![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সপ্নটা অনেক বড় , কিন্তু দিনকে দিন সপ্ন গুলো ফিকে হয়ে যাচ্ছে ।
বাংলাদেশের প্রচলিত আইনে একটি নির্দিষ্ট বয়সের সময় সীমা আছে l এই আইনটি খাতা কলমের মধ্যেই সীমা বদ্ধ l আইন কি শুধু ছেলেদের ক্ষেত্রেই প্রযোজ্য ?
নাকি ছেলে -মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য !!
একটা ছেলে ২৫ বছর বয়সেও বিয়ে করলে তাকে নানান ধরনের কথা শুনতে হয় l
-বলা হয় এত ছোট ছেলে বিয়ে করছে -l
অথচ মেয়েদের ক্ষেত্রে ঘটে উল্টো টা l
বর্তমানে বাংলাদেশে বেশির মেয়েদের ই বিয়ে হয় ১৪-১৭ বছর বয়সে l সব ছেলেদের অভিভাবকরাই ছোট মেয়েদের খোজে l কি কারনে খজে তা জানা নেই ।
তবে এমনও ঘটনা নিজের চোখে দেখেছি - বড় ও কনের মা একসাথে পড়া লেখা করেছে -আর ১৩ বছর বয়সেই কনেকে তার মায়ের বন্ধুর সাথে বিয়ের পিরিতে বসতে হইয়েছে l
এই বিবাহের মানে কি ?
কাজী জিনি, তিনিই বা কি ভাবে পরান এই বিয়ে ?
কারন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কোন মেয়েকে বিয়ের আসনে বসানো যাবে না l
এই ক্ষেত্রে প্রকৃত দোষী কে ?
মেয়ের অভিবাবক ?
নাকি ছেলেদের অভিবাবক,?
নাকি যিনি কাজী তার ?
-আসলে দোষ সবার- !!
<>এই সব কম বয়সি মেয়েদের চাহিদা থাকার কারনে ,মেয়েদের ফ্যামিলি বিয়ে দিতে বাধ্য হয় l এই ক্ষেত্রে মেয়ের ফ্যামেলির দোষ ।
<>নিজের বেশি বয়সের ছেলের সাথে কম বয়সি মেয়ে বিয়ে দিবে,বেশি যোতক পাবার আসায় ।ছেলে প্রতিষ্ঠিত হওইয়ার আসায় আসায় বুড়োই হয়ে যায় –এই ক্ষেত্র ছেলের ফ্যালির দোষ ।
<>আরেকটি সমস্যা হচ্ছে কাজীদের - সরকারি আইন যদি সঠিক ভাবে পালন করা হত তাহলে বাংলাদেশে একটাও বাল্যবিবাহ হত না l তারা কিছু টাকা নিজেদের পকেটে ভরার আসায় এই বেয়াইনি কাজ টি অরে যান ।
সরকার তো এত দিকে নজর দিচ্ছেন, এই বাল্য বিবাহ বন্ধ করার জন্য কি কোন উদ্যোগ সরকার নিতে পারে না l
এমন কি কোন সিষ্টেম করা যায় না --বিয়ে করার আগে থানা থেকে পার্মিশন নিয়ে আসতে হবে বিয়ে করার জন্য l এতে উভয় পক্ষেরই মতামত থাকবে এবং সেখানে কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকবে l
এছাড়া আর বাল্যবিবাহ বন্ধ করার কোন উপায় দেখি না আর এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত ।
আসা করি একদিন এই দেশে বাল্যবিবাহ বন্ধ হবে ,আর এই পরিবর্তনটা আনবে আমাদেরই তরুন সমাজ l
©somewhere in net ltd.