![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]
(শ্রাবণ-সন্ধ্যার বৃষ্টিভেজা এক সবুজ রূপকথা'র গল্প। অনেকদিন পর 'যৌথকাব্য' এবং এবারও মাহী (ব্লগার মাহী ফ্লোরা)'র সাথে লেখা। ঘটনার সূত্রপাত মাহী'র এক ফেসবুক স্ট্যাটাস থেকে। স্ট্যাটাস'টা কাব্যের প্রথমেই দেয়া হল, এবং তারপর থেকে দু'টা কমেন্টের পরই কাব্যকথায় শুরু হয়ে গেল 'সূর্যমুখীর রূপকথা' - অপার আনন্দে কাটা আরও কিছু সময়। ভূমিকা শেষ। কাব্যে চলে যাই।)
মাহী'র স্ট্যাটাস-কাব্য।।
আমাদের কবিতা ছিল। আমাদের কত দিন কত রাত খুব স্বপ্ন ছিলো। শীতল জলীয় এক নিশির। আমাদের স্বপ্নে ছিল ব্যঘ্র নখর চুমু। আমরা আমাদের ছিঁড়েছি।
এরপর কবিতা চন্দ্রকে করেছে এক মোহগ্রস্থ আততায়ী!
শাহেদ।।
কার হাতে যেন খুব কবিতা ছিল
মাহী।।
কার হাতে ছিল?
শাহেদ।।
কারও হাতে কাব্যরূপী রূপকথা'দের পশরা ছিল।
বেলাশেষে যে দিগন্তে নীলচে আঁধার ছড়িয়ে থাকে,
সেই দিগন্তে ছড়িয়ে ছিল অনেক প্রাচীন রূপকথারা।
গতিবেগের ফাঁদে পড়ে সূর্য তখন অন্যপ্রান্তে, কিন্তু সেটা বিবেচ্য না।
সূর্য যখন গেল তখন সূর্যমুখী ফুলও কেমন মুখ ফিরিয়ে চলে গেল - কেমন লাগে, ভাবতে পারো?
গল্পে সময় এগিয়ে যাবে, যেতেই হবে - সেটাই নিয়ম
সূর্যকে তাই ক্ষমাই দিলাম
কিন্তু প্রিয় সূর্যমুখীর অবহেলায় মুখ-ফেরানোর নাম-না-জানা অপরাধের
কী করা যায়? - তুমিই বলো !
কারণ আমি এলোমেলো। আমার মতই এলোমেলো !
মাহী।।
সূর্যমুখী মুখ কাটা মে ধুলোর উপর যায় গড়িয়ে, আঁচড়ে কামড়ে দাগ করে দেয় সূর্যহাসা বুকের ভেতর,পাগল কেন হাত বাড়িয়ে,রূপকথাটায় নাক গলিয়ে ফুলকে ডাকে?
ডাকের মধ্যে এলোমেলো গন্ধ থাকে!
সূর্য আলো রং এর গোলা আপাতত একুশ বাইশ, শ্রাবন শ্রাবন মেঘের মত
উড়াচ্ছে ফুল পথের ধুলায়।দীর্ঘ দিঘল সোনালী চুল চমকে চমকে উঠছে রোদে, রূপকথাটায় সবুজ ব্যাঙের উপস্থিতি, দূর্বা ঘাসে ছড়াচ্ছে চিল মুঠো মুঠো হলুদ দানা,
এসব কিছুই এলোমেলো, রোদের জোছনা ফুরাচ্ছেনা!
শাহেদ।।
অমন করে ডাকে বলেই পাগল'কে আজ 'পাগল' ডাকো !
পথের ধুলো রূপকথাদের মেজাজ-মর্জি বুঝতে পেরে
শ্রাবণ দিনের মাতাল হাওয়ায় পাল ভাসিয়ে ফুলকে ভীষণ ভিজিয়ে দেয়ার শপথ নিয়ে
যেই না ফুলের কাছে গেল-
ঠিক তখনই সূর্যপানে ফুলের চোখের কী রসায়ন
দেখতে পেয়ে, বুঝতে পেয়ে
ধুলো'র ঝড়টা চুপসে গেল !
সূর্য ওকে কী দিয়েছে?
কেন এমন সূর্যপানে দিনাতিপাত, রাত-জাগরণ?
ফুলটা সূর্যে কী দেখেছে? -
দিগন্তে চাঁদ - নীল অভিজিৎ - অরুন্ধতী - সব তারা'রা এমনতর প্রশ্ন শুনে
চোখ নামিয়ে মিলিয়ে গেল
রূপকথাটা নিশ্চুপে তাই নীল দিগন্তে ছড়িয়ে গেল
রূপকথাটা সরলতার - কিন্তু ভীষণ এলোমেলো
মাহী।।
রূপকথাটার শুরুই এমন পরবাসে,
বকুল বকুল গন্ধ খেলা
শীত নিশুতি তারার দিকে
আকাশ ভেবেই তাকিয়ে থাকে
জলের নদী অলকনন্দা...
কে আর তাকে গল্প বলার নেশায় মেতে শুনাচ্ছে আজ
সূর্যকথন!
সরল সরল মেঘলা ভীষন দিনের বেলা
ভাবছো কবি? ভাবছো কি সেই সরলতার
গল্প খেলা?
শাহেদ।।
গল্প বলার মানুষটা যে নিজেই একটা গল্পে ছিল
গল্পটা তো জানত না তা !
এবং তখন বৃষ্টি নামে
শেষবিকেলের কলমীলতা, ভীষণ সবুজ বকুলপাতা
রক্তজবার পাপড়ি এবং কবি'র তীব্র চোখের পাতা ভিজিয়ে দিতে
বৃষ্টি নামে
অলকানন্দা বানের তোড়ে কবি'র অমন ছন্দগুলো
সব নিয়ে যায় অল্প দামে
বৃষ্টি নামে বৃষ্টি নামে
তোমার ওসব জানার বাকি
এবং আমার নীল-জোনাকি লুকিয়ে পড়ে মেঘের ভাঁজে
মেঘ-বিকেলের নীল আরামে
মেঘটা তখন কবি'র পাশে শিশুর মত দুই গালে তার দু'হাত রেখে গল্প শুনতে
একটু থামে
ঝরঝরিয়ে বৃষ্টি নামে
এবং এত্ত সব আয়োজন
কেমন হেলায় তুচ্ছ করে সূর্যমুখী ঠিক তখনও তাকিয়ে কেমন সূর্য পানে !
অপেক্ষা? না অভিমানে???
এত্ত কিসের অভিমানে?
মাহী।।
বৃষ্টি নামছে
বৃষ্টি নামুক
বৃষ্টি কথার এবং সত্যি অরূপকথার
অথবা ঠিক রূপকথাতেই বৃষ্টি এলে
তোমার অমন নীল জোনাকি মেঘের মত একটু নেমে
গল্পদাগে ডানা মেলে!
সূর্য ওসব অপেক্ষার আর
কি ছাই বোঝে
চোখ বন্ধ পুকুর জলে ঘরের চাবি
ফেলছে সহিস
ঘোড়ার দাবি নামবে জলে! চোখ বন্ধ পুকুর জলে..
জলের গভীর বৃষ্টি হলে!
বৃষ্টি রঙা এই অভিমান
বৃষ্টি এলে সূর্য কোথায় লুকিয়ে থাকে?
ভাবছো কবি? ভাবছো এবার
রূপকথাতে পথের বৃষ্টি
কেমন করে
কেমন করে মেঘকে ডাকে?
শাহেদ।।
পাগল তখন পথের হাটে
কাঠগোলাপের পাতার দামে দু'তিন ঝুড়ি স্বপ্ন কিনে
সূর্য যেদিক অস্ত গেছে - সেদিক পানে
সূর্যমুখী'র মায়ার টানে চোখ শুকিয়ে ধরল হাঁটা
সেই পথে তার মুখের কথা'ই
পাখির কূজন, গাছের শাখায়, নদীর স্রোতে, জোনাক-পাখায়
গানের মত অবাক সুরে ছড়িয়ে গেল
দূরে দূরে
ছড়িয়ে গেল বেতাল হাওয়ায় মাতাল করা সেই কলতান:
"সূর্যমুখী, ফিরে তাকাও !
এক জীবনের সবটুকু চাও - দিব তা-ও ! দোহাই এবার
এদিকপানে ফিরে তাকাও !"
বাতাস যেন রূপকথাটা বুঝতে পেরে ছড়িয়ে দিল প্রতিধ্বনি -
'ফিরে তাকাও'
'ফিরে তাকাও'
সূর্য তখন অস্তগামী -
সূর্যমুখীর মুখটা নিচু
চতুর বাতাস হঠাৎ তাকে চিনতে পেরে
দাঁড়িয়ে পড়ে ফুলের পিছু
কিন্তু পাগল ঘোরের বশে বাষ্প-চোখে হাঁটতে হাঁটতে
সমস্ত দিন, সমস্ত রাত
সন্ধ্যা-প্রভাত হাঁটতে হাঁটতে যখন একটু ক্লান্ত হল -
পা চলে না;
চতুর্পাশে তাকিয়ে দেখে - তাকিয়ে দেখে - সব অচেনা !
পথের ভুলে সেই যে পাগল অন্য কোথায় পৌঁছে গেল !
আর ওদিকে সঠিক পথে -
সূর্যমুখী গানটা শুনে যেই তাকালো বাতাস-পানে
বাতাস পেছন ফিরে দেখে, পাগল তখন নেই সেখানে !
পথটা ভুলে পাগল তখন
কই হারালো? কই হারালো?
রুপকথাটা ডুকরে ওঠে - সব যে আবার এলোমেলো !!!
কবি'র মতই এলোমেলো !
মাহী।।
রূপকথাতে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীও তো কথায় মাতে
গল্পচ্ছলে পথ বলে দেয়-
কবি তোমার এ রূপকথায় তারা কোথায়?
পথ হারানো পাগলটাকে পথ বলে দিক
অথবা সেই কথা বলা শুক পাখিটাও থাকতে পারে
ফুল জোনাকি সূর্যমুখী
ছায়ার টানে আলো হারা এক বাগানে
বসতে গেলো...
এমন করো সে বাগানে প্রথমবারই দেখা করাও?
সেই পাখিটা পথ বলে দিক
এদিক সেদিক
যেদিক দিয়েই পাগল গেছে!
দূরে দূরে দূরে থাকা মেঘ
ছায়া দিয়ে ফুলটাকে সামলালো!
এবার ওদের মিল করে দাও। পথ খোঁজার এ কষ্টটুকু
বাতাস করুক। আলো করুক, আকাশ করুক!
সূর্যমূখী এবার সুখী তোমার হাতেই।
একটুকু সুখ জলের বুকে এমনিতে ছলকালো!
কবি তুমি এবার যেন
একটুও না
একটুও না
একটুও না এলোমেলো!
শাহেদ।।
গাঢ় আকাশ, সবুজ পাতা, বৃষ্টিমুখর উজান নদী
বনের পথে শাদা বকুল রাস্তা চেনায় অদ্যাবধি
কিন্তু এসব ছাড়িয়ে যখন 'পাগল' ভীষণ দিশেহারা, ঠিক তখনই অনেক দূরে
শান্ত মেয়ে সূর্যমুখী
পথ চেয়ে রয় বাতাস পানে -
গান শোনা যায় আবার যদি !
সূর্যমুখী অপেক্ষাতে।
শ্রাবণশেষের সন্ধ্যা নামে, নীল অভিজিৎ পূব আকাশে
সপ্ত-ঋষি চক্রাকারে রূপকথাটা দেখতে আসে
মেঘ ভেসে যায়, পাতায় কাঁপন
সন্ধ্যা নামে - তারার নীচে
সূর্যমুখী
অপেক্ষাতে।
সমস্তরাত এক পৃথিবীর কাব্যকথার সব আয়োজন
পূর্ণ করে সূর্যমুখী
অপেক্ষাতে - একলা তখন।
রাত ঘুমালে সূর্য আসে,
পথিক পাগল আশে-পাশে তাকিয়ে হঠাৎ বুঝতে পারে
ফিরেছে সে আপন পথে !
সূর্য তখন খুব সচেতন, অনন্যোপায় সূর্যমুখী
রাত-জাগা সেই ফুলটা আমার
কোন পুরাতন অভিশাপে, বাধ্য হয়ে তখন আবার মুখ ফেরালো সূর্যপানে !
সেই কথা কী পাগল জানে?
কাছে এসে পাগল শুধু দেখতে পেল, ফুল তাকিয়ে সূর্যপানে
প্রচন্ড এক অভিমানে
ঝরঝরিয়ে পড়ল ভেঙে রূপকথাদের সব আয়োজন!
সমস্ত রাত জাগার ফলে ব্যাঙ্গমা'রা ঘুমিয়ে তখন
শুকপাখিটাও অন্যখানে - ফুল তখনও সূর্যপানে
'সূর্যমুখীর অপেক্ষাটা'র গল্প বলার কেউ ছিল না !
সূর্যমুখী জানলও না
কী যেন এক অভিমানে - তার পাগল'টা হারিয়ে গেল এবার স্বেচ্ছা নির্বাসনে...
হারিয়ে গেল দূরে দূরে
পথ-ভোলা সেই ভুল পথকে নিজের মতন আপন ভেবে
পাগল ছেলে আরেকটিবার পেছন ফিরে ফুল'কে দেখে
আগলে রাখা স্বপ্নগুলো
বকুল পথে ছড়িয়ে দিয়ে একলা হেঁটে চলে গেল কোন অজানায়
চিরতরে।
সূর্যমুখী জানলও না। সে তার মতই অপেক্ষাতে।
রূপকথাটা বছর বছর অশ্রু ঝরায় সন্ধ্যারাতে
সূর্যমুখী জানলও না।
সূর্যমুখী জানবেও না-
জানবে না আর কোনওদিনও এমনতর রূপকথাতে।
*********************** সমাপ্ত *************************
ছবি: 'কালোমেঘ-সাদামেঘ' এবং 'ফুলঝরা পথ' -- নিজস্ব অ্যালবাম থেকে।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৮
শাহেদ খান বলেছেন: ঈদের শুভেচ্ছা !
২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৮
মাহী ফ্লোরা বলেছেন: দারুন সময় ছিল। অনেকদিন পর যৌথকাব্য। আর এই লেখাটা শুধুমাত্র সম্ভব হয়েছে শাহেদের জন্য। কারন এই রকম অলস গল্পকার আর একটাও নাই।
আর পুরো লেখায় যে দারুন গল্পটা তাও এই গল্পকারের কল্পনা! আমি মুগ্ধ!
আমার পুরো পোস্ট মানে নিজের লেখা সহই বলতে ইচ্ছা করছে খুব ভাল্লাগছে খুব। যে যা মনে করে করুক!
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৩
শাহেদ খান বলেছেন: তুমি কি আগের জন্মে 'বিনয় মজুমদার' নামে কবিতা লিখতে নাকি? এত্ত বিনয় কিসের?
যৌথ লেখা - অংশীদারিত্ব সমান হওয়া দরকার, এমনকি কল্পনার ব্যাপারটাও ! ফিফটি-ফিফটি ! তোমার লেখা না থাকলে অলস গল্পকার একা অতদূর যেতে পারতো?
আমারও অনেক ভাল লাগার একটা লেখা হয়ে থাকল। আগের যৌথকবিতা'গুলোর মতই।
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
মগজ ভরা মাথা বলেছেন: নেট ব্যাবহার করেন কিন্তু ইন্টারনেট হতে কোনো আ্য় নেই? অন্তত ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link
নেট ব্যাবহার করেন কিন্তু ইন্টারনেট হতে কোনো আ্য় নেই? অন্তত ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link
নেট ব্যাবহার করেন কিন্তু ইন্টারনেট হতে কোনো আ্য় নেই? অন্তত ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
শাহেদ খান বলেছেন: নেট ব্যবহার করি মূলত বিশ্রাম এবং বিনোদনের উদ্দেশ্যে। সাথে কিছুটা সাহিত্য, কিছুটা জানা। টাকার ব্যাপার-স্যাপার এনে এই জায়গাটাকে নিজের জন্য এখনই জটিল করে ফেলতে চাই না।
অতএব... জ্বি না, ধন্যবাদ।
শুভকামনা।
৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লাগছিল পড়তে, রাতে আবারো আসবো সময় নিয়ে পড়তে! ঈদের উপহার দুর্দান্ত মনে হচ্ছে! শুভেচ্ছা দুই জনকেই! মাহীপু এবং আপনাকে!
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩০
শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা, অভি !
আশা করছি, ভাল লাগবে।
৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৫
সায়েম মুন বলেছেন: আপনার কবিতা খুব ভাল লেগেছে। মাহীর টা লাগেনি (এখন মাহী যদি ঈদ বখসিস কিছু দ্যায় তখন মত পরিবর্তন হতে...)
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
শাহেদ খান বলেছেন: আমার আর মাহী'র কবিতা আলাদা করছেন কিভাবে? সবটা নিয়ে একটাই তো কবিতা ! ভাল লাগা'টা তাই অবিচ্ছিন্ন হোক।
আর এই উপহার তো আমি একা দিই নি ! মাহী'র পক্ষ থেকেও এই ঈদ-উপহার !
শুভেচ্ছা, সায়েম ভাই !
৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ফেবুতে পড়ছিলাম।
এখানেও পড়লাম।
অনেক সুন্দর।
কবিদের কথোপকথনই কবিতা হয়ে যায়।
আর এটা তো শেষ পর্যন্ত কবিতার খেল ছিল দুই কবির।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৪
শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানবেন, দূর্জয় ভাই !
তবে, এটা কথোপকথন আকারে লেখা নয়। বুঝতেই পারছেন, একটা রূপকথা'র রূপ ধরে আগানো কবিতা, তাই একটা গল্পে বাঁধা। আগে থেকে কিছু ভেবে রাখাও ছিল না। আমি এলোমেলো এগিয়ে যাই, মাহী আবার গুছিয়ে রাখে। আমাকে দিলো শেষটা করতে, স্বাভাবিকভাবেই শেষটা তাই হল এলোমেলোতায় !
তবে, কবিতার জবাবে কবিতা লেখার অদ্ভূত আনন্দ'টা আবার পেলাম পুরোদমে। ঈদের শুভেচ্ছা, কবি আপনাকে।
৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে +
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৭
শাহেদ খান বলেছেন: শুভকামনা, মামুন রশিদ !
৮| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: জিনিসটা দারুণ লাগল আমার কাছে। পুরান দিনের কবিয়ালদের মত, শব্দ ছোঁড়াছুঁড়ি করে কবিতায় কথোপকথন।
কবিদ্বয়কে প্লাস দিয়ে গেলাম।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৩
শাহেদ খান বলেছেন: এমন যৌথকাব্য আগে আরও নিত্য লেখা হতো মাহী'র সাথে। সে পারে ও। এবার লেখা হল অনেকদিন পর।
ঈদের শুভেচ্ছা, প্রোফেসর !
৯| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১১
ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ লাগলো ||
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৬
শাহেদ খান বলেছেন:
শুভেচ্ছা, মুন !
১০| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩০
বোহেমিয়ান বলেছেন: সুন্দর !
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩
শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা
১১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন লাগল! ছবি কবিতা দুটোই চমৎকার।
মাহী আপু এবং আপনার এই যৌথ কবিয়াল দারুন উপভোগ করলাম।!! দারুন!! ৮ম প্লাস।
আমাদের কবিতা ছিল। আমাদের কত দিন কত রাত খুব স্বপ্ন ছিলো। শীতল জলীয় এক নিশির। আমাদের স্বপ্নে ছিল ব্যঘ্র নখর চুমু। আমরা আমাদের ছিঁড়েছি।
এরপর কবিতা চন্দ্রকে করেছে এক মোহগ্রস্থ আততায়ী!
এবং
গল্প বলার মানুষটা যে নিজেই একটা গল্পে ছিল
গল্পটা তো জানত না তা !
এবং তখন বৃষ্টি নামে
শেষবিকেলের কলমীলতা, ভীষণ সবুজ বকুলপাতা
রক্তজবার পাপড়ি এবং কবি'র তীব্র চোখের পাতা ভিজিয়ে দিতে
বৃষ্টি নামে
খুব ভালো লাগল কবি। আপনাদের দুইজনকেই শুভেচ্ছা!!!
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৪
শাহেদ খান বলেছেন: অনেক ভাল লাগা জানবেন, কাল্পনিক_ভালোবাসা।
শুভেচ্ছা আপনাকেও !
১২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা দুই জনকেই! মাহীপু এবং আপনাকে!
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫
শাহেদ খান বলেছেন: শুভকামনা, কান্ডারী অথর্ব !
ভাল থাকবেন।
১৩| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৫
নস্টালজিক বলেছেন: শাহেদ-ফ্লোরার যুগলবন্দী খুব ভালো হইসে!
টেন আউট অফ টেন!
ঈদ মুবারাক!
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭
শাহেদ খান বলেছেন: বাংলায় এত মার্ক !!!
ঈদের শুভেচ্ছা, প্রিয় রানা ভাই! কবি আর গীতিকারের জন্য অনেক শুভকামনা !
১৪| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১২
দুঃস্বপ্০০৭ বলেছেন: বাহ কি দারুন কবিতা । +++
শাহেদ ভাই এর জন্য রইল ঈদের শুভেচ্ছা । ঈদ মোবারক ।
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮
শাহেদ খান বলেছেন: ঈদ মোবারক, দুঃস্বপ্০০৭ !
১৫| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। দুইজনের টিউনিং জমছে বেশ।
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০
শাহেদ খান বলেছেন: কমেন্টেও ভাল লাগা, হাসান ভাই !
ঈদের শুভেচ্ছা !
১৬| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৫
ফালতু বালক বলেছেন: খুব ভালো
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০
শাহেদ খান বলেছেন: আনন্দিত !
১৭| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪
আমিনুর রহমান বলেছেন:
দুর্দান্ত +++
ঈদ মোবারক !
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১
শাহেদ খান বলেছেন: ঈদ মোবারক !
১৮| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৫
আরজু পনি বলেছেন:
আহারে পড়তে পড়তে দারুণ এক কথার রাজ্যে প্রবেশ করে ফেলেছিলাম ।
নিজেকে কেমন যেন এতিম এতিম লাগছে...মানে আমিতো কিছুই পারি না
ইসসসসস ! আমি যদি এমন করে ভাবনা, কথার প্রকাশ করতে পারতাম !
♥ ঈদ মোবারক ♥
প্রিয় অলস গল্পকার ।।
১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪
শাহেদ খান বলেছেন: ঈদ মোবারক, পনি'পু !
বিশ্লেষণধর্মী পোস্ট তো আমিও আপু'র মত লিখতে পারি না, তখন আমার হয়তো মনে হয়, 'আমিতো কিছুই পারি না'
ঐ ভাবনায় ভাবনায় কাটাকাটি !
অনেক অনেক শুভকামনা !
১৯| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৫
রেজোওয়ানা বলেছেন: যৌথ কবিতা ভাল লাগলো শাহেদ!
ফুল ঝরা পথ' অদ্ভুত সুন্দর.....
২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৭
শাহেদ খান বলেছেন: কমেন্টে অনেক ভাল লাগা, রেজু'পা।
শুভেচ্ছা। সোহা'কে আদর।
২০| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
সোমহেপি বলেছেন: অনেক সুন্দর হয়েছে গল্পকার।
++++++
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল
