নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস গল্পকার

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

শাহেদ খান

আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]

শাহেদ খান › বিস্তারিত পোস্টঃ

মহীনের ঘোড়াগুলি (ত্রয়ী)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪







ঘোড়া

--- জীবনানন্দ দাশ



আমরা যাইনি ম’রে আজো -তবু কেবলি দৃশ্যের জন্ম হয়:

মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে;

প্রস্তরযুগের সব ঘোড়া যেন - এখনো ঘাসের লোভে চরে

পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে।



আস্তাবলের ঘ্রান ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায়;

বিষন্ন খড়ের শব্দ ঝ’রে পড়ে ইস্পাতের কলে;

চায়ের পেয়ালা ক’টা বেড়ালছানার মতো - ঘুমে - ঘেয়ো

.................................কুকুরের অস্পষ্ট কবলে



হিম হ'য়ে ন'ড়ে গেল ও-পাশের পাইস্-রেস্তরাঁতে,

প্যারাফিন-লন্ঠন নিভে গেল গোল আস্তাবলে

..................................সময়ের প্রশান্তির ফুঁয়ে;

এইসব ঘোড়াদের নিওলিথ-স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে।









চতুর্দশপদী কবিতা : ৩৭

--- শক্তি চট্টোপাধ্যায়



মহীনের ঘোড়াগুলি মহীনের ঘরে ফেরে নাই

উহারা জেব্রার পার্শ্বে চরিতেছে। বাইশ জেব্রায়,

ঘোড়াগুলি অন্ধকার উতরোল সমুদ্রে দুলিছে

কালের কাঁটার মত, ওই ঘোড়াগুলি জেব্রাগুলি

অনন্ত জ্যোৎস্নার মাঝে বশবর্তী ভূতের মতন

চড়িয়া বেড়ায় ওরা - কথা কয় - কী কথা কে জানে?

মানুষের কাছে আর ফিরিবে না এ তো মনে হয়

আরো বহু কথা মনে হয়, শুধু বলিতে পারি না।

বাইশটি জেব্রা কি তবে জেব্রা নয়? ময়ুরপঙ্খীও

হতে পারে এই ভৌত সামগ্রিক জ্যোৎস্নার ভিতরে?

বামনের বিষন্নতা বহে নেয় ও কি নারিকেল

ও কি চলচ্ছবিগুলি লাফায়ে-লাফায়ে যাবে চলে?

ও কী মহীনের ঘোড়া? ও কি জেব্রা নয় আমাদের?

অলৌকিকতার কাছে সবার আকৃতি ঝরে যায়।।









মহীন

--- শাহেদ খান



এ-ই তবে 'নীরবতা' - সময়ের গাঢ় ইতিহাস !

চিরকাল শরতের আকাশের চেনা পরিসরে

নিয়ত চলচ্ছবি পিছে ফেলে গেলে বুনোহাঁস,

তারপর ঘোড়াগুলো নেমে আসে পৃথিবীর 'পরে।



সময়ের নিঃশ্বাসে লন্ঠনে অবাধ কাঁপন;

মহীনের ঘোড়াগুলো দেখে হাই তোলে বুড়ি চাঁদ;

কত যুগ কেটে গেল - তাও বুঝি ঘোড়াদের মন

আজও খুঁজে পায়নি যা দেখেছিল একদা অগাধ?



আস্তাবলের পথে কুয়াশা'র আস্তর বাড়ে

ঘোড়াদের স্তব্ধতা প্রাণ পায়। আর নিরাকারে -

লৌকিক সব আলো নিভে গেলে ওরাও তাকায়;

তাকিয়ে তো থাকে জানি, তবে ওরা দেখতে কি পায়?



জীবনানন্দে মেতে এক কবি আজও হেঁটে চলে:

নক্ষত্রের নীচে পৃথিবীর প্রগাঢ় মায়ায়...





























আলাদা কথা:: এটা অবশ্যই মাঝরাতের কবিতা। সন্ধ্যা নামতেই শরতের পূব-আকাশে দেখা যায় বিশাল হাঁসের মত সিগনাস মন্ডল (বাংলায় এর নাম 'বক-মন্ডল; তবে গ্রীক পুরাণে আছে হাঁস হয়ে। আমিও যতবার তাকাই 'হাঁস'ই দেখি - তাই হাঁস রাখলাম)। সমস্ত রাত আকাশে অবিরাম পরিভ্রমণ করে মাঝরাত নাগাদ এই বিশাল হাঁস চলে যায় পশ্চিম আকাশে। ৩য় লাইনে বলা আছে, চলচ্ছবিগুলো পিছে ফেলে হাঁস যখন চলে যায় - অর্থাৎ মাঝরাত: তখন আমাদের কবিতার শুরু। কবিতায় এসব ব্যাখ্যা দিতে নেই। আগে অনেক লেখায় এসব ছিল, কখনও ব্যাখ্যা দিই নি। আজ কেন দিলাম, জানি না। হঠাৎ ইচ্ছে হল।



স্কেচ'টা: একটু আগে আমার কাঁচা-হাতে আঁকা। বিনয় করে 'কাঁচা-হাত' বলছি না। বিনয় করার প্রশ্নই আসে না !





মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার শাহেদ ভাই !
স্কেচ টাও অসাধারণ হয়েছে !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২

শাহেদ খান বলেছেন: সবসময়ের এমন উৎসাহে অনেক ভাল লাগা, অভি !

শুভেচ্ছা !

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ লাগলো !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩

শাহেদ খান বলেছেন: সেকী ! আপনার সানগ্লাস গেল কই? ভয়ানক চোখ !

কমেন্টে ভাল লাগা, মুন।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার ছবি তো মারাত্মক হৈ চৈ ফেলে দিসে দেখা যায় !
মোটামুটি যাদের সবকয়টা পোস্টেই কমেন্ট দেই তারাই দেখি এটার কথা বলে !! :|

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

শাহেদ খান বলেছেন: হ্যাঁ, আপনার সান-গ্লাস পড়া ছবিটা এখনও চোখে লেগে আছে। কারণ ওটা দেখে আমিও কমেন্টের জবাবে সান-গ্লাস পড়ে একটা হাসি দিতাম !

অতএব ওটার অভাব-বোধ করছি ! /:)

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গত পরশুদিন ''কী কথা তাহার সাথে? তার সাথে! (ত্রয়ী)" পড়েছিলাম, পড়ে একটা কথাই ভাবছিলাম আমি যদি এমন ট্রাই করি তবে কেমন হয়, কিন্তু আমার কিছুই হয় নাই। আপনার লেখাটা পড়ে মুগ্ধ হইসিলাম।

আজ পড়লাম ''মহীনের ঘোড়াগুলি (ত্রয়ী)।'' সত্যিই অভিভূত। আপনার এই ব্যতিক্রমি উদ্যোগ ভালো লেগেছে।

শুভেচ্ছা শাহেদ ভাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২

শাহেদ খান বলেছেন: একটু আগে আপনার কানামাছি পোস্টে কমেন্ট করার সময় আপনার নাম দেখাল 'আলাউদ্দিন আহমেদ সরকার' (আপনিই কিনা দেখার জন্য আমি আপনার নামে ক্লিক করলাম এইমাত্র)। এর মাঝেই নাম পাল্টে ফেললেন নাকি?

ভাল লাগার কথা জেনে অনেক ভাল লাগল, কবি। জীবনানন্দ আর শক্তি'র শ্রেষ্ঠ কবিতা'র বই ওল্টাতে ওল্টাতে হঠাৎ এই ভূত মাথায় চাপলো।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ও হ্যাঁ, বলতে ভুলে গেছি আপনার আঁকার হাত চমৎকার। যদি আমি আঁকতে পারতাম। :(

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

শাহেদ খান বলেছেন: 8-|

আমি শুধু দেখে দেখে আঁকতে পারি। তাও রং পারি না, শুধু হালকা স্কেচ। এ এমন কিছু তো না !

শুভেচ্ছা, কবি।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

আশীষ কুমার বলেছেন: আপনার কবিতাটাই পড়লাম। অনেক ভালো হয়েছে।

আপনি কি জানেন শক্তি চট্টোপাধ্যায়কে বাংলাদেশ সম্মাননা জানাচ্ছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

শাহেদ খান বলেছেন: জানতাম না তো !

শক্তি খুব প্রিয় একজন কবিতা। তার সময়ের শ্রেষ্ঠদের একজন ! তাকে সম্মান জানালে ঐ পুরস্কারের সম্মানই বাড়বে। :)

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

আশীষ কুমার বলেছেন: জীবনানন্দের কবিতাটা পড়লাম। আপনি এর তুলনায় কিছুই না।

উনার কবিতায় এত প্রকৃতি কীভাবে আসে। আমি অনেক দিন ভেবেছি। নিজের মনেই কিছু জিনিস বের করেছি।

উনি সারাদিন শুধু ঘুরতেন। আমার ধারণা উনি ফটোগ্রাফারদের মতো সাবজেক্টের পেছনে ঘুরতেন। প্রতিটা জিনিস বিভিন্ন ভাবে ভাবতেন। ভিন্ন ঋতুতে, ভিন্ন সময়ে কেমন হবে...। তারপর তুলনায় যেতেন....আমার ধারণা একেকটা কবিতা লিখতে উনার অনেক কষ্ট হতো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

শাহেদ খান বলেছেন: সেকী ! আপনি একজনের সাথে আরেকজনের তুলনা করতে যাচ্ছেন কেন? কারও সাথে কারও তুলনা হয় না - আর জীবনানন্দের সাথে তো একদমই না !

যে জীবন ফড়িঙের, দোয়েলের - জীবনানন্দ কোনওভাবে সেই জীবনের দেখা পেয়ে গিয়েছিলেন। তার সাথে অন্য কবি'র তুলনা করলে ঐ অন্য কবিটা'র প্রতি স্রেফ অবিচার করা হবে !

জীবনানন্দ প্রচুর ঘুরতেন, অনর্গল লিখতেন, আর কষ্ট যে করতেন সেটাও সত্য। তার রাফখাতা বা কাব্যের আলোচনা যে কয়েকটা পড়েছি - সবটাতেই আছে তিনি কত অসংখ্যবার ঘষা-মাজা, পরিবর্তন-পরিশোধন করে কবিতা'কে কবিতা বানাতেন...

আমাদের খুব সৌভাগ্য - আমাদের সাহিত্যে জীবনানন্দ, তারাশংকর, মানিকের মত কতগুলো নক্ষত্র'কে একসাথে পেয়ে গিয়েছিলাম... 8-|

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গত একবছর ধরে চেষ্টার পর আমার নিকটা একটু ছেটে দিয়েছেন ব্লগ কতৃপক্ষ। :)

''কী কথা তাহার সাথে? তার সাথে! (ত্রয়ী)" এটা মোবাইল থেকে পড়া, তাই কমেন্ট করা যায় নি। শক্তি আর জীববাবুর কবিতা পড়তে গেলে আমারও এমন হয়, কিন্তু কেন যেন এক দুই লাইনের বেশি লিখতে পারি না। 8-|

ভালো থাকবেন কবি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬

শাহেদ খান বলেছেন: ভাল থাকবেন আপনিও :)

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

আশীষ কুমার বলেছেন: আমি এটা জানতাম না। কিন্তু আমার মনে হতো এত সহজাত এই এ ধরনের লেখা আসার কথা না। তাই আমি যা বলেছি তা আমার ভাবনাপ্রসূত।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১

শাহেদ খান বলেছেন: হুম। তিনিই ছিলেন কবি। এই লাইন'টা দেখুন:

'আস্তাবলের ঘ্রান ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায়'

আমার গোটা কবিতার চাইতেও তার এই একটা লাইনের দৃশ্যকল্প কত ঘন, কত স্পষ্ট নিবিড় !

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আইডিয়াটা একেবারে অভিনব ও অনন্য স্বাদের। তিন টুকরো কবিতা যেন তিনটা হীরক খণ্ড। আপনার কবিতা যদি আপনার নাম-না-লেখা অবস্থায় পড়তাম, তাহলে জীবনান্দের কবিতা হিসাবেই পড়তাম।


জীবনানন্দে মেতে এক কবি আজও হেঁটে চলে:
নক্ষত্রের নীচে পৃথিবীর প্রগাঢ় মায়ায়...
‘জীবনানন্দ’ কথাটার দ্ব্যর্থবোধকতায় চমৎকৃত হলাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

শাহেদ খান বলেছেন: আপনি ধরতে পেরেছেন ! আপনার কমেন্ট'টা পড়ামাত্র আমার তাই খুশি লেগে উঠল ! :)

এবং এতটা ভাল লাগায় অনেক ভাল লাগা অবশ্যই। এ কবিতা লেখার জন্য বাতাসের রাতে অন্ধকারে বসে ছিলাম। পাড়াগাঁয়ে থাকি বলে সত্যিকারের রাত পাই, শহুরে রাত না। ধানক্ষেতের উপর জোৎস্নার স্তব্ধতা পাই এখনও...

শুভেচ্ছা, কবি।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

ভিয়েনাস বলেছেন: মজার বিষয় হলো লোভ সামলাতে না পেরে সর্বপ্রথম আপনার লেখা মহীনটায় আগে পড়লাম তারপর শক্তি চট্রোপাধ্যায়েরটা।আর জীবন বাবুর টা তো অনেকবার পড়া।আপনারটা আগে পড়লাম কারণ আগের ত্রয়ীর প্রেমাটা ভালো লেগেছিল।মহীনটাও ভালো লাগলো :)

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮

শাহেদ খান বলেছেন: আমার পরিকল্পনা অবশ্য ছিল, পাঠক আমার লেখাটা সবার শেষে পড়বে। আগের দু'টা তো বহুবিখ্যাত কবিতা, তাই এই পোস্ট পড়া শেষে পাঠকের মাথায় যেন নতুন কবিতা'টার রেশ থাকে !

কবিতা পাঠে ভাল-লাগা অনেকসময়ই থাকে, তবে যে কবিতা পাঠের শেষেও রেশটুকু থেকে যায় - সেটাই বোধহয় প্রিয়তা পায়।

আমার দু'টা কবিতাতেই এতটা ভাল লাগা জানানোয় আপনি আমার অনেক ভাল লাগা জানবেন, ভিয়েনাস ! :)

শুভকামনা।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

মামুন রশিদ বলেছেন: মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে;
প্রস্তরযুগের সব ঘোড়া যেন - এখনো ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে।

জীবনানন্দের অনবদ্য সৃষ্টি মহীনের ঘোড়াগুলো যেন তিনটি কবিতায়ই চড়ে বেড়াচ্ছে, জ্যোস্নাহত হয়ে ।

দারুণ ত্রয়ী সিরিজ, উপভোগ্য ।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৪

শাহেদ খান বলেছেন: ওসব জীবনানন্দের অনবদ্য সৃষ্টি বলেই আমার এই পোস্টগুলো একটু ঝুঁকি নিয়েই দেয়া। দু'জন শ্রেষ্ঠ কবি'র কবিতার সাথে আমার সদ্যজাত লেখাগুলো একসাথে দেয়া'টা হয়তো সহজ সিদ্ধান্ত না। তারপরও ইচ্ছামত লিখেছি বলে ইচ্ছামত পোস্টও দিয়ে গেলাম।

আপনাদের ভাল লাগায় পোস্টগুলো আমারও প্রিয় হয়ে থাকছে তাই। 8-|

শুভেচ্ছা, মামুন ভাই।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

এহসান সাবির বলেছেন: ত্রয়ী সিরিজ দারুন লাগছে। ছবি সুন্দর একেছেন।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫

শাহেদ খান বলেছেন: ভাল লাগায় অনেক ভাল লাগা জানবেন, এহসান সাবির।

১৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

মাহমুদ০০৭ বলেছেন: প্রিয় শাহেদ ভাই ,
আপনার জমাট কবিসত্তা টের পেলাম ।

আমি মুগ্ধ হয়েছি আপনার কবিতায় , বার বার পড়েছি কেন জানি ,
প্রতিবারই একটা ভাল লাগা আছর করে গেছে , সেই তুলনায় শক্তিতে
শক্তি পাইনি ! ( অবশ্য উনি ব্যতিক্রম বোধে লিখেছেন , একটু উপরিতল
দিয়েই ভ্রমণ করেছেন ! ) !


লৌকিক সব আলো নিভে গেলে ওরাও তাকায়;
তাকিয়ে তো থাকে জানি, তবে ওরা দেখতে কি পায়

এই লাইনে আপনাকে জীবন বাবুই মনে হইছে ।
খুব ভাল লাগছে এই সিরিজ , আশা করি এমন সুন্দর সিরিজ আপনি চালিয়ে যাবেন ।

ভাল থাকুন প্রিয় শাহেদ ভাই :)
শুভকামনা নিরন্তর ।


০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২

শাহেদ খান বলেছেন: শক্তি আমার খুব প্রিয় কবি। তিনি তার আপন মাত্রায় লিখে গেছেন 'চতুর্দশপদী কবিতা' সিরিজের কবিতাগুলি। এরই মাঝে একটা কবিতায় (৩৭ নম্বরে) তিনি নিয়ে এসেছিলেন মহীনের সেই আদিম ঘোড়াগুলিকেও। তাই আমারও সেটাকে তুলে আনা।

সতন্ত্রভাবে ধরলে জীবনানন্দ আর শক্তি'র দুটো লেখায়ই অসাধারণ পর্যায়ের !

আমার লেখাতেও এতটা ভাল লাগা জানানোয় অনেক আনন্দিত, মাহমুদ ! :)

সিরিজ কিভাবে চালাই? খুঁজে দেখতে হবে, একই থিমের ওপর লেখা দুই কবি'র আরও কবিতা আছে কি না। তারপর ভেবে দেখতে হবে ওই থিম নিয়ে আমার হাতে কবিতা আসবে কি না। অনেক 'যদি-তবে' মিললে সিরিজ চলতে পারে। 8-|

কমেন্টে অনেক ভাল লাগা, আর শুভকামনা গল্পকারের জন্য।

১৫| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এক কথায় অসাধারন, শাহেদ ভাই।
বার বার পড়ার মত কবিতা এটি।
আর পোস্টে তো তিনবার মুগ্ধ হবার সুযোগ।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮

শাহেদ খান বলেছেন: দূর্জয় ভাই, সবসময়ের এই নিরন্তর উৎসাহের জন্য আপনিও আমার অনেক ভাল লাগা জানবেন।

কবিদের ভাল লাগা - লিখতে সাহস দেয়।

১৬| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯

আমিনুর রহমান বলেছেন:



মহীনের ঘোড়াগুলো'র গান নিশ্চয়ই আপনার ভালো লাগে !


আবারও ত্রয়ী অসাধারণ হয়েছে। এত ভালো লিখেন কিভাবে ?!

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

শাহেদ খান বলেছেন: ব্যতিক্রম ব্যাপারটা হল, 'মহীনের ঘোড়াগুলি' ব্যান্ডের গান আমার তেমন শোনাই হয়নি ! দু-একটা যা শুনেছি, তা-ও ঐ ব্যান্ডের গান হিসেবে কম; বরং বন্ধু-কলিগ'দের মুখেই বেশি শোনা !

তবে তাদের গানের লিরিকস বেশকিছু পড়েছি অনলাইনে, আর খুব ভাল লাগায় আক্রান্ত হয়েছি ওসবে। তবু কেন গানগুলো শোনা/সংগ্রহ করার চেষ্টাও করিনি কখনও কে জানে...

মন্তব্যে অনেক ভাল লাগা, আমিনুর ভাই। বিশেষ করে, শেষ লাইন'টা তো চমৎকার ! B-) :P

শুভকামনা।

১৭| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন:







চমৎকার ভ্রাতা ।
ত্রয়ী ও স্কেচ দুটোতেই ভালোলাগা।


++++++++++++++

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

শাহেদ খান বলেছেন: জেনে ভাল লাগল, শোভন।

শুভেচ্ছা।

১৮| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনি অবশ্যই একজন দুর্দান্ত কবি, মানতেই হচ্ছে +++++++++++ রইল।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

শাহেদ খান বলেছেন: দারুণ কমেন্টেও +++ :)

শুভেচ্ছা, কান্ডারী অথর্ব।

১৯| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

সায়েম মুন বলেছেন: আপনার তো দেখি গুণের শেষ নেই। ছবি তো সুন্দর হয়েছে। --- এটা কিন্তু বিনয় হিসেবে নিবেন না। /:)

কবিতার কথা কি বলবো আগের দুটোর মধ্যে মাঝখানেরটা অনেকবার পড়া। খুব ভাললাগা একটা কবিতা।

জীবু বাবুর কবিতার ব্যাপারে বলার কিছু নাই!

শাহেদীয় কবিতা সত্যি সুন্দর!

পোস্টে অনেক ভাললাগা রইলো।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১

শাহেদ খান বলেছেন: শক্তি চ্যাটার্জি'র কবিতাটা আমারও খুব প্রিয় !

'মহীনের ঘোড়াগুলি' শুনলেই আমার মাথায় অটিমেটিক্যালি চলে আসে শক্তি'র লেখা প্রথম লাইন দু'টো:

মহীনের ঘোড়াগুলি মহীনের ঘরে ফেরে নাই
উহারা জেব্রার পার্শ্বে চরিতেছে।

আর এছাড়া শক্তি'ই সাধুভাষায় 'ঘোড়াগুলি' রেখেছেন। জীবনানন্দ সরল চলিত'তে 'ঘোড়াগুলো' বলেছেন স্বাভাবিকভাবেই (রহস্যময় কবি এক জায়গায় 'ঘোড়াদের' পর্যন্ত বলেছেন ! হয়তো ভিন্নার্থে আমিও অন্য একটা কারণে 'ঘোড়াদের' ব্যবহার করেছি আমার অংশে) তো যাই হোক, শক্তি'র কবিতার প্রতি ভাল লাগা'য় আমি পোস্টের শিরোনামেও 'মহীনের ঘোড়াগুলি' রাখলাম।

ভাল লাগায় আনন্দিত, সায়েম ভাই!

২০| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৪

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো শাহেদ......

তিন কবিকে একসাথে পড়তে পেলাম একসাথে। আর শেষকথাটুকু বেশ লাগলো।
"সমস্ত রাত আকাশে অবিরাম পরিভ্রমণ করে মাঝরাত নাগাদ এই বিশাল হাঁস চলে যায় পশ্চিম আকাশে"।

পড়তে পড়তে জানালা দিয়ে রাতের আকাশের দিকে তাকালাম........সময়ের পরিক্রমায় এখানকার আকাশেও সেই হাঁস দেখতে পারার কথা...মনে হাসলাম। সবাই কি আর আকাশে হাঁস দেখতে পারি?

তবে আজ শেষ বিকালে আমি আকাশে মেঘেদের বৃষ্টি হতে দেখেছি।
মেঘরা আকাশ বেয়ে নামছে, বৃষ্টির মত করে।
ছবি তুলেছি, ইচ্ছা থাকলো শেয়ার করার।

শুভকামনা থাকলো শাহেদ।
ভালো থাকা হোক অভ্যাসে।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৭

শাহেদ খান বলেছেন: 'মেঘরা আকাশ বেয়ে নামছে' -- বলার স্টাইল'টা কী চমৎকার !

ছবিগুলো দেখার ইচ্ছা থাকল। বৃষ্টির ছবি আমি কখনও ভাল তুলতে পারিনি, আমি পারি না। তাই অন্যদের ছবি মুগ্ধতায় দেখি।

'ভালো থাকা হোক অভ্যাসে' -- আর কেউ এভাবে বলে না ! সাজিপু'র সহজ কথাটাও অন্যরকম, সুন্দর।

শুভকামনা সবসময়ের।

২১| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: খুব মজার আইডিয়া! এবং আপনি দুই কবির পাশে খুব চমৎকার ভাবেই নিজেকে প্রকাশ করেছেন! আপনাকে অভিনন্দন!

আপনার স্কেচ তো দুর্দান্ত হইসে! আমরা যারা মোটেই ছবি আঁকতে জানি না, তাদের কাছে আপনারটার সাথে লিওনার্দের স্কেচের কোনো পার্থক্য নাই!

শুভকামনা !

০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৫

শাহেদ খান বলেছেন: !:#P

চমৎকার কমেন্ট ! স্কেচে'র চাইতেও কবিতা'য় ভাল লাগায় বিশেষ ভাল লাগা জানাচ্ছি।

ভাল থাকবেন। শুভকামনা।

২২| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪

সমুদ্র কন্যা বলেছেন: চমৎকার!

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

শাহেদ খান বলেছেন: ভাল লাগায় আনন্দিত।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.