নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে ভাবি আমি তো সাধারন একজন , হাজার মানুষের মধ্যে আমার কোন বিশেষত নেই। হাজার মানুষ না ধরলাম শত মানুষ ধরলাম তারপর ভাবলাম নাহ্‌ আমার কোন বিশেষত নেই। আর দশ টা পাঁচ টা মানুষের মত আমি অতি সাধারন। নিজের অজান্তেই সিধান্ত নিলাম কিচ্ছু একটা করি সাধারন থেকে

আসাদ শাহীন

সপ্নটা অনেক বড় , কিন্তু দিনকে দিন সপ্ন গুলো ফিকে হয়ে যাচ্ছে ।

আসাদ শাহীন › বিস্তারিত পোস্টঃ

স্টিভ জবসের মূলমন্ত্রে চল্লিশের আগেই সফল হোন

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৪

সফল হতে কে না চায়? যাদের অদম্য ইচ্ছাশক্তি আছে তারা মাত্র ছয়টি মূলমন্ত্র মেনে চলুন। সফলতা আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে। প্রযুক্তি দুনিয়ার অন্যতম পথিকৃৎ স্টিভ জবস এই মূলমন্ত্র মেনেই ৪০ পেরোনোর আগেই তাক লাগিয়ে দিয়েছেন। আজ তিনি তরুণদের আইকন। চলুন জেনে নেই সফল হওয়ার মূলমন্ত্র।

১. প্রথমেই আপনার মনের মতো একটি কাজ বেছে নিতে হবে। তাহলে কাজের প্রতি ভালোবাসা আসবে। বিশ্বাস এবং ভালোবাসা ছাড়া কাজ করলে কখনো সফল হওয়া যায় না। এ চিন্তা ধারণ করতেন জবস। এখন পর্যন্ত এমন কাজের সন্ধান না পেলে অপেক্ষা করতে থাকুন। প্রিয়তমার প্রতি প্রেম এবং কাজের প্রতি ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই বলেই মনে করতেন স্টিভ। অনুভূতির ওপর নির্ভর করুন। মন কখনো মিথ্যা আশ্বাস দেয় না।



২. কম্পিউটার এবং সফটওয়্যারের উন্নয়ন ঘটতেই থাকবে। আশাদের শিক্ষার ধারাকে বদলে দেবে এগুলো। বিষয়টিকে এখন বেশ স্পষ্ট বলে মনে হয়। কিন্তু এক সময় সাধারণ বিষয়ও বিভ্রান্তি সৃষ্টি করে। জবস ঠিকই মনে করতেন। প্রযুক্তি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষার ধরনও পাল্টে গেছে।



৩. প্রযুক্তি কিছুই না। কিন্তু মানুষের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। কারণ একমাত্র মানুষই স্মার্ট এবং বুদ্ধিমান। এদের যাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি তুলে দিলে তারা বিস্ময়কর সব কাজ করে দেখাতে পারে। এ ধারণায় বিশ্বাসী ছিলেন স্টিভ। সত্যিকার অর্থেই আজকের প্রযুক্তিগত উন্নয়ন মানুষ ছাড়া সম্ভব হতো না। তাই বিনিয়োকারী, কর্মীবাহিনী এবং ক্রেতার প্রতি বিশ্বাস রাখতে হবে।



৪. ছোট ছোট জিনিসও বহুমূল্য রাখে বলে বিশ্বাস করতেন জবস। স্মার্টফোনে কলম ব্যবহারের জন্যে স্টাইলাস এখন কে বা চান? কেউ-ই তা আর ব্যবহার করতে চান না। কিন্তু এমন একটি জিনিসকে সরিয়ে দিলে তা হারিয়ে যাবে। খুব সাধারণ একটি যন্ত্র। কিন্তু বহু কাজকে সহজ করে দিয়েছে একটি স্টাইলাস। কাজকে সহজ করতে একটি সাধারণ উপাদানও বহু প্রয়োজনীয়।



৫. বহু প্রযুক্তির মিশেলে একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে চাইলে এর প্রয়োজন নিয়মশৃঙ্খলা। কারণ, এটি ছাড়া বছরের পর বছর উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানো যাবে না বলেই মনে করতেন স্টিভ। যেকোনো দুটো ধারাকে এক করতে যারা চান, তারাই সফল হতে পারেন। আইডিয়া দারুণ বিষয়। কিন্তু এর নিয়মতান্ত্রিক বাস্তবায়ন এবং ভিন্ন বিষয় একতাবদ্ধকরণ ছাড়া সফলতা সম্ভব নয়।



৬. ক্রেতার চাহিদা তাৎক্ষণিক তৃপ্তি দেয়। স্টিভের তিন বছর লেগেছে নেক্স কম্পিউটার বানাতে। কিন্তু ক্রেতারা তা চাননি। তারা এমন জিনিস চেয়েছিলেন যা এক বছর হয়তো ব্যবহার করতে ভালো লাগতো। কিন্তু তার পর আর চাহিদা থাকতো না। তাই ক্রেতার চাহিদা সব সময় ঠিক হয় না। এই মন্ত্র ধারণ করতেন স্টিভ। ক্রেতার চাহিদাকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে এবং ক্রেতার দীর্ঘদিনের তৃপ্তির কথা বিবেচনা করে এগোতে হবে আপনাকে। নয়তো দীর্ঘমেয়াদে সফলতা ধরে রাখতে পারবেন না।



সূত্র : বিজনেস ইনসাইডার

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.