![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে চিনছি আজও...
শীতের সাত সকালে অফিসে যাবো, একটু তাড়াতাড়িই বাসা থেকে বেড়িয়েছি, তাই পাড়ার চায়ের দোকানে ঢু মারলাম চা খাওয়ার জন্য । সেখানে আগে থেকেই পরিচিত জনা ছয়েক মধ্যবয়স্ক লোক টেবিলে জম্পেশ রাজনৈতিক তর্কে লিপ্ত । আলোচনার বিষয় বস্তু সম্প্রতি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সন্দেহ প্রকাশ ।জমে উঠা তর্ক শেষ পর্যন্ত থামলো তিক্ত কথাবার্তার মাধম্যে । দুজন চায়ের দোকান থেকে বেড়িয়ে গেলেন রাগে গজগজ করতে করতে, শেষোক্তি করে গেলেন বসে থাকা চারজনের উদ্দেশ্যে, মানুষ না শালারা আওয়ামী লীগ আর বসে থাকা চারজন স্বমস্বরে চেঁচিয়ে বলতে থাকলেন তোরা শালা রাজাকার । আগে বাসে কিংবা চায়ের দোকানে রাজনৈতিক তর্কের সময় বিএনপি সমর্থক এবং আওয়ামী লীগ সমর্থক প্রায় সমান সংখ্যক করে থাকতেন কিন্তু ৫ই জানুয়ারী নির্বাচনের পর থেকে আওয়ামীলীগের তুলানায় বিএনপি সমর্থক আশংকাজনক ভাবে কমেছে । যাই হউক বাকি চারজন চা খেতে খেতে তাদের নিজেদের মধ্যে আলোচনায় মনোনিবেশ করলো, নিশ্চুপে চা পান করে আমিও দোকান থেকে বের হয়ে গেলাম । প্রিয় পাঠক, এই অভিজ্ঞতা আমার একার না যারা পথেঘাটে চলাফেরা করেন তারা কান খাড়া করলেই এই ধরনের কথাবার্তা শুনতে পান । অফিসের বাসে উঠে মনের মধ্যে খচখচ করতে লাগলো, নিজের মতের সাথে ভিন্নমত পোষন করলেই আমরা একজন আরেক জনকে, মানুষ না আওয়ামী লীগ, রাজাকার বলে গালি দিচ্ছি! কোথায় যাচ্ছি আমরা? এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটুকু বস্তুনিষ্ঠ সঠিক ইতিহাস রেখে যাচ্ছি?
(চলবে....।)
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
পরাধীন বাংগালী বলেছেন: ভবিষত প্রজন্ম সঠিক ইতিহাস টা ঠিকই খুজে নিবে আশা করি ।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
যুদ্ধ, স্বাধীনতা, ইতিহাস নিয়ে পৃথিবির কোন দেশে বিভক্তি নেই।
আমাদের দেশেও ছিলনা। কিন্তু মুজিবহত্যার পর ২৩ বছরে স্বাধীনতা বিরোধীদের আর্থিক ও সামাজিক ভাবে প্রমোট করে অনেক শক্তিশালি করা হয়েছে। তাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে অনেকেই অকারন কটুক্তি-বিকৃতি করে যাচ্ছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯
পরাধীন বাংগালী বলেছেন: বিভক্তির শেষটা কোথায় ক্যাপ্টেন ?
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪
অলওয়েজ ড্রিম বলেছেন: এদেশের রাফনীতি (রাজনীতি) ভালু না। ভয় পাই।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১
পরাধীন বাংগালী বলেছেন: ভয় করবে জয় এদেশের তরুন সমাজ আশা রাখি ।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯
আরণ্যক রাখাল বলেছেন: রাজাকারকে রাজাকার বলতে সমস্যা কোথায়?
যারা দেশের মৌলিক বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারে, এমনকি যারা বাঙালি জাতীয়তাবাদের পর্যন্ত বিপক্ষে তাদের কী বলা যায়।
এ ক্ষেত্রে নিরপেক্ষ হওয়াটা গাধামি ছাড়া আর কিছুই নাহ
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
পরাধীন বাংগালী বলেছেন: রাজাকার কে রাজাকার বলতে আপত্তি কোথায়! মতের বিরোধিতা করলেই একজন মুক্তিযুদ্ধাকেও রাজাকার গালি শুনতে হয় সেটাই কষ্ট ।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩
পরাধীন বাংগালী বলেছেন: রাজাকার কে রাজাকার বলতে আপত্তি কোথায়! মতের বিরোধিতা করলেই একজন মুক্তিযুদ্ধাকেও রাজাকার গালি শুনতে হয় সেটাই কষ্ট ।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
নেক্সাস বলেছেন: মুক্তযুদ্ধ ও স্বাধীনতার সন্মিলিত গৌরব কে একটি দল বিক্রি করে খেয়েছে। সে দলটির অন্যায় অবিচারের কেউ প্রতিবাদ করলে তাকে রাজাকার বলা হচ্ছে। তাদের দল যে করবেনা সে মুক্তিযুদ্ধ করলেও রাজাকার।রনাঙ্গনের অনেক বীর মুক্তিযোদ্ধা কে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার করণে রাজাকার বলা হচ্ছে। এভাবে মুক্তিযুদ্ধ কে দলীয় সাইনবোর্ড বানিয়ে ব্যাবসায়িক ধান্দা করা হচ্ছে। এভাবেই মূলত দেশে বিভক্তি তৈরি করা হয়েছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
পরাধীন বাংগালী বলেছেন: একটা দলের দোষ ধরলেই হবে না, আরেক টা দলও একটি রাজনৈতিক দলের বিরোধিতা করতে গিয়ে পুরো মুক্তিযুদ্ধের ই বিরোধীতা করছে । সঙ্গে থাকুন আমার পরবর্তি পর্ব গুলোতে চোখ রাখুন আশা করি আপনি বুঝতে পারবেন ।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
নেক্সাস বলেছেন: বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধীতা করছে এমন কোন দালিলিক প্রমাণ আপনার কাছে আছে? পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিবেন
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০
পরাধীন বাংগালী বলেছেন: মুক্তিযুদ্ধে গনহত্যায় জড়িত যুদ্ধপরাদ্ধীদের সাথে পরম মিত্রতা, মুক্তিযুদ্ধে শহীদ সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা,এগুলি নিশ্চয় মুক্তিযুদ্ধের পক্ষলাম্বন নয় ? সামাঝদার কি লিয়ে, ইশারা হি কাফি হে ।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
অগ্নি কল্লোল বলেছেন: লাল সালাম।।
আমি নিরপেক্ষ নই
আমি সত্যের পক্ষে
মিথ্যার বিপক্ষে।।।
দেশে নব্য রাজাকারের পদচারণা।সত্যি কষ্ট দেয়।অন্যদিকে দূষিত গণতন্ত্র।।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
পরাধীন বাংগালী বলেছেন: সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলার সৎ সাহস আমাদের রাজনীতিতে নেই, মিথ্যের ফুলঝুরি যাদের সম্বল তাদের কাছ থেকে সত্য প্রত্যাশা বোকামি । নব্য রাজাকারের পদাচারনা যেমন বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে ভুয়া সনদের মুক্তিযুদ্ধাও বাড়ছে । দুটোই ক্ষতিকর ।
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
অগ্নি কল্লোল বলেছেন: ঠিক।।
এ থেকে মুক্তির একমাত্র উপায় মৃত্যু।।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮
পরাধীন বাংগালী বলেছেন: বেঁচে থাকার দায় অনেক, মরলে অনেকে বাঁচে !!
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
এই সুমন এই বলেছেন: সহমত প্রকাশ করলাম, আসলেই আমরা জাতি হিসেবে খুবই বিভক্ত হয়ে গেছি। আজ আমাদের যুক্তি তর্ক হওয়া উচিৎ দেশের উন্নতির জন্য, শান্তির জন্য কি করা উচিৎ, কি করা যায়, কি ভাবে করা যায়। নিজেদের আমরা কতটুকু পরিবর্তন করতে পেরেছি যুগের সাথে। তা না আমরা সবাই পড়ে আছি ইতিহাস আর রাজনীতি নিয়ে।
আমরা মনে হয় কাজের চাইতে কথা বলতে এবং শুনতে বেশি পছন্দ করি। আমাদের সবচাইতে পছন্দের আলোচনার বিষয় রাজনীতি।
কোথাই যাচ্ছি আমরা!