![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজো আমি শুনি আত্ম-চিৎকারে বিউগল ধ্বনি ...
দুখিনী বর্ণমালা প্রিয়হারা কান্নায় ব্যাকুল,
সালাম, জব্বারেরা শান্তিতে চোখ বুজতে আকুল।
অর্ধ-সেদ্ধ ভাষার গোঙানি শহীদ মিনারের বেদিতে,
মায়ের ভাষা বড় হচ্ছে বদ্ধ ফ্ল্যাটের এ্যাকুরিয়ামে।
বিদেশী ভাষায় হিস্ হিস্ রবে প্রকম্পিত গাঙ্গেয় ব-দ্বীপ
রক্তের সাথে বাহাস করছে ঔপনিবেশিক নিকোটিন...।
ধমনীতে মধ্যপ্রাচ্যের অর্কেষ্ট্রা বাজাছে আদমের সুর,
বৃদ্ধাশ্রমের কফিনে পড়ে থাকতে দেখেছি আগামীর ভোর।
দেখেছি, ডাস্টবিনে, বাদামের ঠোঙায় নারিছেঁড়া বাণী।
আস্তাকুঁড়ে মাতৃত্বের আমিত্ব ..
কংক্রিট মিনারের ধিক্কার..
পাশা খেলায় সবাই পান্ডবের যুধিষ্ঠির ;
কারবালায় আমি ইয়াজিদের খঞ্জরে স্থির।
বর্ণমালার বুকে পেরেক সেধেছি
হত্যার দায়ে ফাঁসির মঞ্চে আমি নীরবে দাঁড়িয়েছি...
©somewhere in net ltd.