![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]
দোকানের গায়ে ঝলমলে লেখা 'নিপা জুয়েলারী শপ'
ফণীভূষণের তিনপুরুষের জাগতিক ব্যবসা
আবডালে বাড়ে এই দেশে কত পরিচিত সমাচার
পথের ওপাশে মেঘদলে ভাসে চুপচাপ ঈশ্বর।
নিপার বয়স ষোল কি সতের - হেলেনে'র পাপে পাপী
মোড়ের দোকানে কান-কথা ওঠে গুঞ্জনে নিয়মিত
ফণীভূষণের মোটা চশমাতে ধোঁয়া আঁকে বাষ্পে'রা
ক্লাস টু'তে পড়া ছোট ছেলেটারও অদ্ভূত ঠেকে সব
ভাবনা'রা ছোটে দুই সমকোণে - স্বদেশে নিম্নচাপ
প্রতিদিনই বাড়ে উৎকন্ঠা'রা; নিউজ চ্যানেলে রাত:
'মানবসৃষ্ট দুর্যোগ' আর গালভরা কিছু নামে
সংখ্যাতত্ত্বে পরাজিত হয় মানুষেরই পরিচয় !
অমোঘ নিয়তি : হঠাৎ সে রাতে চিৎকার-চেঁচামেচি
ঘুমভাঙা চোখে গরম হলকা বলে দেয় বাকিটুকু
তড়িঘড়ি করে ছেলেকে সামলে বাবা ডাক দেয়, 'নিপা !'
কিশোরী'র চোখে শূণ্য দৃষ্টি, চুলগুলো এলোমেলো
ছেলে ভাবে তার প্লাস্টিকে গড়া হাতুরি'টা হাতিয়ার
প্রতিহিংসা'র পৃথিবীটা তাকে হেসে বলে: 'স্বাগতম!'
শকুনের দোয়া অব্যর্থ হয় 'রাজনীতি' শিরোনামে;
লেলিহান শিখা রাতভর করে পাড়াময় উৎসব !
কই নিপা কই? কারা যেন ওকে নিয়ে গেছে নিয়ে গেছে
ছেলেটার হাতে খেলনা হাতুরি - প্লাস্টিকে ঠকাঠক
ভোর হলে দূরে পরিচিত সুরে 'পাখি সব করে রব'...
ছাইয়ের আড়ালে দগদগে লেখা: 'নিপা জুয়েলারী শপ'
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪
শাহেদ খান বলেছেন: অভিনন্দন তাহলে !
হাহ হা।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
মাহমুদ০০৭ বলেছেন: এমন কবিতা লিখলে গল্পকারদের ভাত শেষ । কবিতাতেই ত সব বলে দিলেন ।
ছাই নয় একদিন নিপা জুয়েলারী শপ' জ্বলজ্বল করে জ্বলবে এটাই প্রত্যাশা ।
কবিতায় বরাবরের মতই ভাল লাগা । এক টা জিনিস ভেবে পাই না - আপনার এ পর্যন্ত আপনার যত কবিতা পড়লাম একটাও খারাপ লাগেনি বিন্দুমাত্র - সরলতার জাদুকরি মন্ত্র জানেন নাকি ? ঠিকই মনে একটা দোলা দিয়ে যায় ।
ভাল থাকুন প্রিয় শাহেদ ভাই
শুভেচ্ছা রইল ।
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১
শাহেদ খান বলেছেন: বিশাল কম্প্লিমেন্টে ভাল লাগা মাহমুদ। আমি শুধু ঐ সরলতা'টুকুই পারি। এছাড়া, ডা ভিঞ্চি বলে গেছেন, "Simplicity is the Ultimate Sophistication"
কথাটা বিশ্বাস করতে ভাল লাগে।
শুভকামনা !
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
শায়মা বলেছেন: নিপা জুয়েলারী শপ!!!
ভাইয়া মন খারাপের কবিতা!!!
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩
শাহেদ খান বলেছেন: হুম, শায়মা'পু। যদি এমন হতো - এসব গল্প আর কাওকে কখনও লিখতে হবে না...
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
মাহমুদ০০৭ বলেছেন: ছাই নয় একদিন নিপা জুয়েলারী শপ' জ্বলজ্বল করে জ্বলবে এটাই প্রত্যাশা রাখি - স্বপ্ন দেখি , বাস্তবে যদিও ....
দহনকাল কবে কাটবে ?
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬
শাহেদ খান বলেছেন: প্রত্যাশা রাখি - স্বপ্ন দেখি।
কবে কাটবে? সভ্যতার ইতিহাসে তো কাটা'র লক্ষণ দেখি না। এবং উপলব্ধি'টাও সেই চিরায়ত: 'খারাপ'দের নিষ্ঠুরতার চেয়ে 'ভাল'দের নীরবতা অনেকগুণ বেশি ভয়ানক।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
ইমরাজ কবির মুন বলেছেন:
থাম্বস আপ !
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭
শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা, মুন।
ভাল লাগা জানবেন।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
মামুন রশিদ বলেছেন: 'মানবসৃষ্ট দুর্যোগ' আর গালভরা কিছু নামে
সংখ্যাতত্ত্বে পরাজিত হয় মানুষেরই পরিচয় !
এই গল্প আর শুনতে চাইনা । ছাইয়ের আড়ালের দগদগে লেখা থেকে জেগে উঠুক মানবতা ।
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮
শাহেদ খান বলেছেন: বলতেও চাই না। তবু, বাস্তবতা সবসময়ই গল্পকারের নিয়ন্ত্রণের বাইরে।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৯
শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানবেন, নাজমুল হাসান মজুমদার। ব্লগে স্বাগতম।
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
-আরোহী বলেছেন: nice rhythm
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩
শাহেদ খান বলেছেন:
শুভকামনা -আরোহী।
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৯
বোধহীন স্বপ্ন বলেছেন: অসাধারণ কবিতা। হেলেনে'র পাপে পাপী উপমাটা ভালো লেগেছে।
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪
শাহেদ খান বলেছেন: ভাল লাগায় অনেক ভাল লাগা জানাচ্ছি, বোধহীন স্বপ্ন।
শুভেচ্ছা।
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: ছাইয়ের আড়ালে লেখা থাকে !!
অসাধারণ শাহেদ ভাই !
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫
শাহেদ খান বলেছেন: কত যে ছাই-চাপা আগুন জ্বলে চলেছে প্রতিটা দিন...
শুভকামনা, অভি।
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লিখেছেন ভাই! অনেক ভালো লাগল।
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯
শাহেদ খান বলেছেন: জেনে ভাল লাগল, কাল্পনিক_ভালোবাসা। সবসময়ের শুভকামনা।
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
সকাল রয় বলেছেন:
কি বলবো?
কবি সব কিছু কবিতায় বলে দিয়েছে। গল্প পড়লাম মনে হলো। ছোটবেলায়এমন করে গল্প শুনতাম বড়দের কাছ থেকে।
অনেক ধন্যবাদ
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১
শাহেদ খান বলেছেন: হুম, গল্পই তো। ধৈর্যের অভাবে ছোট করে প্রকাশ।
ধন্যবাদ কেন, কবি? ভাল লাগা জানাচ্ছি আমিও।
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২১
ভারসাম্য বলেছেন: কষ্টের গল্প। সুন্দর কাব্য। অসুন্দর রাজনীতি। কবিদের দায়ও কম নয়। সুন্দর কবিতায় অনেক অনেক ভাল লাগা। তার চেয়েও অনেক বেশি ঘেন্না অমানুষগুলোর প্রতি। মন্দ লাগা ও করুণা, এখনও মানুষ না হয়ে উঠতে পারা মানুষদের জন্য।
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪
শাহেদ খান বলেছেন: নিজেদের দায়'ও কি আমরা এড়াতে পারি? শেষটায় বলা - "ভোর হলে দূরে পরিচিত সুরে 'পাখি সব করে রব'..."
- এখানে 'পাখি সব' বলতে কি শুধু মূলধারা'র সংবাদ মাধ্যম'কেই বুঝিয়েছি? আমরা ব্লগার-ফেসবুকার'রাও কি এখন দূর থেকে 'কিচির-মিচির' নিস্ফল সোরগোল তুলে বেড়াই না?
মানুষ এখন কারা? উদাহরণ খুঁজতে গিয়ে দেখি সংজ্ঞা'ই জানি না !
অনেকদিন পর, ভারসাম্য ভাই। ভাল থাকবেন সবসময়। শুভকামনা।
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: খুব কষ্টের গল্প+ কবিতা
ভালো লাগলো
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫
শাহেদ খান বলেছেন: কমেন্টে ভাল লাগা। এবং শুভেচ্ছা, রাসেল হোসেন।
১৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনবদ্য ++++++
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮
শাহেদ খান বলেছেন: ভাল লাগায় অনেক ভাল লাগা কান্ডারি।
ভাল থাকা হোক সবসময়।
১৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এখনই ট্যুরে যাব,,,ভাবলাম,,একবার অন্তত ঢু মেরে যাই,,,,,,,আর এসেই তোমার কবিতা ভাইয়া,,,,,,,,,,,ভীষণ ভীষণ ভাল লাগলো,,,,,,,,,,,,,,অনেক অনেক শুভকামনা
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯
শাহেদ খান বলেছেন: লায়লা'পু, আমারও অনেক ভাল লাগল এমন উপস্থিতি !
শুভেচ্ছা জানাই। ভাল থাকা হোক সব মানুষের।
১৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪
অলওয়েজ ড্রিম বলেছেন: অসাধারণ একটি কবিতা। প্রিয়তে নিলাম। নির্ভুল ছন্দে লেখা। ছয় মাত্রার কলাবৃত্ত বা মাত্রাবৃত্তের চালে এগিয়েছে। এক জায়গায় প্রথমবার পড়তে গিয়ে হোচট খেয়েছিলাম, দ্বিতীয়বার পড়তে গিয়ে সমস্যা হয় নি।
বর্তমানের কবিরা নাকি ছন্দ বোঝেন না। ভুল। যিনি প্রকৃতই কবি, প্রকৃতই কবি হতে চান, কবিতাকে প্রকৃতই ভালবাসেন তিনি কিন্তু ছন্দ শিখে নেন, বুঝে নেন, জেনে নেন। আর যারা দুদিনের জন্য নাম ফুটাতে চান তারাই ছন্দ শেখার কষ্টটুকু করতে চান না।
বলছি না কবিকে ছন্দ মেনেই লিখতে হবে, তিনি ছন্দ ভেঙেই লেখেন কিংবা মেনেই লেখেন অবশ্যই ছন্দ জেনেই লিখতে হবে। তবে শুরুতেই জেনে লিখতে হবে তা নয়। শুরুতে মনের খুশিতে সে লিখতে থাকবে। তারপর একদিন মনের তাগিদেই শিখতে শুরু করবে। এই তাগিদ যার যত তাড়াতাড়ি আসবে তার তত তাড়াতাড়ি পরিপক্কতা অর্জনের সুযোগ আসবে।
শুভেচ্ছা।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১
শাহেদ খান বলেছেন: চমৎকার কমেন্ট, তবে পড়ার সময় আমি একই সাথে অনেকটা আনন্দিত আর খানিকটা অস্বস্তিবোধও করছিলাম। অস্বস্তি কেটে গেল, যখন দেখলাম আপনি লিখেছেন, "তবে শুরুতেই জেনে লিখতে হবে তা নয়। শুরুতে মনের খুশিতে সে লিখতে থাকবে।" -- আমি বেশ অনেকদিন ঠিক ওখানেই আটকে আছি। 'ছয় মাত্রার কলাবৃত্ত বা মাত্রাবৃত্তের' বিষয়গুলোতে আমি রীতিমত অশিক্ষিত; নিজের সীমাবদ্ধতা স্বীকারে আমার আপত্তি নেই কখনও।
মুখে মুখে কবিতা বানাই, তাই ছন্দ ছাড়া গড়া হয় না - আর সেটা একটা গল্পের রূপ পেলে ব্লগে প্রকাশ করি। নিজের লেখার মান নিয়ে আমি অধিকাংশ সময়ই সন্দেহমুক্ত হতে পারি না, আপনাদের এমন মন্তব্য আমাকে অনেক উৎসাহ দিয়ে যায়। [কথাগুলো বিনয় না, স্বীকারোক্তি]
শুভকামনা জানাচ্ছি, সবসময়ের জন্য। এবং ব্লগে স্বাগতম।
১৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার এই লেখাগুলো অসাধারণ হয়, আগে পড়েছিলাম বাসে আগুনে পুড়ানোর গল্প, সেটাও চমৎকার ছিল!
অনেক ভালো লাগা রইল!~
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮
শাহেদ খান বলেছেন: আগের গল্প মনে রেখেছেন দেখে বাড়তি ভাল লাগা জানবেন, ৎঁৎঁৎঁ!
শুভেচ্ছা।
১৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬
শরৎ চৌধুরী বলেছেন: অনবদ্য। দূর্দান্ত।+
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯
শাহেদ খান বলেছেন: কমেন্টে অনেক ভাল লাগা।
শুভকামনা।
২০| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮
অলওয়েজ ড্রিম বলেছেন: মাহমুদ ০০৭ বলেছে, সরলতার জাদুকরি মন্ত্র জানেন নাকি ?
আমি নিজে একটা জিনিস বুঝি, বিশ্বাসও করিঃ শিল্পসম্মত সরলতা সকলের পক্ষে সম্ভব নয়, ওটা আলাদা কারও কাজ - যিনি প্রতিভাবান অন্যরকম প্রতিভাবান। রবীন্দ্র নাথ সেই কবেই এটা টের পেয়েছিলেন - "সহজ কথা যায় না কওয়া সহজে"।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০
শাহেদ খান বলেছেন: ভাষার সরলতাটুকুই আমার লেখার সম্বল।
আবারও ভাল লাগা জানাচ্ছি কমেন্টে।
২১| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: এই ধরনের লেখা গুলো লেখা যে কী কষ্টের!
যেসব গল্প লিখতে চাই না আর কোনওদিন ;- যথার্থ ট্যাগ দিয়েছেন!
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২
শাহেদ খান বলেছেন: হুম...
২২| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সহজ সুন্দর সাবলীল গল্প কবিতা ।ভাল লেগেছে ।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩
শাহেদ খান বলেছেন: ভাষা'টা সহজ কিংবা আপনার চোখে সুন্দর হতে পারে, সেলিম ভাই; কিন্তু গল্প'টা না... :-(
ভাল থাকা হোক সবার।
২৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪
শ্রাবণ জল বলেছেন: মাহমুদ০০৭ বলেছেন: এমন কবিতা লিখলে গল্পকারদের ভাত শেষ । কবিতাতেই ত সব বলে দিলেন ।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫
শাহেদ খান বলেছেন: আমি তো নিজেকেও 'গল্পকার' বলতে চেষ্টা করি...
শুভেচ্ছা শ্রাবণ। সবসময়ের জন্য।
২৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫
অলওয়েজ ড্রিম বলেছেন: আপনার মেইলবক্সটা একটু চেক করেন।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮
শাহেদ খান বলেছেন: একটু দেরী হয়ে গেল। জবাব দিয়েছি এখন।
এই পোস্টে তৃতীয়বার ভাল লাগা জানাচ্ছি আপনাকে; প্রতিবার ভিন্ন উপলক্ষ্যে। :#>
২৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭
হাসান মাহবুব বলেছেন: অসাঢারণ কাহিনীকাব্য রূপকের সমন্বয়ে আরো ঋদ্ধ হয়েছে।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১
শাহেদ খান বলেছেন: কমেন্টে ভাল লাগা, হাসান ভাই। ভাল থাকবেন।
২৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪
সোমহেপি বলেছেন: একটু ভিন্ন ঢংয়ের সুন্দর লেখা।
ভাললাগা।
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬
শাহেদ খান বলেছেন: ভাল লাগায় ভাল লাগা, সোমহেপি।
ভাল আছেন?
২৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: গল্পকার যখন কাব্যের শক্তিতে বলীয়ান হয়ে কলম ধরেন, অসাধারন কিছু একটা সৃষ্টি হয়। সেই সৃষ্টি উপভোগ করলাম পুরোদমে।
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২
শাহেদ খান বলেছেন: প্রোফেসর, অনেকদিন পর! আমি গতকাল-মাত্র আপনার ব্লগে গিয়ে জানলাম আপনি ছুটিতে আছে, কোনও এক স্বপ্নদ্বীপে !
আনন্দে থাকুন। আপনার গল্প পাবার আশা রাখছি।
এবং কমেন্টে উৎসাহে অনেক ভাল লাগা !
২৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
সায়েম মুন বলেছেন: কাহিনী কাব্যে অনেক ভাললাগা।
৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানাচ্ছি আমিও, সায়েম ভাই।
২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভ জন্মদিন!
৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
শাহেদ খান বলেছেন: ধন্যবাদ, প্রোফেসর !
৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
ছন্দে ছন্দে তো ভুলিয়েই দিয়েছিলেন-
দোকানের গায়ে ঝলমলে লেখা 'নিপা জুয়েলারী শপ'
আমরা ঘুমিয়ে থাকি ঠিকই, তবুও
ভোর হলে দূরে পরিচিত সুরে 'পাখি সব করে রব'...
আমাদের বাগানে রাজনীতি চলে, আর
লেলিহান শিখা রাতভর করে পাড়াময় উৎসব !
আপনি কি গান করেন ?
আপনার লিখা, একদিন গান হবে; খুব সুন্দর গান ...
২৭নং মন্তব্যটিতে প্লাস দিয়ে সহমত জানালাম।
ভালো থাকবেন, শুভকামনা।
৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
শাহেদ খান বলেছেন: গান আমি কখনোই পারতাম না, তবে একসময় করতাম। বুঝতেই পারছেন অবস্থা !
হাহ হা।
আজ পর্যন্ত কোনও পোস্টে কোনও মন্তব্যে প্লাস দিলাম না, আপনার কথা'টা পড়ে উপরে 'জনপ্রিয় মন্তব্যে'র কাহিনী নিশ্চিত হলাম !
লাইন'গুলো এমনভাবে বিশ্লেষণ করে ভেবেছেন দেখে আমার অনেক ভাল লাগা জানবেন। ভাল থাকা হোক সবসময়। শুভেচ্ছা !
৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৩
হামিম কামাল বলেছেন: ভালো লেগেছে আমার। শেষে এসে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া হলো।
৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
শাহেদ খান বলেছেন: শুভকামনা, গল্পকার!
৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
মাহী ফ্লোরা বলেছেন: শেষটা এমন যেন কেউ সত্যিকারের দগদগে ঘাটা তুলে ধরলো সামনে!
৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
শাহেদ খান বলেছেন: এমন 'শেষ' আর না হোক, মাহী!
৩৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২২
৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
শাহেদ খান বলেছেন: আপনাদের প্রচেষ্টায় আন্তরিক শুভকামনা!
৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৮
রেজওয়ান তানিম বলেছেন: চমৎকার একটা কবিতা শাহেদ।
তোমার এবারে বই করা উচিত। দীর্ঘদিন তোমার কোন সংবাদ নেই। ভুলেই কি গেছ ?
৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২২
শাহেদ খান বলেছেন: বই করার কথা ভাবিনি/ভাবছি না। এ ধরণের কোনও প্রচেষ্টা নিই নি। বইয়ে ছাপার যোগ্য তেমন সংখ্যক লেখাও বোধহয় এখনও হয়নি!
সবসময়ের শুভেচ্ছা, তানিম!
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
মাহমুদ০০৭ বলেছেন: আমি কি প্রথম ?