নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

বিনোদনের একাল - সেকাল।

৩০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:২৯





"ছেলেটি বাদাম ছিলিতেছিল, মেয়েটি বাদাম খাইতেছিল,
বাদাম শেষ, মেয়েটি নিরুদ্দেশ।
নাটকের নাম মনে নেই, তবে এই ডায়লগ আজও ভুলিনি।

সারাদিন পরিশ্রমের পর একটু বিনোদনের জন্য রিমোট দিয়ে টেলিভিশন অন করতেই এখন যা দেখতে পা্ওয়া যায়, তা নাটক না বলে বরং ভ্যাড়ামি বলা যায়। টেলিভিশন চ্যানেলগুলোতে এখন কে বেশি ভ্যাড়ামীপূর্ণ নাটক দেখাবে সেই প্রতিযোগিতায় ব্যাস্ত। এসব নাটকে যেমন আছে অশ্লীল ভাষা তেমনি আছে বানরের মত অঙ্গভঙ্গি।

অথচ, ৯০ দশকে কি সুন্দর নাটক মানুষ দেখত, সাহিত্য নির্ভর সেসব নাটক স্মৃতিতে থাকবে চির অমলিন।
রুপনগর, লাটভাই সহ অসংখ্যা নাটক মানুষকে বিনোদন দিয়েছে অন্যরকমভাবে অথচ সেই সময় বিটিভি ছাড়া আর কোন চ্যানেল ছিল না, ছিল না কোন প্রতিযোগিতা তবুও নাট্যকাররা মান নিয়ে কোন কম্পোমাইজ করেনি, এখন প্রতিযোগিতার বাজার যেখানে নাট্যকারদের ভাল কাজ করে উপরে উঠার সুযোগ আছে কিন্তু তারা তা না করে ভ্যাঁমাড়ি নিয়ে পড়ে আছে।
এখনকার নায়ক-নায়িকাদের ছবি দেখলে মনে হয়, ছবি করতে হলে অভিনয় নয়, শরীর প্রদর্শন ভাল মত করতে পারলে হয়।

বিদেশি কিছু সিরিয়াল বাংলায় অনুবাদ করে বিটিভিতে দেখাতো,
আরব্য হাজার রজনী-লাইফ লায়লা, আকবর দ্যা গ্রেট, টিপু সুলতান, ড্রামা সিরিজ সিনবাদ।
ছোটদের জন্য- টারজান, ব্যাডম্যান,
বিটিভি মারা গেছে অনেক আগে কিন্তু অন্য চ্যানেলগুলো কি চেষ্টা করছে এরকম আকর্ষণীয় কিছু করতে?

আগে নাটকের জন্য রাস্তায় মিছিল পর্যন্ত হয়েছে, পরের দিন সংবাদ-পত্রে এসেছে, অবশ্য এখনও পত্রিকায় বিনোদন খবর আাসে, কি রকম খবর জানেন- বাংলাদেশের সবচেয়ে মূলধারার পত্রিকা বলে দাবিদার প্রথম আলোয় গত দুইদিনে অন লাইনে দেখলাম-
১) অন্যরঙ্গ দৃশ্য করতে গিয়ে কারিনা কাপুর মদ পর্যন্ত খেয়েছেন,
২) সানি লিওন ও তার স্বামীর অন্তরঙ্গ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে যে এসব খবর এখন আমাদের পড়তে হয়।

আগে সামাজিক নানা অসঙ্গতি নাটকে তুলে মানুষকে বুঝানো হত আর এখন নাটকগুলি মানুষকে অসামাজিক করছে। সমাজ সচেতন না করে বরং নিজেরাই এখন ভাল সমাজের ভাইরাস।

আমাদের দেশে এখন সর্বত্র অনিয়মকে নিয়মে আনা হয়েছে, ভেঙ্গে পড়েছে সামাজিক প্রতিষ্টানগুলো, সেই স্রোতে গা ভাসিয়ে আমাদের পরিচালক, নাট্যকাররা।

এদেশে আর কোন দিন সু-দিন ফিরবে কিনা তা হয়তো সময়ে বলে দেবে।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময়ের সাথে সাথে সব পরিবর্তন হবে। নাটক/সিনেমাতে পরিবর্তন ধরে রাখা যাবে না। মানুষ উদার হচ্ছে। আমি, আপনি না হলে কী হবে...

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

শাহিন-৯৯ বলেছেন: ভাই উদার হতে তো দোষ নাই, কিন্তু আমাদের নিজেদের অস্তিত্ব ভুলে গেলে হবে না।

২| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আমি টিভি দেখার সময়ই পাই না, হয়তো তাই আমি অখাদ্য গেলা থেকে বেঁচে গেছি :)

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

শাহিন-৯৯ বলেছেন: এখনকার নাটকগুলো আসলে দেখে কোন লাভ নাই। আপনি সময় অপচয় থেকে বেঁচে গেছেন।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:২১

আবু তালেব শেখ বলেছেন: সালাউদ্দিন লাভলু ও বৃন্দাবন দাশের রচনায় যে নাটক গুলো তৈরি হয় অধিকাংশ নাটকগুলো ভাল হয়

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

শাহিন-৯৯ বলেছেন: তাদের কিছু নাটক ভাল হয়, তবে তারাও জোকারীতে ভরে ফেলে। হানিফ সংকেত এখনো কিছুটা ব্যাতিক্রম।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



নাটক মাটক লেখার দায়িত্ব ব্লগারদের নিতে হবে।

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

শাহিন-৯৯ বলেছেন: এখানে অনেক প্রতিভাবান লেখক আছে তারা চাইলে পারে।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সংলাপটা বোধহয় লিটু আনামের ছিলো; নাটকটার নাম মনে নেই।

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০

শাহিন-৯৯ বলেছেন: সম্ভবত লিটু আনাম আর কাদের ছিল

৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

চোরাবালি- বলেছেন: বাংলা নাটকগুলি আজকাল হয় নোংড়ামির চেষ্টা না হয় জোকারী

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

শাহিন-৯৯ বলেছেন: সাহিত্য নির্ভর নাটক না হলে ভাল মান আশা করা যায় না।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

হাঙ্গামা বলেছেন: সুন্দর লেখা

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাংস্কৃতিক অঙ্গনের সর্বত্র মেধাহীনদের দাপট। ভালো নাটক বা মুভি পাবেন কোত্থেকে?

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

শাহিন-৯৯ বলেছেন: সহমত। মৃধাহীনরা আজ সর্বত্র দাপট দেখাচ্ছে।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১২

মোস্তফা সোহেল বলেছেন: কিছু কিছু নাটক দেখলে সত্যি হাসি পায় দুঃখে :(

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

শাহিন-৯৯ বলেছেন: সহমত।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

উড়োচিঠি বলেছেন: মনের কথা বললেন ভাই... ধন্যবাদ!!

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

করুণাধারা বলেছেন: একসময় বিটিভিতে সপ্তাহে একদিন বিশ্বসাহিত্যর বিখ্যাত কোন কাহিনীর নাট্যরূপ দেখান হত। কোথায় গেল সেই দিন!

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

শাহিন-৯৯ বলেছেন: সেই দিনগুলি হয়তো আর ফিরে আসবে না, তবে নতুনরা চাইলে ভাল কিছু অনুষ্টান করতে পারে।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

ধ্রুবক আলো বলেছেন: শাহিন-৯৯ ভাই,


খুব সুন্দর সাময়িক পোষ্ট দিয়েছেন। আসলেই ভাই ৯০ দশকের নাটক এমনকি বিজ্ঞাপন দেখলেও ভালো লাগতো। আর এখন এড দেখলে মনে হয়, থাক আর বললাম না।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

শাহিন-৯৯ বলেছেন: আসলেই আমরা যারা ৯০ দশকের নাটক, সিরিয়াল বা ছবি দেখেছি তাদের কাছে বর্তমান বিনোদন জগৎ খুবই নোংরা মনে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.