নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

মৈনাট ঘাটে একদিন।

০৪ ঠা মে, ২০১৭ রাত ২:০৪

১লা মে ২০১৭ সাল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৈনাট ঘাটে কাটিয়েছি। মিনি কক্সবাজার খ্যাত মৈনাট ঘাট দেখলাম, দেখলাম পদ্মার পাড়ের মানুষদের জীবন-ধারা, শুনলাম তাদের কথা।
পুরোদিন মৈনাট ঘাটে ঘুরে-ফিরে যা দেখলাম তাতে আমার ব্যাক্তিগত যে উপলব্ধি তা যদি একথায় বলি, তাহলে বলব- "ওখানে দেখার মত আহমরি তেমন কিছু নেই"
তবে, এক প্রকার ভাললাগা আমার মন ছুঁয়েছে, ওখানে যতটুকু দেখার আছে-তার সবটুকুই নিখাদ প্রকৃতির রুপ। ওখানে এখনও কর্পোরেট ঢেউয়ের আঁছড় পরেনি।



সকাল থেকে এভাবেই আসতে থাকে, ব্যাক্তিগত গাড়ি, ভাড়া করা হাইস, মোটর সাইকেল, তাছাড়া নিয়মিত বিরতি পর পর বাস এসে থামছে মৈনাট ঘাটে। সন্ধ্যা পর্যন্ত এসব বাহনের আসা-যাওয়া কমতি ছিলনা।



ঢেউ নেই, নেই নদীতে উঠা-নামার ভাল পথ, চারিদিকে নোংরাটে ভাব,-তবুও আগত দর্শনাথীদের উল্লাসের কমতি নেই। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে চলতে থাকে।


প্রবহমান পদ্মার জেগে উঠা চরে চীনা-বাদামের চাষ করেছে চাষীরা, সবুজের এই সমরোহ পড়ন্ত বিকেলে সত্যি পাগল করার মত ভাল লাগে।

বিশাল সী-বিচ নেই, তাতে কি বা আসে যায়, মনটাই আসল, প্রকৃতির প্রেমে পড়লে-সবকিছুই বড় করে দেখা যায়।

আগত দর্শনাথীদের অনেকেই এভাবেই পদ্মার পাড়ে হেঁটে দেখছে প্রকৃতি।



সারা-দিন কোন কিছু ভাল না লাগলেও শেষ বিকেলে, প্রবহমান পদ্মার বিশাল জল-রাশি, আর সেই জল-রাশির বুকে হেলিয়ে পড়া তেজহীন সূর্য্য বিকিরণ আপনার ভাল লাগবেই-এটা আমি বাজি ধরে বলতে পারি।
এছাড়া ট্রলার বা স্পীড বোট ভাড়া করে ওপারের চরে যেতে পারেন, যতক্ষন ওপারে না যাবেন ততক্ষন " ওপারেতে সর্বসুখ" তাড়া করবে।

মৈনাট ঘাটে যারা ঘুরতে যাবেন তাদের জন্য আমার কিছু উপদেশ হল-
১। যেহেতু এখানে নিরাপত্তা বিন্দুমাত্র ব্যাবস্থা নেই, তাই সাঁতার না-জানলে পানি নামায় ভাল।
২। প্রচুর ধুলা-বালি উড়ে, তাই মাস্ক নিতে ভুলবেন না।
৩। পারলে একটা ছাতা সাথে নিবেন-সময়ে বড় কাজ দিবে।
৪। প্রকৃতির প্রতি যদি নিখাদ টান না-থাকে তাহলে ওখানে না যাওয়াই ভাল।

ছবি: ছবিগুলো আমার কম দামের মোবাইলে উঠানো, বাস্তবে অনেক সুন্দর।


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ২:১১

শরদিন্দু রূপক বলেছেন: নাহ,ছবি যথেষ্ট সুন্দরই হয়েছে।

০৪ ঠা মে, ২০১৭ রাত ২:২২

শাহিন-৯৯ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম। বাস্তবে, পড়ন্ত বিকেল আমাকে সত্যি পাগল করে দিয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.