নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

"ফরিয়াদ"

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪

চারিদিকে আজ;-
সত্যের শুন্যতা, মিথ্যের জয়-ধব্বনি,
পথ ভুলিতেছে তারা-যারা ছিল এতদিন-
আলোর দিশারী।
হে রহিম-রহমান,
আমার জীবন, আমার সম্পদ-তোমারই পথে রাখিলাম,
বিনিময়ে করদান- এক জন "উমর"
যে ফিরিয়ে আনিবে-
সেই পথ, যে পথ তুমি গড়িয়াছো-
মুমিনের লাগি।

ফকির-দরবেশ-পীর সেঁজে-
তোমার পথ ভূলে,
ওরা ডাকিতেছে- নিজ পথে, নিজ মতে,
দিশেহারা-যারা সাধারণ।
হে রহিম-রহমান,
আমার সন্তান-তোমারই পথে রাখিলাম,
বিনিময়ে করদান- এক জন "উমর"
যে পুঁডিয়ে দিবে-সব ভন্ডামীর আস্তানা,
আলো জ্বালিবে সেই ঘরে-যে ঘরে,
মুমিন তোমারই নামে সিজদায় পড়ে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমিন

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

শাহিন-৯৯ বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.