নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস গল্পকার

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

শাহেদ খান

আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]

শাহেদ খান › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের জন্মকথা

৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০



আমার আপা'র মুখটা ছিল 'আলো'র মত

অন্ধকারে সেই চেহারা ঝকমকাতো

কিন্তু ভীষণ রহস্যময় এই শহরে

কিছু গল্প থাকেই - খানিক ইতস্তত !



আপা'র ছিল হালকা শরীর শান্ত মেজাজ

চুলের বেণী দীর্ঘ এবং দেখার মত;

আমি তখন ছোট্ট ছেলে - ঘুমিয়ে পড়ি

আপা'র কোমল গল্প শোনার পর নিয়ত।



কলেজপথে চায়ের দোকান - আড্ডাবাজি;

আমি তখন ছোট্ট - আমার লাটিম-জীবন

'দুশ্চিন্তা' আমার মায়ের চোখের পাতা

চোখ বুজলেও টের পাওয়া যায় অস্তিত্ত্ব।



আব্বা কোথায় যুদ্ধে গিয়ে আর ফেরেনি;

আমার তখন নাটাই-জীবন ~ অল্প বুঝি,

ঘুড়ি'র সূতো কাটলে কেউ খুব খেপে যাই -

কে বোঝাবে জীবন-সূতো রুক্ষ কত !



অন্য আলোয় ভাসছে তখন শহরতলী

কেউ হাসে, কেউ ডুকরে কাঁদে, কেউ বা পালায়;

আমি, আমার নীল মার্বেল - চমকে সেদিন

হঠাৎ দেখি মায়ের দু'চোখ বজ্রাহত !



শেষ দেখেছি - আপা সেদিন খোলা চুলে

একটা শহর তাকিয়ে সকল গল্প ভুলে :

হালকা শরীর দুলছে হাওয়ায় প্রাচীন বনে

ঝুলছে একটা আলো'র রেখা - অবিরত...



কালচে-নীলাভ, লাল-কমলা, ফের আকাশী

আকাশপটে আলো'র বানে চাঁদটা হারায়

শহরতলীর গল্পে জমা ধুলোর ভীড়ে

এক বালকের প্রশ্নবোধক খেই হারাত !



নীল-মার্বেল কখন আমার হারিয়ে গেছে,

হারিয়ে গেছে অলস গল্পকারের খাতায়

বছর-বছর অন্ধকারের জন্মদাগে

হারিয়ে গেছে গল্পগুলো'র বিস্তারিত...













কিন্তু তুমি জানতে ঠিকই নীল-বিধাতা:

আমার আপা সত্যি ছিল 'আলো'র মত !





















মন্তব্য ৬৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: খুব সুন্দর কবিতা
ভাল লাগল

৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

শাহেদ খান বলেছেন: আরও একটা খুনের গল্প। And crimes, that were never defined...

অনুপ্রেরণায় ভাল লাগা জানাচ্ছি, পরিবেশ বন্ধু।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

-আরোহী বলেছেন: আপা কি আত্মহত্যা করল? :(

৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

শাহেদ খান বলেছেন:

বছর-বছর অন্ধকারের জন্মদাগে
হারিয়ে গেছে গল্পগুলো'র বিস্তারিত...

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

ভারসাম্য বলেছেন:
বছর বছর অন্ধকারের জন্মদাগেও
ভুলে থাকা গল্পগুলোই জ্বালুক আলো।

নীল-বিধাতা জানেই যদি সত্যটুকু
মিথ্যেগুলো হতেই হবে দূরীভূত।

হচ্ছে না দূর কত কিছুই এই জগতে
আরেক জগৎ তাই থাকা চাই মীমাংসিত।
-----------------------------------------------------


+++++++++++

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০

শাহেদ খান বলেছেন: দারুণ !

+++++++




মিথ্যে-বোনা এই জগতের চরিত্রদোষ
বাস্তবতার গল্পে এসব নির্ধারিত !

ভবিষ্যতের গল্পেরা হোক আলো'র মিছিল...
এবং প্রাচীন অন্ধকার'টা হোক নিহত।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
ব্রাভো !!

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০১

শাহেদ খান বলেছেন: হুম। কমেন্টে ভাল লাগা, মুন।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

মামুন রশিদ বলেছেন: কবিতায় দারুণ গল্প কথা!

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২

শাহেদ খান বলেছেন: আমি আসলে গল্পই লিখি; প্যাটার্ন'টা কবিতার মত হয়ে যায়...

ভাল লাগায় আনন্দিত। শুভকামনা।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

ভারসাম্য বলেছেন:
আলোর নামে নতুন আঁধার বাড়ছে অনেক
অন্ধকারটি পড়ছে ধরা পুরোন হলে।

আঁধার বলে খুব কথিত প্রাচীন থেকেও
মাঝে মাঝে অনেক আলো ঠিকরে পড়ে।

তাই ভবিষ্যতের আলোর মিছিল হয় যেন হয়
নবীন-প্রাচীন সব কিছুরই বাছাইকৃত। :D

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

শাহেদ খান বলেছেন: দুর্দান্ত !

এবং শেষে চমৎকার উপসংহারও টেনে দিলেন ! +++

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: সমাজ ছিনিয়ে নিল আরেক প্রিয়জনকে। তার না বলা কথা, তাকে হারানোর পরের অনুভূতি, বিস্মরণ...

গল্প-কাব্যটা ভাল লেগেছে প্রিয় লেখক।

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪

শাহেদ খান বলেছেন: ভাল লাগায় আনন্দিত, প্রোফেসর।

যদিও এসব গল্প শুনতে না হলে আরও ভাল লাগত।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অন্যরকম ভালো লাগা, ছন্দে ছন্দে গল্প বলায় আপনি এক নাম্বার শাহেদ ভাই!

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

শাহেদ খান বলেছেন: নিয়মিত উৎসাহে অনেক ভাল লাগা জানাচ্ছি, অভি !

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

অনাহূত বলেছেন:
আরেকটা করুণ দৃশ্য

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

শাহেদ খান বলেছেন: আরেকটা সামাজিক খুনের গল্প...

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

বোধহীন স্বপ্ন বলেছেন: ছন্দে ছন্দে গল্প বলায় ভালো লাগা জানিয়ে গেলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

শাহেদ খান বলেছেন: ভাল লাগা জেনে গেলাম। শুভকামনা স্বপ্ন।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

বাইনারী-কাঠপেন্সিল বলেছেন: কিছ্ছু কমু না

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

শাহেদ খান বলেছেন:

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১

হাসান মাহবুব বলেছেন: আপনি আমাকে বারবার অঞ্জন দত্তের কথা মনে করিয়ে দেন। এসবে যদি সুর বসতো!

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

শাহেদ খান বলেছেন: অঞ্জনের গান তেমন বেশি শোনা হয়নি (খুব বিখ্যাত কয়েকটা'ই কেবল)... সুর বসলে বব ডাইলান:

And a hard rain's gonna fall...

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

বশর সিদ্দিকী বলেছেন: ছন্দে ছন্দে গল্পে একটা দারুন কিছু পরলাম

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা, বশর সিদ্দিকী। ব্লগে স্বাগতম।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
আপনাকে কবি না বলে ‘রেকনট্যর’ বলাটাই হয়তো উত্তম।

শহরতলীর গল্পে জমা ধুলোর ভীড়ে
এক বালকের প্রশ্নবোধক খেই হারাত !


বালকের আরো অনেক গল্প আছে
পাঠক অপেক্ষায় থাকলো ...

শুভকামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

শাহেদ খান বলেছেন: ভার্চ্যুয়াল রেকনট্যর? কারণ বাস্তবে লোকজনের সামনে আমি ঠিকমত গুছিয়ে কথা পর্যন্ত বলতে পারি না অনেক সময়ই... :(

শুভকামনা জানবেন, সবসময়ের জন্য।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

একজন সৈকত বলেছেন:
"বছর-বছর অন্ধকারের জন্মদাগে
হারিয়ে গেছে গল্পগুলো'র বিস্তারিত..."
- চমৎকার!

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬

শাহেদ খান বলেছেন:


হারিয়ে যাওয়া এই পৃথিবী'র প্রাচীন নিয়ম
অন্ধকারেই নতুন আলোর পথ নিহিত...

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

সকাল রয় বলেছেন:
যেন গল্প গাইছিল কেউ
যেন গাইছিল কেউ শব্দগুলো
================

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

শাহেদ খান বলেছেন: এমন গভীর পাঠে অনেক অনেক ভাল লাগা, কবি।

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩১

নিশাত তাসনিম বলেছেন: সুন্দর পোস্ট

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা, নিশাত তাসনিম। ব্লগে স্বাগতম।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: বরাবরের মত ভাল লাগা ।

ভাল থাকুন প্রিয় শাহেদ ভাই :)

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

শাহেদ খান বলেছেন: ভাল থাকা হোক সবার, মাহমুদ। প্রিয় গল্পকার।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

বৃতি বলেছেন: গল্প বলে যাওয়া কবিতা- মন ছুঁয়ে গেল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা, বৃতি। ভাল থাকবেন।

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লাগল ছন্দের গল্প। অজস্র শুভকামনা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

শাহেদ খান বলেছেন: ভালো লাগা জানাচ্ছি, টুম্পা মনি।

শুভকামনা।

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

সোমহেপি বলেছেন: মন খারাপের কবিতা। সুন্দর উপস্থাপন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

শাহেদ খান বলেছেন: ভাল লাগা এবং শুভকামনা, সোমহেপি।

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপ করা কবিতা। সুন্দর লিখেছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

শাহেদ খান বলেছেন: কমেন্টে আনন্দিত, সেলিম ভাই। শুভেচ্ছা।

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার উপস্থাপনা ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

শাহেদ খান বলেছেন: ভাল লাগায় অনেক ভালো লাগা জানাচ্ছি, কবি।

শুভকামনা, সবসময়ের।

২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

অদৃশ্য বলেছেন:





শাহেদ ভাই... লিখাটি দারুন ভাবেই স্পর্শ করেছে আমাকে... খুবই সুন্দর হয়েছে লিখাটি...



শুভকামনা...

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৭

শাহেদ খান বলেছেন: অসংখ্য শুভকামনা আপনাকেও, বাকী ভাই! (যদিও বছর দেড়েক পর আসলাম ব্লগে!)

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হঠাৎ দেখি মায়ের দু'চোখ বজ্রাহত !


***

কিন্তু তুমি জানতে ঠিকই নীল-বিধাতা:
আমার আপা সত্যি ছিল 'আলো'র মত !


**

অসাধারণ! অসাধারণ!

কিন্তু কী করুণ একটা কাহিনি বলে গেলেন। অসাধারণ।


মন্তব্যের ঘরে ভারসাম্য এবং আপনার সংযোজনগুলোও অনবদ্য।


কাজলাদিদির কথা মনে পড়ে গেলো।

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫০

শাহেদ খান বলেছেন: সবসময়ের মনোযোগী পাঠের জন্য আপনার কাছে কৃতজ্ঞ, খলিল ভাই!

শুভেচ্ছা!

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

বোকামন বলেছেন:






আপনি এতো চমৎকার করে গল্প বলেন। অসাধারণ।
খানিক ইতস্তত গল্প এভাবেই আপনি লিখতে থাকুন।

শহরের কোনো এক প্রান্তে বসে পড়বো ঠিকই ...

ভালো থাকবেন-সবুজ থাকবেন।
শুভ কামনা।

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৪

শাহেদ খান বলেছেন: খানিক ইতস্তত গল্প হয়তো বলে যাব মাঝে মাঝে!
দেড় বছর পর আসলাম। আপনার ব্লগে গিয়ে দেখি সব শূন্য! জানি না এই কমেন্ট-রিপ্লাই দেখবেন কি না!
সবসময়ের শুভেচ্ছা থাকল!

২৭| ১২ ই মার্চ, ২০১৪ রাত ২:২৯

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: এতো পরে আপনার কমেন্টটি চোখে পড়ার জন্য
দুঃখ প্রকাশ করছি।
অশেষ ধন্যবাদ।
আপনার জন্যও অনেক শুভকামনা রইলো ভাই শাহেদ খান।

ভালও লাগা রেখে গেলাম।

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৬

শাহেদ খান বলেছেন: জানি না আপনি কোন কমেন্ট নিয়ে এই কমেন্ট করেছিলেন! আমি আসলাম প্রায় বছর দেড়েক পর!

ভাল লাগায় অনেক ভাল লাগা!

২৮| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

এবার বুঝি সত্যিকারেরই অলস হয়ে গেলেন !

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৮

শাহেদ খান বলেছেন: আলসেমিতেও অলসতা আসতে পারে মাঝে মাঝে! :-0

শুভেচ্ছা পনি'পু!

২৯| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪

রঙ তুলি ক্যানভাস বলেছেন: সুন্দর!!++
কিছু লাইন মাথায় গেঁথে গেছে যেন..

কিন্তু ভীষণ রহস্যময় এই শহরে
কিছু গল্প থাকেই - খানিক ইতস্তত !

কে বোঝাবে জীবন-সূতো রুক্ষ কত !

বছর-বছর অন্ধকারের জন্মদাগে
হারিয়ে গেছে গল্পগুলো'র বিস্তারিত...

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৯

শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা!

ভাল লাগায় অনেক অনেক ভাল লাগা!

৩০| ২৪ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৫

আহসান জামান বলেছেন:
শুভ জন্মদিন, ভালো থাকবেন।

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৯

শাহেদ খান বলেছেন: ধন্যবাদ। এবং আপনার জন্যও শুভকামনা! !:#P

৩১| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:১৯

আরজু পনি বলেছেন:

:(

এতো ভালো যে লেখে সে কেন আর ব্লগ লেখে না ?

:(

৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০০

শাহেদ খান বলেছেন: এইতো এসেছি আবার! 8-|

ভাল/খারাপ যেমনই লিখি না কেন...!

৩২| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

আহমেদ জী এস বলেছেন: শাহেদ খান ,



কবিতাটি পড়ে এরকমই একটি অনুভূতি জন্মেছিলো ---
And a hard rain's gonna fall...

অনেকদিন পরে । ভালো থাকুন ।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:০০

শাহেদ খান বলেছেন: Bob Dylan! মাথা'র ভিতর কিছু চিরন্তন অস্থিরতা!

ভাল থাকবেন আপনিও!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.