নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে ভাবি আমি তো সাধারন একজন , হাজার মানুষের মধ্যে আমার কোন বিশেষত নেই। হাজার মানুষ না ধরলাম শত মানুষ ধরলাম তারপর ভাবলাম নাহ্‌ আমার কোন বিশেষত নেই। আর দশ টা পাঁচ টা মানুষের মত আমি অতি সাধারন। নিজের অজান্তেই সিধান্ত নিলাম কিচ্ছু একটা করি সাধারন থেকে

আসাদ শাহীন

সপ্নটা অনেক বড় , কিন্তু দিনকে দিন সপ্ন গুলো ফিকে হয়ে যাচ্ছে ।

আসাদ শাহীন › বিস্তারিত পোস্টঃ

বাল্য বিবাহ কাকে বলে ....? তা নতুন করে বুঝতে হবে এবং যানতে হবে...!!!

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ২:৩০


বাংলাদেশের প্রচলিত আইনে একটি নির্দিষ্ট বয়সের সময় সীমা আছে l এই আইনটি খাতা কলমের মধ্যেই সীমা বদ্ধ l আইন কি শুধু ছেলেদের ক্ষেত্রেই প্রযোজ্য ?
নাকি ছেলে -মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য !!
একটা ছেলে ২৫ বছর বয়সেও বিয়ে করলে তাকে নানান ধরনের কথা শুনতে হয় l
-বলা হয় এত ছোট ছেলে বিয়ে করছে -l
অথচ মেয়েদের ক্ষেত্রে ঘটে উল্টো টা l
বর্তমানে বাংলাদেশে বেশির মেয়েদের ই বিয়ে হয় ১৪-১৭ বছর বয়সে l সব ছেলেদের অভিভাবকরাই ছোট মেয়েদের খোজে l কি কারনে খজে তা জানা নেই ।
তবে এমনও ঘটনা নিজের চোখে দেখেছি - বড় ও কনের মা একসাথে পড়া লেখা করেছে -আর ১৩ বছর বয়সেই কনেকে তার মায়ের বন্ধুর সাথে বিয়ের পিরিতে বসতে হইয়েছে l
এই বিবাহের মানে কি ?
কাজী জিনি, তিনিই বা কি ভাবে পরান এই বিয়ে ?
কারন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কোন মেয়েকে বিয়ের আসনে বসানো যাবে না l
এই ক্ষেত্রে প্রকৃত দোষী কে ?
মেয়ের অভিবাবক ?
নাকি ছেলেদের অভিবাবক,?
নাকি যিনি কাজী তার ?
-আসলে দোষ সবার- !!
<>এই সব কম বয়সি মেয়েদের চাহিদা থাকার কারনে ,মেয়েদের ফ্যামিলি বিয়ে দিতে বাধ্য হয় l এই ক্ষেত্রে মেয়ের ফ্যামেলির দোষ ।
<>নিজের বেশি বয়সের ছেলের সাথে কম বয়সি মেয়ে বিয়ে দিবে,বেশি যোতক পাবার আসায় ।ছেলে প্রতিষ্ঠিত হওইয়ার আসায় আসায় বুড়োই হয়ে যায় –এই ক্ষেত্র ছেলের ফ্যালির দোষ ।
<>আরেকটি সমস্যা হচ্ছে কাজীদের - সরকারি আইন যদি সঠিক ভাবে পালন করা হত তাহলে বাংলাদেশে একটাও বাল্যবিবাহ হত না l তারা কিছু টাকা নিজেদের পকেটে ভরার আসায় এই বেয়াইনি কাজ টি অরে যান ।

সরকার তো এত দিকে নজর দিচ্ছেন, এই বাল্য বিবাহ বন্ধ করার জন্য কি কোন উদ্যোগ সরকার নিতে পারে না l
এমন কি কোন সিষ্টেম করা যায় না --বিয়ে করার আগে থানা থেকে পার্মিশন নিয়ে আসতে হবে বিয়ে করার জন্য l এতে উভয় পক্ষেরই মতামত থাকবে এবং সেখানে কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকবে l
এছাড়া আর বাল্যবিবাহ বন্ধ করার কোন উপায় দেখি না আর এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত ।
আসা করি একদিন এই দেশে বাল্যবিবাহ বন্ধ হবে ,আর এই পরিবর্তনটা আনবে আমাদেরই তরুন সমাজ l

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.