নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

পুলিশ বাহিনীর সংশোধন জরুরী হয়ে পড়েছে।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১০



পুলিশের মূলমন্ত্র নাকি " জনগনের সেবা", কিন্তু বর্তমানে পুলিশের অবস্থা দেখে মনে হয় বলতে হবে পুলিশের মূলমন্ত্র "জনগণের টাকা নিজের করে নাও বাবা"।

দুই দিন আগেই ধরা পড়ল এক এস,পি মহাশয় একাউন্ডে ৮ কোটি টাকা!! আজ ধরা পড়ল ডিবির ৭ সদস্য সাথে চাঁদার ১৫ লক্ষ টাকা!!
এতো মাত্র দুইটি ঘটনা, এ রকম হাজার ঘটনা বলা যাবে,

সরকার পুলিশের যতেষ্ট বেতন বাড়িয়েছে তারপরও কেন এরকম ঘটনা না কমে, কেন বাড়ছে? তাহলে কি বলব শস্যের ভিতরে ভূত,
যদি তাই হয়, তাহলে দ্রুত এই ভূত তাড়াতে হবে, না হলে যে কোন সময় এ বাহিনী বড় কোন অঘটন ঘটাবে কারণ তারা টাকার জন্য সব করতে পারে।

বর্তমান সরকার অনেকটা এই বাহিনী নির্ভর হয়ে পড়েছে বিরুধীদল দমন করাতে, অসাধু পুলিশগুলো সেই সুযোগ নিচ্ছে, কিন্তু পুলিশতো শুধু বিরুধীদের দমাচ্ছে না, নিরীহ লোকদেরও হয়রানি করছে, তারা আমাদের মনে এক ভয়ংকর ভীতি তৈরী করেছে,
কোন নাগরিক আমার মনে হয় না সহজে পুলিশের দর্শন আশা করে, অনেকে এদের দেখলে দশ হাত দূর দিয়ে যায়।

একটি দেশের সবচেয়ে বড় সেবা মূলক প্রতিষ্ঠান হল " পুলিশ প্রশাসন" মানুষের নিরাপত্তা বিধান যাদের কাজ তারাই এখন নিরাপত্তা জন্য হুমকি তাই দ্রুত এই বাহিনির সংশোধন করে নতুন কিছু ভাবতে হবে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



বর্তমান পুলিশ বাহিনীর সবাইকে অবসরে পাঠানো ছাড়া এদের ঠিক করা সম্ভব হবে না

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

শাহিন-৯৯ বলেছেন: নতুন কোন নামে নতুন কোন বাহিনী করা যেতে পারে, তাহলে এদের সবাইকে সহজে অবসর দেওয়া যাবে।

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অনেক আগের দাবী। পুলিশ থেকে গিয়ে র্যাবে ভালো হয়ে যায়, বিদেশে মিশনে গিয়ে ভালো হয়ে যায় কিন্তু দেশে কেন ভালো থাকবে না তারা?

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১

শাহিন-৯৯ বলেছেন: আমার মনে হয় নামটাই অাসল সমস্যা, বিডিআর এর মত নামটা পাল্টিয়ে দেখা যেতে পারে কাজ হয় কিনা।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

কাছের-মানুষ বলেছেন: ব্যাপারটা দু:খ্যজনক। পুলিশ প্রশাষনকে ঢেলে সাজাতে হবে। মানুশের আস্থা ফিরিয়ে আনতে হবে এই বাহিনীর প্রতি।

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

শাহিন-৯৯ বলেছেন: আপনার আমি সহমত।

দেরীতে প্রতিউত্তর করার জন্য দুঃখিত।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪২

আবু তালেব শেখ বলেছেন: দলিও ভাবে গড়পড়তা চাকরিতে নেওয়া
এটা বন্ধ করলেই সমাধান।
যোগ্যতা অনুসারে চাকরি কোন তদবির চলবে না

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

শাহিন-৯৯ বলেছেন: আবু তালেব শেখ ভাই আপনার কথা ১০০% সঠিক, কিন্তু এ দেশে কবে তা শুরু হবে বলা মুশকিল।

দেরীতে প্রতিউত্তর করার জন্য দুঃখিত।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯

নিশাচর১/১০০ বলেছেন: সংশোধন অনেক আগেই জরুরী হয়ে পড়েছে। সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে একাধিকবার, কিন্তু সুবিধাভোগী বা সুবিধাভোগে 'আশাবাদী'দের কারণে সম্ভব হয়নি।

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

শাহিন-৯৯ বলেছেন: কিন্তু সুবিধাবাদীদের কে আগে সরাতে হবে, প্রশ্ন কে সরাবে?

দেরীতে প্রতিউত্তর করার জন্য দুঃখিত।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৫

নতুন বলেছেন: রাজনিতিকরা কি চায় যে পুলিশ ভালো কাজ করুক???

আমাদের এমপি আর মন্ত্রীরা কি তাদের দলের কেউ অন্যায় করলে ফোন করে তাদের ছেড়ে দিতে বলবে না???

বিরোধী দলকে নাজাহাল করতে পুলিশ ব্যবহার করবেনা???

রাজনিতিকরা ভালো হলে.... অবশ্যই পুলিশকে ভালো করা সম্ভব।

আগে হাসিনা আর খালেদাকে ভালো হতে হবে।

এরা যদি দুইজন চায় তবে সবই সম্ভব।

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

শাহিন-৯৯ বলেছেন: ফখরুদ্দিন-মঈনউদ্দিন-ইয়াজউদ্দিন তাদের কে সরাতে চেয়েছিল, কিন্তু আমরা তা দেয়নি-আমরা তাদের কাছে আমাদের শাসনভার দিতে ইচ্ছুক, তাদের কি দোষ?

দেরীতে প্রতিউত্তর করার জন্য দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.