নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস গল্পকার

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

শাহেদ খান

আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]

শাহেদ খান › বিস্তারিত পোস্টঃ

স্টেশন

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫







স্টেশন - ২



বৃদ্ধ লোকটা খুঁড়িয়ে হাঁটে

সকাল-সন্ধ্যা। রাত বাড়লেই

পা দু'টো তার কেমনে যেন

ঠিক হয়ে যায় সবার মতই



ওইটুকু তার জাত-অভিনয়

চারটা মুখের খাবার জোটায়

মাথার ওপর সূর্য ঘোরে

চলচ্ছবি ঘামের ফোঁটায়



মুখটা বাড়ায়, হাতটা পাতে

নিখুঁত বিষাদ চোখের ভাঁজে,

দুই পয়সার অভিনেতার

ধুলো-কাদার নিপুন সাজে



ট্রেন আসে আর ট্রেন চলে যায়

সহজ জীবন হারতে থাকে

ধুলো-জলের রাজধানীতে

অভিনেতাই বাড়তে থাকে



স্টেশন থেকে মহানগর

প্রাণচঞ্চল মহানগর

তেলাপোকা, ইঁদুর এবং

অভিনেতার ভীড়ে মুখর।







স্টেশন - ৩



বিন্তি, ওরা তোদের খোঁজেই বুঝি এসেছিল -

বাঁকা চোখে খুঁজতে খুঁজতে ওই এগিয়ে গেল



রাত বেড়ে যায়, রাতের সাথে কালো রঙের আলো

সেই আলোতে লোকগুলো যে কী দেখে চমকালো !



কটকটে রং অমন শাড়ি কোত্থেকে পাস তোরা?

এত্ত কড়া রং দিয়ে তুই সাজালি ঠোঁট-জোড়া...



বিন্তি, ওরা এসব বুঝি ভীষণ ভালোবাসে?

বেড়াল'রা কি বাঘ বনে যায় নিষিদ্ধ উল্লাসে?



চোখের জলই জোনাক হয়ে ভাসছে নীল আকাশে

বিন্তি, কাদের ঘর পুড়ে যায় কাদের সর্বনাশে...







স্টেশন - ৪



এই ছেলেটার কপাল বলতে হবে !

একটু হলেই প্রাণটা যেত উড়ে -

অবশ্য তার পেশার দাবীতে সে

হাতের মুঠোয় প্রাণটা নিয়েই ঘোরে।



এই ছেলেটার থামতে চাওয়া বারণ;

নগরমুখে ধুলোর পরত বাড়ে

ছোট্ট ছেলে দৌড়াতে দৌড়াতে

আন্তঃনগর আসে আবার ছাড়ে



ওভারব্রীজের রেলিঙে হাত রেখে

জাত-শকুনের মতন দৃষ্টি মেলে

বাক্স-পেটরা-হকার-কুলি'র ভীড়ে

মানুষ দেখে মানুষ চেনে ছেলে



এই ছেলেটা এত্ত ভীড়েও একা

শিকার-ঠাঁসা ব্যস্ত এ তল্লাটে

হাঁটার ছলে এইটুকু এই ছেলে

পাকা হাতে নিখুঁত পকেট কাটে।







মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

শাহেদ খান বলেছেন: আগের লেখা: স্টেশন-১

আজকের পোস্টের লেখাগুলোর রচনাকাল: সঠিক মনে নেই। সম্ভবত অক্টোবর বা নভেম্বর'২০১২।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০০

শাহেদ খান বলেছেন: ছবিগুলো এখানে এমন ঝাপসা কেন আসলো, কাহিনী বুঝলাম না। আমার পিসি'তে তো পরিস্কার !

আচ্ছা, যাই হোক।

২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২

বোকামন বলেছেন: দারুন ভালোলাগা .........+++

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫

শাহেদ খান বলেছেন: মন্তব্যে ভাল লাগা 8-|

৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৭

মোঃ কবির হোসেন বলেছেন: অনেক সুন্দর কবিতাগুচ্ছ। হৃদয় ছুয়ে গেল। ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১০

শাহেদ খান বলেছেন: সুন্দর কমেন্টে ভাল লাগা জানবেন। ব্লগে স্বাগতম। :)

৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৮

অন্ধকার রাজপুত্র বলেছেন: ভালো লাগলো আপনার লিখা +++++++++++

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৪

শাহেদ খান বলেছেন: ভাল লাগা। 8-| ব্লগে স্বাগতম, অন্ধকার রাজপুত্র !

৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১১

রোজেল০০৭ বলেছেন: ষ্টেশন এর আশেপাশের চরিত্রগুলো অমায়িক ভাবে ছন্দের ব্যাকরনে বেজে উঠেছে ট্রেনের হুইসেল এর সুর হয়ে।

একরাশ ভালো লাগা।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৫

শাহেদ খান বলেছেন: একরাশ ভালো লাগা। :)

৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৯

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

শাহেদ খান বলেছেন: ভালো লাগা :)

৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চলচ্ছবি??

২ আর ৩ অসাধারণ লেগেছে :)
আর ১ তো আগেই পড়া।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

শাহেদ খান বলেছেন: ঘামের ফোঁটায় মুহুর্তের জন্যে যে ছবি'র ছায়া পড়ে। ফোঁটা যেহেতু স্থির নয়, ছবিটাও তাই স্থির না; চলমান - চলচ্ছবি !

জানি না এরকম কোনও শব্দ আসলে আছে কি না। আমার বলতে ইচ্ছা হল, তাই বললাম।

এতটা ভাল লাগায় অনেক ভাল লাগা। 8-|

৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

রাতুল_শাহ বলেছেন: ট্রেন আসে আর ট্রেন চলে যায়
সহজ জীবন হারতে থাকে
ধুলো-জলের রাজধানীতে
অভিনেতাই বাড়তে থাকে


সুন্দর কথা ভাই।


৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

শাহেদ খান বলেছেন: :)

কেমন আছো রাতুল?

৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

শ্রাবণ জল বলেছেন: একটা স্টেশন- কত মানুষ..কত গল্প..

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

শাহেদ খান বলেছেন: হুম সেটাই।

একেকটা স্টেশন প্রতি মুহুর্তে রবি ঠাকুরের 'গল্পগুচ্ছ'র চেয়ে অনেক বেশি গল্প নিয়ে বসে থাকে !

১০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
স্টেশন সিরিজ পুরোটাই খুব ভালো।।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

শাহেদ খান বলেছেন: শুনে ভাল লাগল, দূর্জয় ভাই 8-|

১১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২৬

আরজু পনি বলেছেন:

অনেক ভালো লাগা রইল।।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০

শাহেদ খান বলেছেন: আমারও :!>

১২| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১

রোমেন রুমি বলেছেন: বেশ ভাল লাগল ।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০

শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানবেন, রুমি। ব্লগে স্বাগতম !

১৩| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

হাসান মাহবুব বলেছেন: তিনটাই দারুণ!

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানবেন, হাসান ভাই।

এতক্ষণ আপনার গল্প পড়ছিলাম। এখানে আপনার কমেন্ট দেখিনি তাই।

১৪| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

shfikul বলেছেন: সুন্দর।খুব ভালো লেগেছে।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

শাহেদ খান বলেছেন: উৎসাহে ভাল লাগা। :)

১৫| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্যাখ্যাটা ভালো লেগেছে। যদিও প্রথম যখন পড়ি তখন আমার কাছে মনে হইছিলো শব্দটা বুঝি ছলছবি হবে!

থ্যাঙ্কস শাহেদ ভাই।

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

শাহেদ খান বলেছেন: সন্ধিবিচ্ছেদ করলে হতে পারে:

চলৎ + ছবি

তবে "Motion Picture" বা চলচ্চিত্র অর্থে বোঝাতে চাইনি, সেটা বুঝতেই পারছেন নিশ্চয়ই !

থ্যাঙ্কস আপনাকেও !

১৬| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

নস্টালজিক বলেছেন: ট্রেন আসে আর ট্রেন চলে যায়
সহজ জীবন হারতে থাকে
ধুলো-জলের রাজধানীতে
অভিনেতাই বাড়তে থাকে




তোমার ছন্দের সরল খেলা আর শব্দচয়নে যে চমৎকার দৃশ্যকল্প তৈরি হয়- আমি তার বরাবর মুগ্ধ পাঠক!


স্টেশন থেকে মহানগর
প্রাণচঞ্চল মহানগর
তেলাপোকা, ইঁদুর এবং
অভিনেতার ভীড়ে মুখর।


ই ভার্স এ প্রাণচঞ্চল এর পর মহানগর না বলে অন্য কিছু বলা যায় শাহেদ? যেহেতু একবার মহানগর চলে এসছে!


বাকিগুলো পড়ে কমেন্ট করার চেষ্টা করবো!


শুভেচ্ছা নিরন্তর!

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

শাহেদ খান বলেছেন: 'মহানগর' শব্দটায় জোর দিতে চাইছিলাম, রানা ভাই। কারণ এইসব অভিনেতাদের অধিকাংশের সৃষ্টি এই মহানগর বা মেগাসিটি'তে এসেই।

মনে মনে যখন এই কবিতা আবৃত্তি শুনি, তখন দ্বিতীয়বার 'মহানগর' শব্দটায় আমি একটা 'echo' শোনার চেষ্টা করি ! 8-|

কমেন্টে অনেক ভাল লাগা প্রিয় রানা ভাই। আপনার আবার আসার অপেক্ষায় থাকলাম তাহলে। শুভকামনা সবসময়ের !

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

রিমঝিম বর্ষা বলেছেন:

বড়-দের মন্তব্য দেখার পর আর কিছু বলার স্পর্ধা থাকেনা আসলে। :) তাই ভালো লাগা জানিয়ে যাই্।

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

শাহেদ খান বলেছেন: পাঠক হিসেবে আপনি কারও চেয়ে বড়-ছোট না, অন্তত আমার কাছে না !

ভাল লাগায় অনেক অনেক ভাল লাগা ! :)

(স্বভাবদোষে অনেক অনেক দেরীতে ব্লগে আসা, তাই যথারীতি দেরীতে জবাব)

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

রোকেয়া ইসলাম বলেছেন: শুভ নববর্ষ............।
ভালো কাটুক ১৪২০ সালের প্রতিটি খন।
অনেক অনেক শুভেচ্ছা।

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২

শাহেদ খান বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা কবি ! ভাল থাকা হোক সবসময় ! 8-|

১৯| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১

আহাদিল বলেছেন: খুব সুন্দর!

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪০

শাহেদ খান বলেছেন: 8-|

২০| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

অদৃশ্য বলেছেন:






ষ্টেশনের এই পার্টগুলোও আমার দারুন লেগেছে... আপনার ষ্টেশনে দাড়িয়ে অতীতের দৃশ্যগুলো দেখলাম... মুগ্ধ হলাম


শুভকামনা...

০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

শাহেদ খান বলেছেন: কমেন্টে অনেক ভাল লাগা জানাচ্ছি, কবি !

শুভেচ্ছা আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.