![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দমের বয়স দমের খেলায়, নীরবে খেলছে।
ভাঁজ পড়া কপালে সময়ের পাতা বাড়ছে।
আবেগের বুকে চেপে বানিজ্য সময়ের শাসনে।
আনন্দ জায়গা নিল, না পাওয়ার অনশনে।
বাড়ছে দেখা, না- দেখার চিরায়ত দ্বন্দ্ব ।
বাড়ছে না চোখের বয়স, নিরুপায় অন্ধ।
বিভ্রান্তির চাদরে সত্য কানের কুয়াতে বন্দী।
বাড়ছে না মগজের দূর্গে স্বপ্ন- লালিত গ্রন্থি।
কবর খোঁড়ে লাশ দেখিনি, দেখেছি ইতিহাস।
জন্ম স্রোতে মলিন ঈশ্বর, করে তারি পরিহাস।
সিসিফাসের গোলকধাঁধা, অমরত্বের পরশপাথর।
ছোটরা আরও ছোট হবে, মন হবে আবেগ শূন্য নিথর...
২০/৩/১৫
২| ২১ শে মার্চ, ২০১৫ ভোর ৫:২০
জাফরুল মবীন বলেছেন: ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৬
তাহসান আহমেদ বলেছেন: ভালো লাগল।