নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
জাতিসংঘের নিয়ম ভেঙ্গে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপনাস্ত্র তৈরি করছে, আমেরিকার চাপে জাতিসংঘ ও একের পর এক অবরোধ দিয়ে যাচ্ছে তবুও উত্তর কোরিয়া থেমে নেই কারণ গোপনে তাদের নানান ভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া। কার্যত উত্তর কোরিয়া অপরাধ করছে, তবুও বন্ধু মিলছে, বন্ধুত্বের পিছনে হয়তো ব্যাবসায়িক লাভ-লোকসানের হিসাব যুক্তি হিসাবে দাঁড় করানো যাবে।
অপরদিকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা কিছু মানবিক সাহায্য দেওয়ার বন্ধু পাচ্ছি। মিয়ারমারের বিরুদ্ধে জাতিসংঘ কোন রকম কিছু করতেই গেলেই বড় বাঁধা হিসাবে দাঁড়াচ্ছে আমাদের "অতি প্রিয়" দুই বন্ধু চীন ও রাশিয়া অথচ বর্তমানে বাংলাদেশের মেঘা দুই প্রকল্প এই দুই দেশ করছে। তাদের সাথে আমাদের ব্যাবসায়িক বড় লেনদেন থাকার সত্ত্বেও কেন তারা আমাদের পরিবর্তে মিয়ানমার বা উত্তর কোরিয়ার মত দরিদ্র দেশের অন্যায় মেনে নিচ্ছে?
আমার দৃষ্টিতে এর মূল কারণ আমরা বিশ্ব লবিং এ দিন দিন পিছিয়ে যাচ্ছি, আর এই পিছিয়ে পড়ার কারণ হল-আমরা দিনে দিনে মেধাশূন্য জাতি হচ্ছি।
এদেশে ক্রিকেটে, ফুটবলে যে পরিমাণ টাকা ঢালা হয় তার কিছু অংশ যদি গবেষনা কাজে বিনিয়োগ হত, তাহলে হয়তো আমাদের আজকের এই পরনির্ভর জাতি হতে হত না।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫
শাহিন-৯৯ বলেছেন: আপনি সম্ববত ভারত বিষয় বলতে চাইছেন, আমরা ভারত কে যত নম নম করি- কিন্তু বিশ্ব মঞ্চে ভারত এখনো নম পাওয়ার যোগ্য হয়ে ওঠেনি।
২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
" মিয়ারমারের বিরুদ্ধে জাতিসংঘ কোন রকম কিছু করতেই গেলেই বড় বাঁধা হিসাবে দাঁড়াচ্ছে আমাদের "অতি প্রিয়" দুই বন্ধু চীন ও রাশিয়া অথচ বর্তমানে বাংলাদেশের মেঘা দুই প্রকল্প এই দুই দেশ করছে। "
-এই মেগা প্রজেক্টগুলো নিজেরা করার মতো দক্ষতা ও আর্থিক অবস্হা বাংলাদেশের মানুষের আছে; এই সব প্রজেক্ট বিদেশীদের নিে আসা মোটামুটি বড় ধরণের অন্যায়।
বাংগালীরা নিজদের বাংগালী জাতি হিসেবে পরিচয় দিলে বন্ধুর অভাব হবে না, মুসলিম হিসেবে পরিচয় দিলে বন্ধু পাওয়া মুশকিল হবে।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮
শাহিন-৯৯ বলেছেন: বাংগালীরা নিজদের বাংগালী জাতি হিসেবে পরিচয় দিলে বন্ধুর অভাব হবে না, মুসলিম হিসেবে পরিচয় দিলে বন্ধু পাওয়া মুশকিল হবে। হয়তো, কিন্তু সেীদি আরব, কাতার, তুরস্ক, কুয়েত তারা মুসলিম পরিচয় দিয়েও বন্ধু মিলছে, সমস্যা হচ্ছে আমাদের নিজেরদের যোগ্যতা বাড়াচ্ছি না, বরং দিনে দিনে যোগ্যহীন হচ্ছি।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮
সোহানী বলেছেন: আগে মাথা ঠিক হতে হবে রে ভাই। যে সব দেশের মাথা অন্য দেশের কাছে লিজ দেয়া তার জন্য কিছুই থাকে না........
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩
শাহিন-৯৯ বলেছেন: এজন্য আমরা সাধারণ পাবলিক সবচেয়ে বেশি দায়ী, আমরা পাঁচ বছর পর এই সব মাথা লিজ দেওয়াওয়ালাদের বিপুল ভোটে নির্বাচিত করি। (এখনতো আর ভোট লাগে না এদের)
৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩
আবু তালেব শেখ বলেছেন: বন্ধু বন্ধু বলে আমরা যতই তেল মারি তাদের(ইন্ডিয়া) রোহিংগা ইস্যুতে তাদের প্রকৃত মুখোশ খুলে গেছে।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১০
শাহিন-৯৯ বলেছেন: আমাদের উচিত সবক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা, তাহলে অন্যরা মূল্যায়ন করবে ৷
৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
সেীদি আরব, কাতার, ইরান, কুয়েত তেলের পয়সায় বন্ধু কিনছে; তুরস্কের বন্ধু নেটো; বাংলাদেশের কোন বন্ধু নেই! রোহিংারা যদি বন্ধু হয়, সেটাই হবে বন্ধু।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫
শাহিন-৯৯ বলেছেন: মেধা দিয়ে বন্ধু খুঁজতে হবে, তাহলে রিয়েল বন্ধু মিলবে যে বিপদে পাশে থাকবে ৷
৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৩
আমার আব্বা বলেছেন: Sundor likha
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৬
শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ৷
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৬
মলাসইলমুইনা বলেছেন: কঠিন প্রশ্ন করলেন | মগ্ন চৈতন্যে বুঝি শীষ দিতে চাইলেন কারো !
রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের পাশে যে দেবতার ঘর তার অবস্থান সম্পর্কে বললেন না কিছু ? আমরা বাংলাদেশিরা উল্টা, না আমাদের সরকার উল্টা, না আমাদের সরকারি নীতি উল্টা -অনেক কিছু ভাবার সময় এসে গেছে জরুরি ভিত্তিতে | না হয় বন্ধুহীন থাকতে হবে | ধুকতেও হবে হয়তো চরম ভাবে !!