নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

আলোকিত মানুষ তৈরিতে স্যামু কিভাবে আরো বেশি ভূমিকা রাখতে পারে ?

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮



"আলোকিত মানুষ" কথাটি শুনলে সবার আগে মনে পড়ে খ্যাতিমান ব্যাক্তিত্ব, শিক্ষাবিদ, সাহিত্যিক, সংগঠক অধ্যাপক অাবদুল্লাহ আবু সায়ীদ স্যারের কথা। তাঁর বিখ্যাত স্লোগান "আলোকিত মানুষ চাই" এদেশের মানুষের হৃদয়ের স্লোগান। স্যারের হাতে গড়া "বিশ্বসাহিত্য কেন্দ্র" বাংলাদেশে সু-শিক্ষিত মানুষ তৈরিতে এক বিপ্লবী ভুমিকা রাখছে। স্যারের ভ্রাম্যমান লাইব্রেরী মানুষের দুয়াতে গিয়ে পেীঁছায়ে দিচ্ছে বই। প্রায় ১৭ লক্ষ ছাত্র-ছাত্রী এই বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ছে, তবুও এ দেশের উল্লেখযোগ্য শিক্ষিত, অল্প শিক্ষিত, দেখে পড়তে পারা শিক্ষিত মানুষ এই সেবার বাহিরে থেকে যাচ্ছে।

স্যামু, বাংলা ভাষার সবচেয়ে বড় কমিনিউটি। এখানে মুক্ত মনে আলোচনা যেমন করা যায় তেমনি তথ্যপূর্ণ অসংখ্যা লেখা পাঠকদের এক আলাদা চিন্তার জগৎ তৈরি করে। নিজেকে নতুন করে আবিস্কার করার স্যামু এক অনন্য স্থান।
কিন্তু ব্যাক্তি প্রয়োজনে অনেকে অনেক সময় স্যামু লগইন করতে পারে না, দেখা গেল সেই সময় একটা সুন্দর লেখা চলে গেল আবার দেখা গেল অনেকগুলো ভাল লেখা সে তাঁর শুভাকাঙ্খীদের সাথে শেয়ার করতে ইচ্ছুক কিন্তু সে তা সহজে পারবে না। এখানে অনেকে কবিতা পড়তে ভালবাসে, কেউ গল্প, কেউ রাজনৈতিক লেখা, কেউ ভ্রমণ কাহিনী। সমাজে এরকম হাজার মানুষ আছে তাঁরা এসব পড়তে ভালবাসে কিন্তু অনেকে প্রযুক্তি জ্ঞানের অভাবে এখানে আসে না। আমরা কি তাদের কাছে স্যামুর মূল্যবাণ লেখাগুলো পেীঁছানোর ব্যাবস্থা করতে পারি।

আমাদের দেশে বেশিভাগ মানুষ এখন স্মার্টফোন ব্যাবহার করে, এই সব ফোনে পিডিএফ বই পড়া যায় খুব সহজে। আমরা এই সুযোগ নিতে পারি। এই ক্ষেত্রে আমার ক্ষুদ্র দৃষ্টিতে- স্যামু কিছু পদক্ষেপ নিলে সহজে হয়ে যাবে।

১) প্রতিদিন লেখা থেকে স্যামু তাদের নির্বাচিত লেখাগুলো বিষয় ভিত্তিক ব্লগে যোগ করে দিতে হবে।
২) এই লেখা থেকে প্রতি চার মাস পর পর পিডিএফ বুক তৈরী করতে হবে, বইগুলো এরকম নামে হবেঃ স্যামুর নির্বাচিত কবিতা সংগ্রহ (২০১৭ মে-২০১৭ আগষ্ট) এভাবে রাজনৈতিক, গল্প, ভ্রমণ কাহিনী, ইত্যাদি।
৩) বইগুলো বিষয় ভিত্তিক ব্লগে রাখার ব্যাবস্থা করতে হবে যাতে সবাই প্রয়োজন মত এখান থেকে কপি করে নিতে পারে।

এভাবে যদি লেখাগুলো আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে তা বর্তমান সময়ের পাঠকদের যেমন কাজে লাগবে তেমনি ভবিষ্যত প্রজন্ম আমাদের লেখা পড়তে পারবে।
তাছাড়া পিডিএফ বইয়ের শেষে স্যামুর ঠিকানা থাকবে এতে অনেকে স্যামুর বিষয় জানতে পারবে বা স্যামুতে যোগ দিবে।

এটি সম্পূর্ন আমার ব্যাক্তিগত মতামত।

বি:দ্রঃ যদি স্যামু কতৃপক্ষ এরকম কিছু করতে চায় আর যদি এই বই পিডিএফ আকারে বানানোর দায়িত্ব আমাকে দেয় তাহলে আমি মনে-প্রাণে ভালবেসে করব।



মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: গুড।
ভালো চিন্তা।
সহমত।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৭

শাহিন-৯৯ বলেছেন: আপনার ভাল লেগেছে শুনে আমারও ভাল লাগল।

আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

২| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৬

আহমেদ জী এস বলেছেন: শাহিন-৯৯ ,




বিষয় ভিত্তিক পোস্ট চালু করা যেতে পারে । সেখানে লেখার জন্যে ব্লগারদের উৎসাহও দেয়া যেতে পারে ।

হ্যা............ মানুষ আলোকিত হোক ।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২১

শাহিন-৯৯ বলেছেন: ভাল লেখাগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করি। যেহেতু বর্তমান হার্ড কপি তৈরি করতে অনেক খরচ তাই প্রযুক্তি ব্যাবহার করে খুব অল্প খরচে এগুলো আমরা সংরক্ষণ করতে পারি।


আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩

তারেক ফাহিম বলেছেন: ভালো বলেছেন।
তাহলে সামু’র নতুন ব্লগারও উপকৃত হবে বলে মনে করছি।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৮

শাহিন-৯৯ বলেছেন: হ্যাঁ, অনেক লেখা আছে যা একটা মানুষকে একবার হলেও ভাবতে বাধ্য করবে লেখাটার বিষয় নিয়ে। আমি এখানে অনেক সিনিয়র ব্লগারের ব্লগের ভিতর গিয়ে এ রকম লেখা দেখেছি। আজ যদি এসব লেখা বই আকারে থাকত তাহলে সহজে আমরা সবাই লেখাগুলো পড়তে পারতাম।

আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০

সোহানী বলেছেন: অনেক ভালো একটা প্রস্তাব শাহিন। এভাবে একটু একটু করে হলেও আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।

অনেক ধন্যবাদ

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০২

শাহিন-৯৯ বলেছেন: আপনার কাছে আমার ক্ষুদ্র দৃষ্টির প্রস্তাব ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।

আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর একটা পোস্টে।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২০

শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

শেখ আশেক ইব্রাহীম জিহাদ বলেছেন: "আলোকিত মানুষ চাই''

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২০

শাহিন-৯৯ বলেছেন: সহমত

৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আইডিয়া চমৎকার!

ই-বুক হিসেবে বের করতে পারলে বেশ হবে। কিন্ডেলেও দেওয়া যাবে।

এই পুরো প্রজেক্টে মোট কত খরচ হতে পারে?

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৬

শাহিন-৯৯ বলেছেন: খরচ মনে হয় প্রয়োজন হবে না, যদি স্যামু কতৃপক্ষ এখানে একটা পিডিএফ বুক রাখার ফোল্ডার করে, তবে যে কাজটি করবে তাকে বেশ শ্রম দিতে হবে।

আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি এই প্রস্তাবটা প্রজেক্ট আকারে বিভিন্ন ফেইজে ভাগ করে একটা প্রপোজাল বানিয়ে সামু কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিতে পারেন কিন্তু। জানা আপার ই-মেইল এড্রেস আপনার কাছে আছে।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

শাহিন-৯৯ বলেছেন: জি, জানা আপার ই-মেইল এড্রেস আমার কাছে আছে, আমি email conference এ আছি। আমি কিছু দিনের মধ্যে কয়েকটা ডিজাইন করে জানা আপুকে মেইল করব। আপনাকে ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আপনার প্রস্তাবনা গুলো চমৎকার
ব্লগ ও ব্লগারদের বোঝাপড়ায় সমৃদ্ধ হোক ব্লগার ও ব্লগ।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০

শাহিন-৯৯ বলেছেন: দোয়া করেন যেন কতৃপক্ষ রাজি হয়, তাহলে আমরা ভাল লেখাগুলো সংরক্ষণের সুযোগ সৃষ্টি করতে পারব।

আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.