![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।
যখন অনেক ছোট ছিলাম মনে হতো এই দেশে জন্ম নিয়ে ধন্য হয়েছি। আমি মানুষ আমার চাওয়ার ব্যপ্তিটা দিনে দিনে বাড়বে এটাই স্বাভাবিক। আশা করে স্বাধীনতার বলে নিজের বাক শক্তির ব্যবহার করি। কিন্তু সেই ছোট্ট সময়ের ধারণা যে মিথ্যা ছিল তার প্রমান পেয়েছি যখন থেকে একটু একটু করে বোঝা শিখেছি। এখন নিজের প্রতি-ই বড্ড ঘৃণা হয় এই ভেবে যে, এমন একটা দেশে বেড়ে উঠছি, বসবাস করছি যে দেশের এমন কোন জায়গা খুজে পাওয়া যায় না যেখানে দূর্নীতির বিষাক্ত ছোয়া স্পর্শ করেনি। মাঝে মাঝে মনে হয় এই দেশ থেকে দূরে কোথাও চলে যায়।
আমরা নাকি স্বাধীন জাতি, এটা কি শুধু কাগজে কলমে? যদি তাই না হবে তবে কেন আজ মত প্রকাশে বাধা, কেন বাইরে বের হতে ভয়? তাহলে কি এর নাম স্বাধীনতা? আজ ছাত্র ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পায়, মা তাঁর সন্তানকে রাস্তায় বের হতে দেয় না বোমার ভয়ে। আমরা এমন একটা দেশে বাস করছি, যে দেশের নেতা নেত্রীদের দেশ পরিচালনার মূলমন্ত্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা । তাহলে কি এটাই ছিল ৭১এর স্বাধীনতার চাওয়া। যে ভালবাসায় সিক্ত হয়ে লক্ষ শহীদ নিজের জীবন উৎসর্গ করলেন, আজ আমরা সেই ভালবাসার এই প্রতিদান দিচ্ছি। আমরা শান্তি চাই, আমরা নির্ভয়ে পথ চলতে চায়। আমরা রক্তের বন্যায় আর ভাসতে চায় না, চায় বিশ্ব দরবারে উচু জাতি হয়ে বাঁচতে। সামান্য কয়েক জনের ব্যক্তি স্বাধীনতার জন্য কেন ১৬ কোটি মানুষের জীবনে অন্ধকার নেমে আসবে? এর থেকে মুক্তি চাই।
সময় থাকলে আমার www.usefulearth.com সাইট টি ঘুরে আসবেন। নিশ্চয় ভাল লাগবে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫
মোঃ শাহিন ইসলাম বলেছেন: একমত হবার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
আনিসা তাবাসসুম বলেছেন: একদম ঠিক কথাটা বলেছেন। অনেক ভাল লাগল পড়ে