি: যখন রাত ঘুমিয়ে পড়ে, যখন সূর্য উঠে আসে [নিজস্ব অ্যালবাম]
এটা সম্ভবত গত সেপ্টেম্বরে লেখা। থিমটাও তাই 'স্বপ্ন দেখার জেদ আর বাঁচতে শেখার গান'। তো হঠাৎ ইচ্ছা হয়েছিল একটা গভীর বিষাদ কবিতা লিখতে। শুরু করেছিলাম বিষন্নতায়। কিন্তু কবিতা বিষয়টাই এমন যে লিখতে লিখতে কবিতাই আমার বিষাদ কাটিয়ে দেয় ! গভীর বিষাদ কবিতায় আমি তাই ব্যর্থ। আর এই ব্যাপারটাতে আমি ব্যর্থই থাকতে চাই !
এই কবিতায় স্মরণ করছি সব বিষাদী কবি'দের~
যারা রাতদুপুরে কান্না করে চাঁদ-তারাকে রাগায়
যারা কাব্য লিখে চলে, শুধুই লেখার কৌতূহলে
যারা স্বপ্ন দেখার ভাণ করে আর স্বপ্নকে দেয় ফাঁকি
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
শাহেদ খান বলেছেন: ভাল লাগল, কবি !
কেমন আছেন?
২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
শায়মা বলেছেন: বাব্বাহ!!!!!!!!!!!!
গান বা কবিতার চাইতেও অনেক বেশী সুন্দর!!
প্রিয়তে নিয়ে গেলাম!
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭
শাহেদ খান বলেছেন:
প্রিয়তে? :!>
৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮
মুনসী১৬১২ বলেছেন: একদম ঠিক বলেছেন কবিতা লিখলে বিষাদ কেটে যায়
চমৎকার লাগলো প্রতিবারের মতো
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০
শাহেদ খান বলেছেন: হুম, আর আমার বিষাদ অনুভূতি এমনিও একটু দূর্বল। আমি বিরহী, তবে বিষন্ন নই !
কেমন আছেন?
৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো আছি ভাই। আশাকরি আপনিও ভালো আছেন।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩
শাহেদ খান বলেছেন: আমিও ভালো আছি।
৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০
মুনসী১৬১২ বলেছেন: ভালো
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪
শাহেদ খান বলেছেন: শুভকামনা !
৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২০
সায়েম মুন বলেছেন: কবিতা, ছবি মিলে সুন্দর একটা পোস্ট। অনেক ভাললাগা জানাই।
শেষের তিনটা লাইন অনেক ছুঁয়ে গেল।
যারা রাতদুপুরে কান্না করে চাঁদ-তারাকে রাগায়
যারা কাব্য লিখে চলে, শুধুই লেখার কৌতূহলে
যারা স্বপ্ন দেখার ভাণ করে আর স্বপ্নকে দেয় ফাঁকি
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১
শাহেদ খান বলেছেন: এতো কবিতার শেষ ৩ লাইন না ! এই তিনটা লাইন তো কবিতার ২য় প্যারায় ! শেষে এসে বললাম শুধু বিষাদী কবিদের বোঝাতে !
ভাল লাগা জানবেন, সায়েম ভাই !
৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬
ইখতামিন বলেছেন:
কবিতায় অসম্ভব ভালো লাগা.
ছবিটাও সুন্দর....
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
শাহেদ খান বলেছেন: ব্লগে স্বাগতম, ইখতামিন !
আপনার নাম'টা দেখে প্রাচীন মিশরীয় ফারাও 'ইখনাটন'-এর নাম'টা মনে পড়ল ! দেবতা আমন-রা'র পুরোহিতদের দৌরাত্ম যখন বাড়াবাড়িরকম বেড়ে গিয়েছিল, তখন আমেনহোটেপ-৪ নিজের নাম পাল্টে ধারণ করলেন 'ইখনাটন' (লিভিং স্পিরিট অফ অ্যাটন) আর তিনি আমন-রা'কে বাদ দিয়ে প্রধান দেবতা হিসেবে 'অ্যাটন'-এর প্রচার শুরু করলেন। ঐ সময়ের হিসাবে সেটা ছিল এক প্রকার বিপ্লবও !
আচ্ছা যাই হোক, হঠাৎ নাম'টা দেখে এত কিছু মনে পরে গেল, তাই বলে ফেললাম ! ভাল থাকবেন।
৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
খুব ভালো লাগলো, কবি।।
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৪
শাহেদ খান বলেছেন: এটার রেশ হিসেবে কাল রাতে ফেসবুকে আপনার সাথে লেখা কাব্যকথনও ভাল লাগল !
৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা।
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
শাহেদ খান বলেছেন: আমারও
১০| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০০
শ্রাবণ জল বলেছেন: আমি পাপীর দলে নাম লেখালাম তোমার চোখের জলে
তখন জোনাক এসে মিশল আমার কাঁচপোকাদের দলে;
বুঝি, আমিই তখন শিকার, আবার আমিই তখন ঘাতক
তুমি বললে হেসে, "পাগল, তুমি কাব্য রাশি'র জাতক,
এখন চুপ করো আর আমি তোমার হাতটা ধরে রাখি"
অনেক দিন পর একটা পোস্ট দিলেন যাতে শাহেদ ভাই শাহেদ ভাই গন্ধ পাওয়া যাচ্ছে।
ভাল লাগল অনেক।
ভাল আছেন তো??
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৬
শাহেদ খান বলেছেন: হ্যাঁ, কারণ লেখাটা অনেকদিন আগের !
আমি ভাল আছি। আপনার স্বাস্থ্য এখন কেমন? ভাল হয়ে উঠুন। শুভকামনা সবসময়ের।
১১| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৪
ইখতামিন বলেছেন:
হাহাহা.
আমার নামটা আপনার মতো আরও একজন কে ভাবিয়েছিল. যদিও এখন খুব মনে করতে পারছি না!!
তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমিও কি ওদের মতো কেউ নাকি? তিনি মিল দেখিয়েছিলেন- তুতেনখাতেন >> তুতেনখামেন >> ইখতামেন >> ইখতামিন. হাহাহা
যাই হোক, ভালো থাকবেন. আমাদের সবাইকে মনে রাখবেন.
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৭
শাহেদ খান বলেছেন: প্রাচীন মিশরীয় সভ্যতার ২জন শক্তিশালী দেবতা 'অ্যাটন'(বা এ্যাটেন) আর 'আমন'
তুতেনখাটেন --> Living Image of Aten
তুতেনখামন --> Living Image of Amon
ইখতামিন আমি কোথাও পড়ুনি। তবে পেয়েছিলাম, ইখনাটেন -- Horizon of Aten. সে হিসাবে আপনার নামের অর্থ হতে পারে Horizon of Amon. যাস্ট, হতে পারে...
এসব পড়েছি অনেক আগে। বইগুলো নিয়ে আবার বসলে খুঁজে দেখব 'ইখতামিন' পাই কি না। আপনার নাম'টা হয়তো তাই মনে থাকবে।
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২১
শাহেদ খান বলেছেন: একটু ভুল করেছি:
ইখনাটেন -- Horizon of Aten নয় !
ইখতাটেন -- Horizon of Aten.
ইখনাটেন-এর কথা আপনার প্রথম কমেন্টের জবাবে বলেছিলাম। ইখনাটেন ছিল একজন ফারাওয়ের নাম, যেখানে ইখতাটেন সম্ভবত একটা শহরের নাম।
১২| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭
ইখতামিন বলেছেন:
অনেক কিছু জানলাম ভাই.
বইগুলো আবার পড়লে একটু দেখবেন তো আমার নাম টা পান কিনা.।
সিমিলার নাম হলেও আমার বোধ হয় ইখতামিন/ইখটামিন/ইখতামেন/ইখটামেন আপনি পাবেন না।
তবে যদি পান, আমাকে জানাবার জন্য অনুরোধ রইল.
ইতিহাসের অন্তর্ভূক্ত হতে চাই.
ভালো থাকুন.
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫০
শাহেদ খান বলেছেন: আপনি বরং আপনার প্রোফাইল পিকচারে প্রাচীন মিশরের অভিজাত কোনও ছবি দেন ! আপনার নামের সাথে ভাল যাবে !
যাস্ট সাজেস্ট করলাম।
১৩| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
হাসান মাহবুব বলেছেন: +++
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬
শাহেদ খান বলেছেন: ভাল লাগা
১৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৬
সোমহেপি বলেছেন: আপনার ছবিটা দেখে আর নামটা দেখে কবিতাটার প্রতি আকৃষ্ট হয়েছিলাম।
কবিতার ছন্দ প্রচেষ্টা প্রথম দিকে ভাড়ামী মনে হল।
দু'একটা প্যারা অবশ্য অনেক ভালো হয়েছে।
আমার পরামর্শ প্রথম থেকেই আগাগোড়া ঠিক করেন। যে যায়গুলোতে আড়ষ্টতা আছে কাটিয়ে আনেন।
তখন অবাধ হাওয়া ছড়িয়ে পড়ে ভোররাতে জংশনে
আমার কাব্য থাকে আটকে তোমার ইচ্ছেমতন মনে
আমার কাঠবাদামের পথজুড়ে স্রেফ পাথর এবং ধুলো
আমি পারছি না, পারছি না - তখন বলল সে ফুলগুলো,
"আমরা স্বপ্নে বাঁচার দলে, তুমি অন্য দলে নাকি?"
++++++
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০
শাহেদ খান বলেছেন: ভোররাত - রাত আর দিনের মধ্যবর্তী; কালের সন্ধিক্ষণ।
আর জংশন - স্থানের সন্ধিক্ষণ।
এই কবিতাটা অনুভূতি'র সন্ধিক্ষণ নিয়ে লেখা, যেখানে কেউ বিষন্নতা আর স্বপ্নের মাঝে দাঁড়িয়ে ! প্রথমদিকের লাইনগুলো বিষাদী কবি'র বিফল পোর্ট্রেট, যতই শেষের দিকে আসছে, কবি'টা স্বপ্নবাজ হচ্ছে !
দেখবেন, এই কবিতায় এক জায়গায় লিখেছি,
আমি পাপীর দলে নাম লেখালাম তোমার চোখের জলে
তখন জোনাক এসে মিশল আমার কাঁচপোকাদের দলে
ধারাবাহিকভাবে পড়লে বুঝবেন, আমার কবিতায় 'জোনাক' আর 'কাঁচপোকা'দের এক হওয়া কোনও স্বাভাবিক বিষয় না ! একটা কিছু গন্ডগোল তো এখানে আছেই ! এটা সেপ্টেম্বরে লেখা। এরপর নভেম্বরে লিখেছিলাম:
গহীন বনের পথে জোছনার উৎপাত - দৃশ্যটা যেন পৃথিবীর নয়
কাঁচপোকাদের ঘরে জোনাকেরা ঢুকে পড়ে - এই নিয়ে ভয়ানক গোলমাল
ভ্যাবাচেকা দৃষ্টিতে এসব তাকিয়ে দেখে আমদানী হয়ে আসা অর্কিড
বৃষ্টির জলে খুব ভিজে গিয়েছিল বলে অঘ্রাণে ঘ্রাণ তারা পায় না।
(কবিতা: অগ্রহায়ণ)
এই আগন্তুক 'অর্কিড' হল তারা, যারা গল্পটা জানেন না, শুধু বাইরে থেকে কবিতা'টা পড়ে গেলেন। আর 'বৃষ্টির জল' বলতে বুঝিয়েছিলাম আমারই লেখা 'শ্রাবণ' কবিতাটাকে, যেটার রেশ ঐ 'অগ্রহায়ণ' কবিতায় ছিল।
এত কথা বলছি এই কারণে যে, কবিতাগুলো আসলে ধারাবাহিক। তাই অনেকগুলো লাইন হয়তো আপনার কাছে ছন্দ মেলানোর অনর্থক চেষ্টা মনে হয়েছে, যেগুলো আমার কাছে অর্থবোধক।
আর, বানান-ভুল বা উচ্চারণের-ভুল ছাড়া আমি কবিতায় কিছু পাল্টাই না সাধারণত।
অনেক শুভকামনা। আর এতটা মনোযোগ দেয়ায় ভাল লাগা জানবেন অনেক।
১৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০
শ্রাবণ জল বলেছেন: শাহেদ ভাই, কাঁচপোকা বলে কি আসলেই কোন পোকা আছে?
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩১
শাহেদ খান বলেছেন: অবশ্যই আছে, শ্রাবণ !
এখানে দেখুন
তবে বাস্তবের কাঁচপোকা আমি দেখিনি। আমারগুলো কল্পনার। চোখ বন্ধ করলেই পরিস্কার দেখা যায় !
১৬| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৯
আমরা তোমাদের ভুলব না বলেছেন: ইখতামিন বলেছেন:
কবিতায় অসম্ভব ভালো লাগা.
ছবিটাও সুন্দর....
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১
শাহেদ খান বলেছেন: মন্তব্যে ভালো লাগা
১৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫১
শ্রাবণ জল বলেছেন: উজ্জ্বল নীল বর্ণের বোলতা!!
আমি ভেবেছি স্বচ্ছ,সাদা টাইপ হবে পোকাটা!!
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
শাহেদ খান বলেছেন: আমার কল্পনার কাঁচপোকাগুলোও স্বচ্ছ, সাদাটে। অতিক্ষুদ্র। অনেকগুলো একসাথে থাকে। চট করে দেখলে মনে হয় ডানায় ছোট ছোট কাঁচ বসানো !
আপনার ভাবনা'র সাথে মিল আছে !
বুঝতেই পারছেন, 'কাঁচপোকা' নামটাই আমার পছন্দের, বাস্তবের পোকাটার প্রতি আমার খুব একটা আগ্রহ-মনোযোগ নেই !
১৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩
রিমঝিম বর্ষা বলেছেন:
রাত-দুপুরে কান্না করে চাঁদ-তারাকে রাগায়..........
হাহাহাহা। দারুনতো। আসলে কি জানেন? কান্নার সঙ্গী লাগে। সেই সঙ্গী 'মানুষ' না হয়ে চাঁদ তারা হলেই ভালো হয় অনেকের জন্য (বোধহয়)।
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০
শাহেদ খান বলেছেন: (বোধহয়)
১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
পুশকিন বলেছেন: বহুদিন পর কবিতা...শীতল অনুভূতি।
ভালো লাগা রইলো ।।।
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
শাহেদ খান বলেছেন: অনেকদিন পর, পুশকিন ভাই ! (আমি জবাব দিতে আসলাম আরও ঢের দেরীতে !)
ভাল থাকবেন ! আমারও ভাল লাগা জানবেন
২০| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
শ্রাবণ জল বলেছেন: শুভ নববর্ষ, শাহেদ ভাই।
নতুন বছরের প্রথম দিনে একটা কবিতা আশা করেছিলাম। আপনি তো এলেনই না!
ভাল থাকুন, নিজের মত করে।
নতুন বছরে ব্যস্ততা একটু কমুক।
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
শাহেদ খান বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা, শ্রাবণ ! (বছরটা এখনও মোটামুটি বেশ নতুনই)
এবার কাজের প্রয়োজনে কয়েকমাস দেশের বাইরে আছি। দেশের বৈশাখ-জ্যেষ্ঠ পুরোই মিস করব... হয়তো আষাঢ়ের শেষের দিকে ফিরব... লেখা হয় না, শ্রাবণ। আমার কাছ থেকে নিয়মিত কোনও কিছু আশা না করাটাই বেটার।
ভাল থাকবেন অনেক। আপনি পুরোপুরি সুস্থ আছেন তো এখন?
২১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
শ্রাবণ জল বলেছেন: না লিখুন, ব্যাপার না।
ভাল আছেন, এটা জানালেই হবে।
কোথায় আছেন??
যা কিছু সুন্দর দেখবেন, ছবি তুলবেন!!
ফিরে ছবি ব্লগ দেবেন কিন্তু!!
যতটা ভাল থাকা যায়, আছি।
সুস্থ।
শুভ কামনা।
১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
শাহেদ খান বলেছেন: চায়না-তে আছি।
আমার ছবি তোলার হাত জঘন্য, শ্রাবণ ! ছবি ব্লগ আশা না করাটাই ভাল।
সুস্থ থাকুন, সবসময়।
২২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯
বোকামন বলেছেন:
তখন অবাধ হাওয়া ছড়িয়ে পড়ে ভোররাতে জংশনে
আমার কাব্য থাকে আটকে তোমার ইচ্ছেমতন মনে
বাহ্ ! কী দারুণ একটি কবিতা !
মুগ্ধ হলাম ছন্দোবদ্ধ কবিতাটি পড়ে :-)
৮ম ভালোলাগা জানালাম......।
ভালো থাকবেন।।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫২
শাহেদ খান বলেছেন: পুরানো কবিতা আপনার সুবাদে আবার পড়া হল আমারও ! ভাল লাগা জানবেন !
আপনাকে এখন আরও আগের একটা পোস্ট দেখাতে ইচ্ছা হচ্ছে। আধ্যাত্মিক/বাউলিয়ানা নিয়ে আপনারও কিছু লেখা আছে বলেই হয়তো আপনার সাথে এই পোস্ট'টা শেয়ারের ইচ্ছা হল। সময় করে দেখবেন হয়তো কখনও~
এই খানে সেই পোস্ট !
ভাল থাকবেন, বোকামন। শুভকামনা সবসময়ের !
২৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
অদৃশ্য বলেছেন:
শাহেদ ভাই
আজ ঘুরতে ঘুরতে আপনার এই লিখাগুলোতেই চোখ পড়ে গেলো... আর তাই এদের কিছুটা স্পর্শ নিতে কিছুটা সময় সাথে থেকে গেলাম... আর দারুন অনুভব নিয়ে নিলাম...
শুভকামনা...
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
শাহেদ খান বলেছেন: পুরো কবিতায় সেপ্টেম্বরের সুর। একটা ঘোরের সময় ছিল সেটা। যাক সেসব।
অনুভবে ভাল লাগা। :-)
২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪
শ্রাবণ জল বলেছেন: শুভ জন্মদিন, প্রিয় শাহেদ ভাই!!
৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানাচ্ছি, শ্রাবণ !
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুখপাঠ কবি!
আমি পাপীর দলে নাম লেখালাম তোমার চোখের জলে
তখন জোনাক এসে মিশল আমার কাঁচপোকাদের দলে;
বুঝি, আমিই তখন শিকার, আবার আমিই তখন ঘাতক
চমৎকার।