![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সপ্নটা অনেক বড় , কিন্তু দিনকে দিন সপ্ন গুলো ফিকে হয়ে যাচ্ছে ।
একটা সময় সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন
'বাংলা ভাষা যদি বাচে তবে বাংলাদেশেই বাচবে'।
কথাটা তো হয়ত এক সেন্সে সত্য আবার সত্য নয়।
আমি ভাবছি বাংলা ভাষার আগামী নিয়ে। আর কত বছর
বাংলা ভাষা টিকে থাকবে বাংলা দেশ ছাড়া।
বর্তমান বিশ্বায়নের যুগে অনেক ভাষারই বিস্তার
হয়েছে।প্রসারিত হয়েছে। হয়ত আরও ১০/১২ বছর এই
বিশ্বায়নের ব্যাপ্তীতে বাংলাও পড়বে। তারপর ??
আমি বলছি উত্তর প্রজন্মে স্থানান্তরের বিষয়।
ধরুন আমদের এই প্রজন্ম এক সময় বোহেমিয়ান ছিলো ,
মিছিলের প্রিয় মুখ ছিলো এখন সংসারী হয়েছে।
বা আমাদের আগের প্রজন্ম বা তারও আগে আমদের
দাদা নানাদের প্রজন্ম। এইতো আমাদের দৌড়।
আসলে বাংলা ভাষার বিশ্বায়ন হয়েছে এটা ঠিক,
তবে উত্তর প্রজন্মে এই ভাষা স্থানান্তরিত হয়নি। একটু
ব্যাখ্যা দেই। বাংলাদেশের মানুষ
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কোথাও নেই বলেন ? এই
ইংল্যান্ডের কথা বলছি। আমাদের পূর্ববর্তী প্রজন্মের
একটি চেষ্টা ছিলো বাংলাকে পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দেওয়ার।
যার ফলে মূল ধারার স্কুল গুলোতে স্থান
পেয়েছিলো বাংলা।ও লেভেল, এ
লেভেলে পেয়েছিলো অপশনাল সাবজেক্ট
হিসাবে অর্ন্তভূক্তির।আপনি হয়ত আশ্চর্য্য হয়েছেন এই
ইষ্ট লন্ডনের রাস্তাঘাট গুলোর বাংলা নাম দেখে।
আগের প্রজন্মের সংগ্রামের ফলে পেয়েছেন লন্ডনের
আলতাব আলী পার্ক,শহীদ মিনার। চায়না টাউনের
আদলে ব্রিকলেনে গড়ে উঠেছে বাংলা টাউন।
গড়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।
বাংলা একাডেমীির বই মেলা হচ্ছে লন্ডনে। বিশাল
বৈশাখী মেলা হচ্ছে। পিঠা উৎসব হচ্ছে।
বাংলা পত্রিকা বেরুচ্ছে অজস্র।ছয়টির
মতো টিভি চ্যানেল।আওয়ামীলীগ, বিএনপি,জাসদ বাসদ
জামাত সব আছে। আমি বলছি সব আছে তবে "এই
পর্যন্ত"। কেন বলছি শুনবেন ? বাংলা পত্রিকা কয়জন
পড়ে,কারা পড়ে? অনলাইনের জমানার কথা না তুলেই
বললাম এর পাঠক মূলত পেনশনার আর দেশ
থেকে আসা শ্রমিক প্রজন্ম ।এর মানে এই
পেপারগুলো বিলুপ্ত হবে আগামী দশ বছরের মধ্যে। আর
টিভি? কারা দেখে? দেশ থেকে মায়া নিয়ে এসেছেন
তারা। শুধুই তারা !! এখানে তার বউ নেই,
বাচ্চা কাচ্ছা নেই।সবাই আপন ভুবনে ব্যস্ত।
যদি টিভি দেখেও থাকে সেখানে আছে তার নিজস্ব
চ্যানেল।কিডস চ্যানেল। স্মার্ট টিভিতো বের
হয়ে গেছে। চলে আসছে নেট ফিক্স,বিলংক্স এর
মতো আ্যাপস। আরও রেবুলেশন ঘটে যাবে ৫/৬ বছরে।
লন্ডনের বাংলা টিভিগুলোর টকশোর যে উপস্থাপক
হেভী 'ভাব' দেখায় তাদের দর্শক চাচা রা ও তাদের
ভাব দেখাবে আর ৪/৫ বছর পর।এই যে উপরের
কথাগুলো বললাম তা চলবে আগামী দশ বছর পর্যন্ত।এখন
আসি মূল কথা্য। খবরঃ পর্যাপ্ত শিক্ষার্থী ও যোগ্য
শিক্ষকের অভাবে ২০১৭-১৮ শিক্ষা বর্ষ
থেকে ব্রিটেনে মর্ডাণ ফরেন ল্যাঙ্গুয়েজ
হিসাবে বাংলা ভাষা শেখার সুযোগ
থাকছেনা বলে জানিয়েছে ব্রিটেনের
পরীক্ষা নিয়ন্ত্রক কতৃপক্ষ একিউএ। এর মানে স্পষ্ট
বাংলা ভাষা 'তৃতীয় বাংলা'ব্রিটেনে বিলুপ্ত
হতে চলেছে।এই ভাবেই বিলুপ্ত
হতে যাচ্ছে এমেরিকায়,কানাডায়, ইউরোপ,
অষ্ট্রেলিয়ায়।এর একটা কারন আছে "সেকেন্ড
ল্যাঙ্গুয়েজ
হিসাবে বাচ্চা কাচ্চারা বেচে নিয়েছে স্পেনিশ,ফ্রেন্চ
বা জার্মান। বাসায় হয়ত বাবা মা বাংলায় কথা বলছেন,
কিন্থু ধর্মীয় বাধ্যকতার কারনে শিখছে আরবী। এমনও
হতে পারে বাবা মা রা ছেলে মেয়েদের
দিকে থাকিয়ে ভাবছেন,বাহঃ আমার
সোনারা কি সুন্দর ইংলিশ বলছে। বাহঃ কি সুন্দর নাশিদ
গাইছে ।এই ভাবেই হারিয়ে যাচ্ছে অরিজিন। রুটস।
একসময় এমেরিকা,কানাডায় দেখতাম
বাঙালীরা তাদের ছেলেমেয়েদের সুন্দর শুদ্ধ
বাংলা বলাতেন তাদের সিলেটী,
নোয়াখালি,চাটগাইয়া পরিচয় চেপে রেখে। দিন
বদলেছে। বাংলা হারিয়ে গেছে বিদেশে।
হারিয়ে যাবে। আর আমরা যতই আওয়ামীলীগ,
বিএনপি আর শহীদ মিনার বানাই না কেন?
বাংলা হবে প্রাকৃত ভাষা প্রাকৃতজনের।
এমনকি দেশেও !!
©somewhere in net ltd.