![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সপ্নটা অনেক বড় , কিন্তু দিনকে দিন সপ্ন গুলো ফিকে হয়ে যাচ্ছে ।
আমাদের প্রব্লেম হলো আমরা
সমালোচনা করতে জানিনা।
আমরা সমালোচনার নামে যা করি তা
হলো গালাগালি।
আমাদের আরেকটা প্রব্লেম হলো আমরা
হয় আমরা একেবারে মাথায় তুলে
নাচানাচি করি অথবা পায়ের নিচে
ফেলে পিষে ফেলি।
আগামীকালের ম্যাচ আমাদের ক্রিকেট
ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর
একটি এইজন্য আমরা সবাই এক্সসাইটেড।
এক্সসাইটেড থেকে এখন আমরা ওভার
এক্সসাইটেড হয়ে গেছি।
আমি সবাইকে অনুরোধ করব পজিটিভ বা
নেগেটিভ যেই ফলাফলই আসে তা মেনে
নেয়ার মানসিকতা নিয়ে খেলা দেখতে
বসবেন প্লিজ।
একটা বাজে দিন আসতেই পারে তাই
বলে এই বিশ্বকাপে আমাদের অর্জন
ফিকে হয়ে যাবেনা।
এই বিশ্বকাপে আমরা অনেক অর্জন
করেছি তা একদিনে ভেসে যাবেনা।
সবাইকে ফল যাই হোক মেনে নেয়ার
মানসিকতা নিয়ে খেলা দেখতে বসার
অনুরোধ করব।
আজকে যেই উন্মাদনা আর নাচানাচি
দেখলাম তাতে ভয় হচ্ছে কাল নেগেটিভ
কিছু হলে পাবলিক কি রিয়েক্ট করবে
আশা করব ইন্ডিয়ানদের মত প্লেয়ারদের
বাড়িঘরে আগুন,কুশপুত্তলিকা দাহ এসব
কেউ করবেন না বা আশেপাশের কাউকে
এসব করতে দেখলে বাধা দিবেন।
আমাদের টিম হেরে গেলেও আমরা
তাদের এই বিশ্বকাপে অর্জনের জন্য খুশি
থাকা উচিত।
ভারত যেখানে দুই মাস থেকেও হারতে
হারতে প্রথম ম্যাচ জিতেছে
বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে এসে
সেখানে আমরা মাত্র ১৪ দিন আগে
গিয়েও বিশ্বকাপে প্রতিপক্ষের চোখের
জল আর নাকের জল এক করে দিয়েছি।
আমাদের উচিত আমাদের দল নিয়ে গর্ব
করা।
কাল যেকোনো প্লেয়ার খারাপ করতেই
পারেন তাই বলে আমরা যেন তার বউ
নিয়ে বাজে কথা না বলি।
আমাদের জন্য জানবাজি রেখে খেলে
তারা এটা ডিজার্ভ করেনা
আমি অনুরোধ করব আমরা কেউ যেন অসুস্থ
ট্রল পিক না বানাই বা কেউ বানালেও
যেন শেয়ার না করি।
দিনশেষে মাশরাফি-তামিমরা
আমাদেরি ভাই।
আমাদের ভাইদের যেন আমরা রাগের
বসে অপমান না করি।
বেশি কষ্ট পেলে ফেসবুক আইডি কিছু
সময়ের জন্য ডিয়েক্টিভ করে নিজের মত
কিছু সময় কাটাবেন তাহলেই সব ঠিক হয়ে
যাবে।
আতহার আলী খান যেমন বলেছিলেন
বাংলাদেশ আর কোনো ম্যাচ না
জিতলেও আমি ফুল নিয়ে বিমানবন্দরে
যাব তাদের কাধে তুলে নেব।
আমরা তাদের বিমানবন্দরে আসার
আগেই স্পেশাল ফিল করাতে পারি
# thankyoutigers লিখে স্ট্যাটাস দিয়ে
আমাদের দেখাতে হবে কেন আমরা
বিশ্বের সেরা ক্রিকেট ক্রেজি ন্যাশন।
ধন্যবাদ -sheikh jumon ভাই এত সুন্দর
লিখাটা লিখার জন্য
©somewhere in net ltd.