নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে ভাবি আমি তো সাধারন একজন , হাজার মানুষের মধ্যে আমার কোন বিশেষত নেই। হাজার মানুষ না ধরলাম শত মানুষ ধরলাম তারপর ভাবলাম নাহ্‌ আমার কোন বিশেষত নেই। আর দশ টা পাঁচ টা মানুষের মত আমি অতি সাধারন। নিজের অজান্তেই সিধান্ত নিলাম কিচ্ছু একটা করি সাধারন থেকে

আসাদ শাহীন

সপ্নটা অনেক বড় , কিন্তু দিনকে দিন সপ্ন গুলো ফিকে হয়ে যাচ্ছে ।

আসাদ শাহীন › বিস্তারিত পোস্টঃ

বিক্ষিপ্ত মনোভাবনাঃ

১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৮

বিক্ষিপ্ত মনোভাবনাঃ
*** *** *** *** ***
# বাংলাদেশ হেরেছে, আমার কোনই
আফসুস নাই। টাইগাররা ওয়ার্ল্ড কাপের
সেরা টিম নিউজল্যান্ডরে এমন
ভাবে কান্দাইতে পারলে ভারতরে পাইলে টাইগাররা তাদের
কিমা বানাইয়া কেমন ভোজ
দিবে সেটা ভেবেই পুলকিত হচ্ছি।
# তামিম একটা বাতিল মাল। যদিও জানি,
তামিম ছাড়া ওপেনার কেউ নাই
বাংলাদেশে, তবুও চিন্তা করতে হয়,
তামিমের মতো এমন
আন্ডা মার্কা ওপেনার দিয়ে কি করবে?
তার যায়গায় একজন বোলার নামায়
দিলেও ভালো। যে ব্যাপারটা মাথায়
ঘুরছে বেশী,
"আসলেই কি তামিমের বিকল্প কোন
ওপেনার নাই বাংলাদেশে?
নাকি আপাতত ওপেনার
সৃষ্টি হতে দিচ্ছে না অদৃশ্য কোন শক্তি?"
# কোরি এন্ডারসনরে আউট করার পর
আমাদের নাসিরের মুখটা কেউ লক্ষ
করছেন? খাটি বাংলা ভাষায়
গালি দিছে কোরি এন্ডারসনরে।
কি গালি, সেটা আর উল্লেখ করলাম না,
খেলা দেখছে যারা তারা সবাই
বুঝে নিয়েছে...।।
সুতরাং, এ থেকে বুঝা যায়, কেউ মুখ খ্রাপ
করলেই সে খ্রাপ মানুষ হয়ে যায় না।
ফেসবুকে আইসা যে যতই সুশীলতা মারাক
না ক্যান? রিয়েল লাইফে বাংলাদেশের
৯০% পোলাপান গালিবাজ।
#বাংলাদেশ আজ জিতলে খুশীর অন্ত ছিল
না। কিন্তু হারাতেও অখুশী না হওয়ার
কারণ,
কোয়ার্টারে আমরা ভারতকে পাচ্ছি।
এছাড়া আরেকটা কারণ হল, বিকেল ৪ টায়
জাতির উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার
সংবাদ সন্মেলন। আজকের
ম্যাচটা জিতলে খেলা নিয়াই সবাই
মাইতা থাকতো, আর খেলার সেই
মাতামাতিতে বেগম খালেদা জিয়ার
সংবাদ সন্মেলনটা চাপা পইড়া যাইত
এবং মিডিয়াও খেলার
আমেজকে হাইলাইট করার
ছুতা দিয়া প্রতিটা নিউজে সংবাদ
সন্মেলনের নিউজ গুলোকে যথাসম্ভব
এরাইয়া যাওয়ার চেষ্টা করতো।
খেলা শেষ হওয়ার তাৎক্ষনিক
প্রতিক্রিয়াতে এই কথা গুলাই
আসলো মাথায়, আর এমন সময়
ফেসবুকে ওপেন করতেই জুকার
মিয়া জিগাইল, "কাল্পনিক মিয়া,
তোমার মাথায় অখন কিতা ঘুরপাক
খাইতেছে? জানাও!! "
তাই জানায়া দিলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.