![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালি হারানো নবীন কলম,
শুকিয়ে যাওয়া চুম্বনরত ঠোঁট,
অটো রিক্সার সরব আর্তনাদ,
গাঁজার উৎকট কুট গন্ধ,
শরাবে বুদ হওয়া নীল নেশা,
রমনীর হেঁয়ালি ভরা মাদকতা,
জীবন চাকার অবিরাম ঘর্ষণ,
নৃত্য কলায় বৃত্তের ব্যাসার্ধ,
ঢেঁকুর তোলা অসার তৃপ্তি,
ভায়োলিনের তারে রণ সঙ্গীত,
লিকলিকে কুকুরের প্রতিদান,
কেন্দ্র হতে পরিধির জন্ম-নিয়তি,
বাঁচার নামে কসাইয়ের দোকান,
দুঃস্বপ্নের নীরব আলিঙ্গন,
বীর্য ক্ষয়ে বীরত্ব গাঁথার তীব্র ওজন,
জীবন, জীবন, ....হায়রে জীবন!!!!
©somewhere in net ltd.