নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস গল্পকার

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

শাহেদ খান

আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]

শাহেদ খান › বিস্তারিত পোস্টঃ

পাখির বাসা

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭



দ্বন্দ্ব-সমাস



ওরা নাকি তোমার নামে লিখল কীসব দু-চার কলাম?

আমি ওসব গা করিনা - এই ভরসা রাখতে পারো:

আমি নাহয় তোমায় নিয়েই কষ্ট করে নষ্ট হলাম।



পথের গল্প পথেই বাড়ে, ঘরটা আমার পাখির বাসা;

নিয়মিত সত্য শোনার এখন আমার নেই পিপাসা

বিশেষ করে সত্য যখন উপমিত কর্মধারয়।



ওরা নাকি গল্পগুলো গড়তে গড়তে চমকে ওঠে

ভাবছে ওরা, পাখির বাসা গড়ছে অলুক তৎপুরুষে;

ওরা তখন পান-সিগারেট, সমস্ত-দিন চায়ের দোকান



আমি তোমার দ্বন্দ্ব-সমাস; নিজেকে তাই ক্ষান্ত দিলাম।









কানামাছি



ঝড়ো-হাওয়ার রোজ যাতায়াত পাখির বাসা'র কাছাকাছি

খড়-কুটো'টাও দামী এখন, জীবন শেখায় 'উর্ধ্বগতি'

চোখের বাষ্পে হারিয়ে গেল আকাশপটের 'অরুন্ধতী'

প্রেমা, ওসব তুচ্ছ কর? আমরা অনেক ভাল আছি !



আলো গায়ে জোনাক বুঝি খেলতে পারে কানামাছি?

কোন বিধাতা মগ্ন হয়ে গড়ছে তখন এই জ্যামিতি:

ছোট্ট ঘরে টের পাওয়া যায় রূপকথাটা'র উপস্থিতি;

হোক না সেটা চোখের জলে - আমরা ভীষণ ভাল আছি।











মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

শাহেদ খান বলেছেন:




অরুন্ধতী -- উত্তর আকাশের সুন্দর এক জোড়া-তারা, বা 'যুগল-তারা'। এই তারাদু'টা একে অন্যের আকর্ষণে আটকা পড়ে গেছে; আর একজন আরেকজনকে ঘিরে এভাবেই ঘুরে হচ্ছে মহাকাল ধরে...

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

শাহেদ খান বলেছেন: অরুন্ধতী'কে দেখতে হলে স্পষ্ট চোখের দরকার। স্পষ্ট আকাশ'ও...

পাখির বাসা দুলতে থাকে; আকাশটাও। আকাশ'টাও!

২| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার জোড়া কবিতা।
শব্দ এবং ছন্দের দারুন কারুকাজ মুগ্ধ করলো আমাকে।

শুভকামনা কবি।

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

শাহেদ খান বলেছেন:

হায় চিল,
সোনালী ডানার চিল

পৃথিবী'র সবচে' রহস্যময়, সবচে' মৌলিক কবি'র কলম থেকে উঠে আসলেন?

চমৎকার কমেন্টে অনেক ভাল লাগা জানবেন। শুভেচ্ছা।

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
দ্বন্দ্ব-সমাসটা বেশী ভাল ||

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

শাহেদ খান বলেছেন: 8-|

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত কবিতাদ্বয়।
দুটোই মুগ্ধ হবার সব উপকরণ নিয়ে লিখা।

শুভকামনা, ভাই।।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩

শাহেদ খান বলেছেন: মুগ্ধতায় অসীম ভাল লাগা !

গত আধঘন্টা যাবৎ আপনার কবিতায় কমেন্ট দেয়ার জন্য বসে ছিলাম। সার্ভারে নাকি কী গন্ডগোল। এই মাত্র কমেন্ট করা গেল !

শুভেচ্ছা আপনাকেও, দূর্জয় ভাই।

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫

আমিনুর রহমান বলেছেন:




জোড়া বেশ হয়েছে ! মুগ্ধ !!

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০

শাহেদ খান বলেছেন: ভাল লাগায় আনন্দিত, আমিনুর ভাই !

শুভকামনা !

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩

বোকামন বলেছেন:
স্বভাব কবির সহজাত কবিতা ........
মুগ্ধ ! মুগ্ধ ! মুগ্ধ ...

প্রিয় কবি,
বলতে ভীষণ ভালোলাগে
আমরা ভীষণ ভাল আছি

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

শাহেদ খান বলেছেন: বোকামন, আপনাকে বেশ ক'দিন পর দেখলাম ! ভাল লাগছে ! :)

কেমন আছেন, এবং কেমন ছিলেন?

বলতে ভীষণ ভালোলাগে
আমরা ভীষণ ভাল আছি


এবং এমন ভাল লাগায় আমি অনেক আনন্দিত ! শুভেচ্ছা !

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রথম কবিতাটা খুবই ভালো লেগেছে । +++

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

শাহেদ খান বলেছেন: জেনে আমারও ভাল লাগল ! 8-|

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭

মামুন রশিদ বলেছেন: নাইস! দুটোই সুন্দর । আমার প্রথমটাই বেশি ভাল লেগেছে ।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

শাহেদ খান বলেছেন: :)

আচ্ছা।

শুভকামনা।

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫

বোকামন বলেছেন:
ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো :-)
এই পথে নিয়মিত আর আসা হয়না ...কামলা পথিকের ব্যস্ততা ...

“জ্বর” মশাই নিশচয়ই বিদায় নিয়েছে ?

দেখা হোক বা না-হোক
শুভকামনা রইলো সবসময়ের জন্য ...

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩

শাহেদ খান বলেছেন: জ্বর সেরে গেছে। ঠিকমত আসেও নি এবার ! :(

ব্লগে আপনার সাথে পরিচয় আরেকটু দীর্ঘদিনের হলে বুঝতেন, আমি সারাবছর জ্বরের জন্য রীতিমত অপেক্ষা করে থাকি। জ্বরের ঘোর'টা আমার খুব প্রিয়। তখন আশেপাশের পুরো পৃথিবীটা ছন্দোবদ্ধ কবিতা মনে হয় ! আমার অনেক অনেক ছন্দ-কবিতা জ্বরের ঘোরে লেখা।

সময় করে জ্বর দেখা দিক।

আপনি ভাল থাকুন ব্যস্ততায় আর অবসরে। শুভকামনা আমার পক্ষ থেকেও ! :-)

১০| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রেমা ওসব তুচ্ছ কর, আমরা ভীষণ ভালো আছি!

চমৎকার কবিতা, শাহেদ। মুগ্ধ।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪

শাহেদ খান বলেছেন: মুগ্ধতায় আনন্দিত, প্রোফেসর ! :-)

শুভেচ্ছা।

১১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬

মাহমুদ০০৭ বলেছেন:
পথের গল্প পথেই বাড়ে, ঘরটা আমার পাখির বাসা;
নিয়মিত সত্য শোনার এখন আমার নেই পিপাসা
বিশেষ করে সত্য যখন উপমিত কর্মধারয়।

ওরা নাকি গল্পগুলো গড়তে গড়তে চমকে ওঠে
ভাবছে ওরা, পাখির বাসা গড়ছে অলুক তৎপুরুষে;

কঠিন কথা খুব সহজে বলে ফেললেন শাহেদ ভাই । সহজ সরল ছন্দে মুগ্ধ
হলাম বেশ :)

দুটাই খুব ভাল লেগেছে , যাই তাহলে প্রিয় কবি শাহেদ ভাই :)

শুভকামনা ।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

শাহেদ খান বলেছেন: মাহমুদ, আপনার পোস্টে আমার কমেন্টের জবাবে দেখলাম, আমাকে গল্প লিখতে বলেছেন। এসবই তো আমার লেখা গল্প, ভাই। আপনাদের মত তো গল্পের আকারে গল্প তেমন লিখতে পারি না।

আর, সহজ ভাষায় লেখার সুযোগ আমি কখনই ছাড়ছি না। বোধ যত উচ্চমার্গের হোক, আমার কবিতা লেখা হবে সরল ভাষা আর প্রচলিত শব্দে। কঠিন লেখায় আমার সীমাহীন সীমাবদ্ধতা ! #:-S

কমেন্ট'টা পড়ে অনেক ভাল লাগল ! ভাল থাকবেন, প্রিয় গল্পকার। :)

১২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
প্রথম কবিতাটা সমাস-বদ্ধ কবিতা। :D :D :D :D

কোন বিধাতা মগ্ন হয়ে গড়ছে তখন এই জ্যামিতি:
ছোট্ট ঘরে টের পাওয়া যায় রূপকথাটা'র উপস্থিতি;


ভালোলাগা।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:০১

শাহেদ খান বলেছেন: 'সমাস' অর্থ মিলন ! মিলনের গল্প একাকার হয়ে আছে কবিতা দু'টিতে।

দ্বন্দ্ব-সমাস হল - যে সমাসে উভয়পদের অর্থই সমান প্রাধান্য পায়। কারও অধিকার সেখানে কম না - মনের মিলনের অন্যতম শর্ত।

অন্য সমাস'গুলো জানলে হয়তো কবিতা বুঝতে সুবিধা হবে; তবে না-জানলে সেটা কবিতায় বেশি উপকার দেবে বলে মনে করি। কবিতা'র অজানা দিকটাই কবিতা'র সবচেয়ে সুন্দর দিক মনে হয় মাঝে মাঝে ! :)

শুভেচ্ছা !

১৩| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন কবিতা। অনেক ভালো লাগল। মনে হলো এই গুলো আবৃত্তি করে পড়তে অনেক ভালো লাগবে।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩

শাহেদ খান বলেছেন: কাল্পনিক_ভালোবাসা, কল্পনায় হয়তো আবৃত্তি করেছেন পড়ার সময়ই। সুন্দর কমেন্টে আমারও ভাল লাগা জানবেন অনেক।

১৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ কবিতা।

তবে কবিতার দাম কি আর আছে এখন ।ইতালী যাবেন হোটেলে পিয়াজ কাটবেন আর পয়সা কামাবেন দেখবেন সো কলড সেলিব্লিটির লাইন লেগে গেছে। :)


কবিতায় ভাল লাগা । :)

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

শাহেদ খান বলেছেন:

পাখির বাসায় যেজন বসত করে,
কাব্য নিয়েই সে ঘুমিয়ে পড়ে... 8-|

আলসেমি'র কারণে আমার বড় কিছু হওয়া হবে না ! :P

ভাল লাগায় ভাল লাগা ! :)

১৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:





প্রশংসা করার সাহস কিংবা ভাষা নেই। আপনি দারুণ লেখেন।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫

শাহেদ খান বলেছেন: B-)

হাহ হা। প্রশংসা তো করেই ফেললেন ! সাত-সকালে এসেই এমন মন্তব্য পেয়ে আমার কতটা ভাল লাগল ভাবুন একবার ! :)

শুভেচ্ছা !

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭

এহসান সাবির বলেছেন: দারুন লাগলো।
+++++++++++

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

শাহেদ খান বলেছেন: কমেন্টেও +++

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

শাহেদ খান বলেছেন: আমারও 8-|

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ছন্দে ছন্দে পড়তে পড়তে কখন যে পোষ্ট শেষ !
খুব চমৎকার শাহেদ ভাই !

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮

শাহেদ খান বলেছেন: টুকরো জীবনের ছোট-গল্প। ভাল লাগায় ভাল লাগা জানাই, অভি।

শুভকামনা।

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১

সায়েম মুন বলেছেন: দুটোই সুন্দর!

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৪

শাহেদ খান বলেছেন: 8-|

শুভকামনা, কবি।

২০| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৯

হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর দুটোই।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫

শাহেদ খান বলেছেন: ভাল লাগল, হাসান ভাই। ভাল থাকবেন।

২১| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৯

সমুদ্র কন্যা বলেছেন: দারুণ ছন্দময় কবিতা। খুব ভাল লাগল পড়তে।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭

শাহেদ খান বলেছেন: এমন পোস্টে আপনাদের দু'জনকে পরপর পেয়ে আরও ভাল লাগল !

শুভকামনা, সবসময়ের জন্য।

২২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮

মুনসী১৬১২ বলেছেন: খুব সুন্দর

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

শাহেদ খান বলেছেন: 8-|

২৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো লিখেছেন বলবো না, হয়তো ভালো লেখাই আপনার স্বভাব।
তবে ভালো লেগেছে দু’টো কবিতাই। সুন্দর এবং সরাসরি!

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫

শাহেদ খান বলেছেন: প্রাণবন্ত হাসিমুখের পাশে চমৎকার একটা কমেন্ট ! আমারও ভাল লাগল দু'টোই !

ভাল থাকবেন, মাঈনউদ্দিন মইনুল। অনেক অনেক শুভকামনা।

২৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: শাহেদ খান,

পাখিরা যেমন অনেক যত্ন করে বুনে তোলে বাসা, তেমন যত্ন নিয়েই খাসা হয়েছে কবিতাদ্বয় ।
ছন্দ আছে ,
দ্বন্দ্ব আছে ।
সমাস আছে ,
গল্প আছে ।

আলসেমী কেটে যাক । গল্পেরা আবার কবিতা হোক ।

শুভেচ্ছা রইলো ।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪

শাহেদ খান বলেছেন: 'নিজ হাতে গড়া মোর কাঁচা-ঘর খাসা' -- কবি'র সেই অমর উক্তি !

কমেন্টে অনেক ভাল লাগল, আহমেদ ভাই। শুভকামনা রইল আপনার প্রতিও।

আর, আমি নাহয় অলস চোখেই জীবনটাকে দেখে পার করে দিলাম। সেই গল্পগুলো আসতে থাকুক আলসেমিকে ফাঁকি দিয়ে মাঝে মাঝে। 8-|

২৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০

অদৃশ্য বলেছেন:





শাহেদ ভাই

আপনার দ্বন্দ্ব-সমাস আর কানা মাছি পাঠে মুগ্ধ না হয়ে পারা গেলোনা... লিখা দু'টি অনেক সুন্দর...

কথা হবে...

শুভকামনা...

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২১

শাহেদ খান বলেছেন: পাখির বাসায় স্বাগতম, বাকী ভাই।

কথা হবে নিশ্চয়ই। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.