নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

জন্মদিনে, উপহারের সাথে একটি বই নয় কেন?

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৭








ব্লগে মাঝে মধ্যে অনেক সিনিয়র ব্লগার বই পড়ার উপর গুরুত্ব দিয়ে পোস্ট দেয়, খুবই ভাল লাগে সেগুলো, কিন্তু আবার অনেকে এক ধাপ এগিয়ে মসজিদ-মাদ্রাসার বদলে লাইব্রেরী তৈরি করতে জান-প্রান যুক্তি দেখায়। তাদের ঐসব খাঁড়া যুক্তি মাঝে মধ্যে খুব বিরক্তি লাগে।

বই পড়া প্রচলন করতে হলে আগে বই দরকার, আমি অনেক মানুষকে চিনি তারা মোটামুটি পড়তে ভালবাসে কিন্তু বই কিনতে যাওয়া, কি ধরনের বই কিনবে, কোথায় গেলে পাওয়া যাবে, এসব কারনে বই পড়া তেমন হয়না তাদের। একটা মানুষকে একবার যদি বইয়ের প্রেমে ফেলে দেওয়া যায়, তখন সে ঐ কষ্টগুলো মেনে নিয়ে বইয়ের দোকানে ছুটবে।

আমাদের সামাজিকভাবে নানা অনুষ্ঠানে যোগ দিতে হয়, এই যেমন- জন্মদিন, বিবাহ বার্ষিকী, মুসলমানি, ইত্যাদি। সম্মানে খাতিরে হোক আর সামাজিক নিয়মে হোক হাতে একটা গিফ্ট নিয়ে যেতে হয়। আমরা যদি ঐ গিফটের পাশাপাশি একটা সুন্দর বই যদি যোগ করি খুব বেশি খরচ বাড়বে বলে মনে হয় না। গিফটা দুই একদিনের মধ্যে পুুরানো খাতায় নাম লিখলেও বই কিন্তু নতুন পাঠকের কাছে নতুন থাকবে। এমনও হতে ঐ ফ্যামিলির সবাই উপহার দেওয়া বইটা পড়েছে।

আমরা অনেকে বন্ধুর বাসায় দাওয়াত খেতে যাওয়ার সময় সাথে হয়তো ফল, মিষ্টি নিয়ে যাই, সাথে কি আমরা একটা বই নিতে পারি না। তাছাড়া অবসর প্রাপ্ত আত্নীয়-স্বজনকে কিন্তু আমরা বই দিতে পারি।

প্রথমে একটু দ্বিধা লাগলেও এক সময় তা খুবই জনপ্রিয় হয়। আমি বাস্তব প্রমাণ--
আমি বার বছর আগে যখন চাকরিতে যোগ দেই তার কিছুদিন পর আমাদের ম্যানেজার ম্যাডাম চাকরি ছেড়ে ইংল্যান্ড চলে যান তাকে গিফটের জন্য যখন পরামর্শ হচ্ছিল আমি বললাম অন্য গিফটের সাথে কিছু বই দেওয়া যায়, কিন্তু আমার কথায় কেউ মূল্যই দিল না। আবার বছর দুয়েক পরে আরেক বস চলে যাওয়ার সময় আমি তাদেরকে বললাম আমি একা গিফট দিব এবং তা হবে বই, আমার সাথে আরও তিনজন কলিগ যোগ দিল, আমরা বই উপহার দিলাম। সেই শুরু অফিসে কারোর জন্মদিন পালন করলে অন্য উপহার হোক আর না হোক বই থাকবেই। সর্বশেষ আমাদের সিনিয়র ম্যাডামের জন্মদিন করলাম মাসখানিক আগে তাকে শুধু ডজন খানিক বই উপহার দিয়েছি। অবশ্য এইজন্য আমার একটু কষ্ট করতে হয়, সব বই আমাকে কিনে আনতে হয়।

মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩২

নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন । জন্মদিনে বই হতে পারে বেস্ট গিফট । ছোট বেলায় আলিফ লায়লা আর কবিতা র বই উপহার পেয়েছিলাম একবার জন্মদিনে । সেই উপহার ছিল আমার সবচেয়ে প্রিয় ।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫২

শাহিন-৯৯ বলেছেন: বই এমন জিনিস কারোর কাছে অপছন্দ নয়।

আমাদের ছোট বেলায় স্কুল থেকে গল্পের বই দিত, নাম ছিল "চয়নিকা "
এখন স্কুলে এসব দেয় না।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: শুধু বলবো, সময়ের সাথে বদলে যায় আচার, আচরন আর রুচিও।।
সত্যি বলতে কি, আজ আমরা বই কিনি শুধুমাত্র সংগ্রহশালা পূর্নের জন্য !!কঠিন হলেও সত্য, পড়ার জন্য নয়।।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৪

শাহিন-৯৯ বলেছেন: সত্য কথাই বলেছেন, এখন আমরা অনেকেই বই পড়ার জন্য নয় রুম সাঁজাতে কিনি।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৩

সচেতনহ্যাপী বলেছেন: তবে কিন্তু আমাদের সময়ের গুরুত্বকেও আমি অস্বীকার করছি না।।

০১ লা ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫৫

শাহিন-৯৯ বলেছেন: অবশ্যই নিজের প্রয়োজন আগে, অবসরে থাকলে দুই পৃষ্ঠা পড়লে সেটাই বই পড়া।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বই অবশ্যই ভালো একটা উপহার। তবে বই পড়ার মানসিকতা অনেকেরই কমে যাচ্ছে...

০১ লা ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫৭

শাহিন-৯৯ বলেছেন: শুধু বই পড়া নয়, আমাদের মানসিকতা সব ভাল কাজ থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১৪

চানাচুর বলেছেন: বইয়ের চেয়ে ভাল উপহার আর কিছু হয়না। পড়ুক আর না পড়ুক, বই দেওয়াই উত্তম। আর তাছাড়া ভাল বই হলে মানুষ একবার হলেও চেক করে :)

০১ লা ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫৮

শাহিন-৯৯ বলেছেন: আপনার সাথে আমি একমত।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনি যেসব বই উপহার দিয়েছেন, সেগুলোর মাঝে যেগুলো নাম মনে আছে, আমাদের জানান।

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

শাহিন-৯৯ বলেছেন: ব্যাক্তিত্ব বুঝে, এক ম্যাডাম হুমায়ূন ভক্ত তাকে দেওয়া বইয়ের বেশি ভাগ বই হুমায়ূন আহমেদের।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৩

মনিরা সুলতানা বলেছেন: আমি অনেক বিয়ে’তে ও বই উপহার দেই ....
জন্মদিনে তো বটে’ই ।


ভালো লাগলো আপনার অভিজ্ঞতা ভাগাভাগী ও মতামত।

শুভ কামনা ।

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

শাহিন-৯৯ বলেছেন: আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।


আপনার জন্য রহিল শুভ কামনা।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বই উপহার দেওয়া সবচেয়ে ভালো। সাথে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ ফুল।


ধন্যবাদ ভাই শাহিন-৯৯।

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

শাহিন-৯৯ বলেছেন: সহমত।

ভাল থাকবেন,
শুভ কামনা।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

শায়মা বলেছেন: আমি সবসময়ই বইই দেই।

বাচ্চাদের জন্মদিন হলে তো আর কথাই নেই। বুড়াদেরকে দিতে হলে একটু প্রবলেম যদিও। তবুও তবুও দেওয়া যায়। রিপিট হতে পারে বেশি পড়ুয়া হলে সেই বই তার আগেই থাকতে পারে তবুও তবুও যাই দেওয়া হোক সাথে বই দেওয়াটা অতীব জরুরী আমিও মনে করি।

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

শাহিন-৯৯ বলেছেন: অামার আন্তরিক ধন্যবাদ,
আপনার এই অভ্যাস সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
ভাল থাকুন, শুভ কামনা।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: আসলে আমি সব সময় বিয়ে জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে উপহার হিসেবে বই দেয়ার পক্ষে- কিন্তু জখন ভাবি সে তী বই পড়বে। বইটা এখানে সেখানে পড়ে থাকবে অবহেলায়। তখন আর বই পড়তে ইচ্ছা করে না।

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

শাহিন-৯৯ বলেছেন: তবুও কেউ না কেউ পড়বে,
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রহিল।

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আজ থেকে ৩০ বছর আগেও আমাদের দেশে বই পড়ার প্রচুর চল ছিল, এখন কেউ পড়তে চায় না। অনেক শিক্ষিত লোকও বই উপহার পেয়ে খুশি হন না ।

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

শাহিন-৯৯ বলেছেন: এই জন্য আগের মানুষ স্বশিক্ষিত ছিল, আর আমরা বেশিরভাগ সার্টিফিকেট শিক্ষিত।
আমার আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রহিল।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

মিথী_মারজান বলেছেন: বই পড়ার অভ্যাসটা ইদানিং আসলেই কমতে শুরু করেছে।
বিশেষ করে বাচ্চারা এখন পাঠ্যবইয়ের বাইরে অন্য বই পড়তেই চায় না।
আমিও উপহার হিসাবে বই দিতেই বেশি পছন্দ করি কিন্তু সবাই পছন্দ করেনা জন্য সবাইকে আর বই দেইনা।
তবে বইয়ের চেয়ে ভাল কোন উপহার হতেই পারেনা।

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

শাহিন-৯৯ বলেছেন: আমার আন্তরিক ধন্যবাদ।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

আল ইফরান বলেছেন: আমি এখনো আমার ভাই-বোনদের জন্মদিনে উপহার হিসেবে বইকে প্রাধান্য দেই। তাতে এক ঢিলে দুই পাখি, জন্মদিনের উপহারও দেয়া হল আর সুযোগমত নিয়ে এসে নিজের পড়াও হয়ে গেল। :P =p~
তবে বই উপহারের ক্ষেত্রে আমার মনে হয় যাকে উপহার দেয়া হচ্ছে তার বয়স/রুচি/প্রাধান্য একটা গুরুত্বপূর্ণ বিষয়।
অনেকেরই বই পড়ার অভ্যাস থাকে না, সেই ক্ষেত্রে গিফট কাউন্টারপ্রোডাক্টিভ হতে পারে।

০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

শাহিন-৯৯ বলেছেন: সহমত।
আমার আন্তরিক ধন্যবাদ।
শুভ কামনা রহিল।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এমন পরিবার আছে, যারা বইকে জঞ্জাল মনে করে। ঘর বদলের সময় বাড়তি বোঝা মনে করে।

০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

শাহিন-৯৯ বলেছেন: দুই একটি পরিবার এমন থাকতে পারে।
আমার আন্তরিক ধন্যবাদ।
শুভ কামনা রহিল।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫

কালীদাস বলেছেন: অরিজিনাল প্রিন্টেড বই নাকি ই-বুক? B-))

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

শাহিন-৯৯ বলেছেন: ই-বুক উপহার??

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো একটা ভাবনা!

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

শাহিন-৯৯ বলেছেন: আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫

কালীদাস বলেছেন: ই-বুক তো ভাল জিনিষ :D পরিবেশ বান্ধব :P একটা বই ছাপাইতে কত্তগুলা গাছ কাটতে হয়....

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫

শাহিন-৯৯ বলেছেন: ই-বুক দিলে সাথে একটি স্মার্ট ফোন দিতে তো হবে।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২১

এম আর তালুকদার বলেছেন: আমি যত উপহার দিয়েছি তার বেশির ভাগ উপহারের সাথেই একটা বই ছিল, কলমের সংখ্যাও কম নয়। ভাল লাগলো পোষ্টটি। ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

শাহিন-৯৯ বলেছেন: আপনাকেও আমার আন্তরিক ধন্যবাদ।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

ধ্রুবক আলো বলেছেন: বই হচ্ছে জ্ঞানের ভান্ডার। বইয়ের মত সেরা উপহার আর হয় না।

সুন্দর একটা পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

শাহিন-৯৯ বলেছেন: আপনাকেও আমার আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.