নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

"মা" যখন ইয়াবা ব্যবসায়ী, "বাবা" জুয়ার আসরের আয়োজনকারী- সন্তানরা দাঁড়াবে কোথায়?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২

আজ সকালের নাস্তা খেতে হোটেলে ঢুকতেই মনটা খারাপ হয়ে গেল, ঢুকতেই দেখি এক মহিলা তাঁর ছেলের বয়সী এক ছেলের কাছে ইয়াবা বিক্রি করছে। আমি যতটুকু জানি, মহিলার ছেলেটা বেশ ভদ্র, কিন্তু মায়ের কারণে তাকে অনেক সময় হেয় হতে হয়।

আমি প্রায় সন্ধ্যায় এক ছেলের সাথে হালকা আড্ডা দেই-ছেলেটার বাবা মুদি দোকানদার, সর্বদা মাথায় টুপি থাকে, পাঁচ ওয়াক্ত নামায পড়ে, জাকের পার্টির সদস্য (সরর্ষীনা পীর সাহেবের মুরিদ)। লোকটির খারাপ গুন হল-তিনি তাঁর বাসার ভিতর জুয়ার আসর (তাসের জুয়া) বসায়। ছেলেটি অনেক বার প্রতিবাদ করেও কোন লাভ হয়নি বরং এই বিষয় কিছু বললে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে।

স্থানীয় ক্ষমতাসীন নেতা, থানার পুলিশ সবাই উপরের দু'জনের ভালভাবে চিনে-ম্যানেজ করেই চলছেন বছরের পর বছর।

ছোট বেলায় বাবা-মা সবসময় বলত কখনও অন্যায় করবা না, যারা বিড়ি খায় তাদের পাশে বসবা না, নানান উপদেশ দিত যা আজও হৃদয়ে ধারণ করে রেখেছি কিন্তু এই সন্তানেরা?

এই সন্তানগুলি যদি মা-বাবার রাস্তায় হাঁটা শুরু করে তাহলে তাদের অপরাধী হওয়ার জন্য দায় কাদের? শুধু কি বাবা-মায়ের নাকি নেতা, প্রশাসন সবার।

" আল্লাহর কাছে প্রার্থনা করি- যেন, কোন সন্তান এমন মা-বাবা না পায়"

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

ওমেরা বলেছেন: বাবা, মা সন্তানের জন্য অনেক বড় নিয়ামত নিশ্চয় এরকম বাবা,মা নয় ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

শাহিন-৯৯ বলেছেন: সহমত। এখানে শুধু আমি দু'জনের ঘঠনা বললাম, আরও বিচিত্র ঘঠনা আছে- একটা বলি, ছেলে স্বাভাবিক জীবন-যাপন করে কিন্তু বাবা চায় ছেলে তাঁর ছিলছিলা ধরুক, ছিলাছিলা বুঝছেন তো? ফকিরের বেশ, যা মাজার কেন্দ্রিক গাঁজার আড্ডাখানা।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:



সরকার নিজেই রেশন হিসেবে ইয়াবা দেয়ার সময় হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৭

শাহিন-৯৯ বলেছেন: :|

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

কাছের-মানুষ বলেছেন: ব্যাপারটা খুবই দু:খ্যজনক। এরকম বাবা মাও আছে! বিচিত্র এক ধরনের সমাজ ব্যাবস্থা আমাদের। প্রশাসন সুষ্টভাবে কাজ করলে অনেক অপরাধ কমে আসত।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪২

শাহিন-৯৯ বলেছেন: আপনার মত আমারও বিশ্বাস প্রশাসন চাইলে অনেক অপরাধ কমে যেত, বিশেষ কবে এই সকল নেশা দ্রব্য ব্যবসায়ীরা কারণ এরা সংখ্যায় কম আর সমাজে সবাই মোটামুটি তাদের চিনে তাই লুকিয়ে কিছু করা সম্বভ হত না।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৪

মলাসইলমুইনা বলেছেন: ডারেক্টলি আর ইন্ডাইরেক্টলি এভাবেইতো চলছে | কোনো কোনো প্যারেন্ট ইয়াবা বিক্রি করছে, কেউ সেটা না করে অন্য কিছু করছে ব্যাংক লুট (ঋণ খেলাপি) এবং ইত্যাদি | চল্লিশ-পঞ্চাশ হাজার টাকার বেতনে চাকুরী করে কোটি টাকার গাড়ি হাঁকাচ্ছে কেউ কেউ | তাদের ছেলেমেয়েরা কি ব্যাপারটা বুঝতে পারছে না ? পারছে নিশ্চই | তবুও এভাবেই চলছে দেশ !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৫

শাহিন-৯৯ বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.