![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত কিছুই তো হওয়ার ছিল,
আশা নিয়ে বিদায় নিল শঙ্খচিল
ঈশ্বর হয়ত!!
কোন দিনই বাড়ি আসবেন না।
স্বপ্নের স্বর্গে নীরব হাহাকারে
অনাগত সারথীরা...।
হাতছানির মায়া,
কায়ার অঙ্গুলিতে আজ দিশেহারা।
কষ্টে আড়ষ্ট বুক,
কত কিছুই হওয়ার লোভনীয় প্রস্তাব,
তবু, আশাও স্বপ্ন দেখে, বড় এঁকেবেঁকে ...
কষ্টগুলো বাষ্প হয়ে আকাশেতে
আশাগুলো পড়ে আছে ধূসর মাটিতে।
©somewhere in net ltd.