নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহ ইমতিয়াজ

শাহ ইমতিয়াজ › বিস্তারিত পোস্টঃ

কবি প্রেমের জয় হোক

১৩ ই মে, ২০১৪ রাত ৯:২৮

নজরুল বলেছিলেন, “কবি চায়না দান, কবি চায় অঞ্জলী, কবি চায় প্রীতি। ........ (আমি) প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম।”



কবিরা সবসমযই প্রেমের কথা বলে, ভালবাসার কথা বলে। নিষ্ঠুর, নির্দয় পৃথিবীর বুকে তার বেঁচে থাকার সঞ্জীবনী হল প্রেম। প্রেমের গান গেয়ে সে বেঁচে থাকে। সে হোক না কোন ব্যর্থ প্রেমিক কিংবা তার কাছে হয়ত কখনো প্রেম ধরাই দেয় নি। তারপরও কবি প্রেম-কাব্য রচনা করে। তার কবিতায় ব্যক্তির প্রেমের কথা যেমন থাকে, থাকে মানব প্রেমের কথাও। পুষ্পোদ্যানে যেমন ফুল সুগন্ধ ছড়ায় তেমনি কবিও তার প্রেমের সঞ্জীবনী নিঃস্ব, মৃতপ্রায় মানুষের মাঝে ছড়িয়ে দেয়।



কবি-প্রেমের-সঞ্জীবনী সর্বত্র ছড়িয়ে পড়ুক।

কবির জয় হোক।

প্রেম-কাব্যের জয় হোক।

মানবতা, সত্য, সুন্দরের জয় হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.