নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

রাশিয়া বিশ্বকাপ-২০১৮, জাপানিদের বার্তা বনাম আমাদের বার্তা।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯


হারের পরেও নিজেদের দায়িত্ব ভোলেনি জাপানিরা (ছবি ও ক্যাপশন- প্রথম আলো)

জাপানি বিশ্বকাপ খেলছে, আমরা খেলছি না, খেলার কথাও না কারণ আমাদের বাফুফে সভাপতি সালাউদ্দিন কাকু ক্ষমতা গ্রহণের সময় বলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপ লক্ষ্য। আশা করি, কাকু কিছু একটা করবে। যাক আমার বিষয় সেটা না।

জাপানিরা বিশ্বকাপ খেলছে সাথে বিশ্বকে তাঁরা একটা বার্তা দিয়ে যাচ্ছে বা দিয়ে গেল, খেলা শেষে নিজের হাতে তাদের ব্যাবহৃত বিয়ার ক্যান, চিপসের প্যাকেটসহ অনন্য আর্বজনা পরিস্কার করে স্টেডিয়াম ছাড়ছে। বিশ্ব মিডিয়া জাপানিদের এই কর্ম চমৎকারভাবে ফুটে তুলেছে। জাপানিরা বিশ্বকে জানিয়ে দিয়ে গেল "জাপানিরা চায় শুধু জাপান নয় পুরো বিশ্ব সুন্দর হোক"

পক্ষান্তরে,

ইউক্রেনে ঢোকায় এই চার বাংলাদেশিকে আটক করে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। (ছবি ও ক্যাপশন- প্রথম আলো)

আমরা বিশ্বকে বার্তা দিচ্ছি যে আমরা মধ্যম আয়ের দেশ হয়েও অবৈধ পথে ইউরোপ যেতে এখনো আগের মত চেষ্টা করিয়া যাইতেছি।
ফিফা আগত দর্শকের জন্য কিছু সুবিধা দিতে রাশিয়ার সাথে চুক্তি করে কিছু আইন শিথিল করে রেখেছিল বিশ্বকাপ চলা পর্যন্ত আমরা বাঙ্গালীরা সেই সুযোগ নিয়ে ফিফা কে কাঁঠগড়ায় দাঁড় করানোর মত অবস্থা করেছি। বিশ্ব মিডিয়া ফলো করে আমাদের চোরা পথে ইউরোপ যাওয়া কাহিনী প্রচার করছে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৬

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: বাঙালীরা যে দিকে সুযোগ পায় সেই দিকে মাথা ঢুকানোর চেস্টা করে। হায়রে বাঙালী!!

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

শাহিন-৯৯ বলেছেন: সময় এসেছে হুজুগে বাঙ্গালী থেকে সত্যিকারের বাঙ্গালী হওয়ার।

২| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:




শৃংখলাবদ্ধ হতে আমাদের আরো সময় লাগবে। আমাদের দেশেই তো আমরা ঠিক নাই।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭

শাহিন-৯৯ বলেছেন:



একুশ বিংশ শতাব্দীতে যখন সবাই নিজেকে বিশ্ব দরবারে পজিটিভলিভাবে উপস্থাপনের চেষ্টা করছে তখন আমরা কেন এত পিছিয়ে?
কেন নিজের দেশের সম্মান না ভেবে শুধু ব্যাক্তি স্বার্থ দেখি?

এগুলো কিভাবে যে আমাদের মাঝে ঢুকল বুঝে উঠতে পারি না।

৩| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:


আপনি বিপরীত বৈশিষ্ট্যের দু'টি দিক তুলে ধরেছেন। এটা হয়তো জাতি হিসাবে আমাদের লজ্জা। কিন্তু এ তরুণরা কেন দেশ ত্যাগ করছে, তা ভেবে দেখাটা জরুরী।। গত ১০০ বছর আগেও জাপানিরা সভ্য ছিল না; তারা তাদের ইতিহাসের এই কালো দিকটি জানে বলেই লজ্জা পায় এখনো। আর প্রতিনিয়ত চেষ্টা করে এগুলো পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার। যার বদৌলতে জাপান আজ বিশ্বের অন্যতম সভ্য দেশ। কিন্তু আমার দিনকে দিন অযোগ্য নেতৃত্ব আর দুর্নীতির ফলে দেশকে বানিয়ছি নরক। যার ফলশ্রুতিতে এই তরুণরা হচ্ছে হতাশ আর বিদেশগামী।

ধন্যবাদ, শাহীন ভাই।
লেখায় ভাল লাগা।

৪| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: আমরা মাথা উঁচু করে কখন দাঁড়াতে পারবো না।

৫| ০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুরানা পাপীদের শাস্তি না দেয়াতে এরা এখনো মানুষকে ভুলিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে। তবে ঠিকই আছে। লোভী মানুষরাও বুঝুক। এমন নয় যে এই প্রথম অবৈধ পথে যেতে গিয়ে বাংলাদেশীরা ধরা খেয়েছে। এরা রিস্ক জেনেই এভাবে যায়। তাদের জন্য কোন সমবেদনা নেই...

এই বাংলাদেশীরাই লিবিয়া ক্রাইসিসের সময় আটকে পড়াদের ফেরত নিতে যাওয়া জাহাজ থেকে সমুদ্রে লাফিয়ে গ্রীস যাওয়ার চেষ্টা করতে গিয়ে মারা গিয়েছিল। জাতির লোভী একটা অংশ এরা...

৬| ০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০২

নিশি মানব বলেছেন: একটা ছেলেকে জানি। তার বাসা ঢাকা মিরপুর। একাধিক বাড়ি আছে তাদের। বাবা অভিজাত ডিপার্টমেন্ট স্টোর ব্যাবসার উপর নির্ভরশীল। পাচটা শপ থেকে যা আয় হয়, আমার মনে হয়না বাসা ভাড়া তাদের দরকার আছে। ছেলেটা নাম করা স্কুল কলেজে পড়েছে। মালয়েশিয়ার এক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করেছে। এতো কিছুর পরও ছেলেটা ছিলো উচ্চাকাংখী। স্বপ্ন তার আকাশ ছোয়া। সেই স্বপ্নের প্রতি বাবারও ছিলো অকুন্ঠ সমর্থন। ফলাফল সে লিবিয়ায় যতক্ষন ছিলো রাজার হালেই ছিলো। কিন্তু এই রাজত্বের পতন ঘটে গভীর সমুদ্রে। মা তার বাবাকে এর জন্য দোষারোপ করে থাকেন। বারবার বলেন, তোমারতো কম ছিলোনা। কেন এতো লোভ করতে গেলা?

৭| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শাহিন ভাই!

প্রতিউত্তর না দেখলে আমার মন্তব্য করতে ইচ্ছে করে না।:(

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৪

শাহিন-৯৯ বলেছেন:



ভাই আপনি আর গাজী সাহেব হলেন মন্তব্য মাস্টার, আসলে উপরের মন্তব্যগুলো পাওয়ার অনেকদিন পর লগইন করি তাই আর প্রতিউত্তর করা হয় নাই।

কেমন আছেন নিজাম ভাই, ব্যাস্ততা কি কমছে কিছু।

৮| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্যস্ততা কী কমেরে ভাই??:(

মাঝে মধ্যে কাজ কামকে একটু ছুটি দেই।
এখনো করি নি বিয়ে
কী হবে অত টাকা পয়সা দিয়ে...;)

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০২

শাহিন-৯৯ বলেছেন:


মাঝে মধ্যে কাজ কামকে একটু ছুটি দেই।
এখনো করি নি বিয়ে
কী হবে অত টাকা পয়সা দিয়ে...;)

ভাইরে টাকা এখন লাগবো না, লাগব বিয়ের পরে তাই এখন কামিয়ে জমা রাখতে হবে যাতে বউয়ের লিপিষ্টিক কিনতে আবার ব্যাংক লোন না করতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.