নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
রাখ তোর উন্নয়ন!
ফিরিয়ে দে মোর গনতন্ত্র
ফিরিয়ে দে মোর বাক-স্বাধীনতা
লুণ্ঠিত এই উন্নয়নের মুখে পড়ুক চুলার ছাঁই
দেশটা আমার সবার আগে
দেশ বিরোধী উন্নয়ন জলে পড়ুক তাই।
কথার জন্য ৫২তে রক্ত দিয়েছি
১৯শে আর নয়,
আচরণ কেন বিদেশী হায়নার মত
জবাব আমি চাই।
এত লাশ দেখার পরেও
ভরছে না তোদের মন
মনে রাখিস, তোদের লাশের পাশে
কুত্তা ছাড়া থাকবে না আর কেউ।
ক্ষমতার চশমা পরে, ভাবছিস-
রুখবে তোদের কে
মনে রাখিস- নুর মোহাম্মদ, রুহুল আমিনদের
রক্ত এখনো যায়নি হয়ে শেষ।
(কিছু শব্দের জন্য আন্তরিক দুঃখিত)
০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৩
শাহিন-৯৯ বলেছেন:
জাতি আজ ভয়াবহ অবস্থা দিয়ে যাচ্ছে, আজ আমরা বিষয়টি নিয়ে ভাবছি না কিন্তু দশ বছর পর আজকের দিনের জন্য আফসোস হবে।
২| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: ফেবুতে দেখলাম ঘটনাটা। অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক।
০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৫
শাহিন-৯৯ বলেছেন:
সত্যিই দুঃখজনক, এভাবে মৃত্যু সভ্য সমাজে!! ভাবা কষ্টকর।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে ছাত্র রাজনীতি সবচেয়ে লাভজনক ব্যবসা, মাঝে মাঝে প্রানও দিতে হয়; অধিক মুনাফার ব্যবসা সব সময়ই রিস্কি; আপনি ব্যবসায়ী মানুষ, বুঝতে সহজ হওয়ার কথা
০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৭
শাহিন-৯৯ বলেছেন:
একদলীয় দানবী চিন্তা থেকে এরকম হিংস্রতা জন্ম নিচ্ছে। গনতন্ত্রহীন রাষ্ট্রে বাক স্বাধীনতা বিলুপ্ত হওয়ার পথে।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
আল-শাহ্রিয়ার বলেছেন: ঘৃণা হচ্ছে এসব দেখে আর কত দিন এভাবেই চলবে?
০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৫
শাহিন-৯৯ বলেছেন:
যতদিন গনতন্ত্র প্রতিষ্ঠা করতে না পাচ্ছি ততদিন।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: কিছু শব্দের জন্য আপনার দুঃখিত হবার দরকার নাই।
সব ন্যায্য কথাই বলেছেন।
০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৬
শাহিন-৯৯ বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১৯
আরোগ্য বলেছেন: মানবজাতি আজ হায়েনার চেয়ে হিংস্র।
এমন সাহসী কবিতার জন্য স্যালুট।
০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৭
শাহিন-৯৯ বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ফুটেজ প্রকাশিত হওয়ার পরও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এই তদন্ত কতদিনে শেষ হবে আল্লাহ জানেন!
ছাত্ররাজনীতি বন্ধ হোক, অপরাজনীতি বন্ধ হোক...
কবিতা ভালো হয়েছে।
০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৯
শাহিন-৯৯ বলেছেন:
বিচার!!
সেতো কবে গেছে মরে
চলবে প্রহসন কিছুদিন
তারপর হবে রায়
বিশ্বজিৎ হত্যার মত!!
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
অক্পটে বলেছেন: যুগান্তকারী প্রতারাণার মাধ্যমে যারা ক্ষমতায় বসে দেশের প্রতি তাদের দায়দায়িত্ব খুবই সামান্য। এরা প্রতিনিয়ত হায়েনা তৈরী করে চলেছে। জনগণের উপর ওদের ভরসা নেই ওরা ভরসা করে সন্ত্রাসের উপর। তাই সন্ত্রাসে কত্ব উন্নতি হয়েছে এদের দেখুন। কোটি টাকার নীচে কেউ নেই সব কুকুরই কোটি টাকার উপরে ২'শ ৩'শ হাজার কোটি টাকা লুটে নিয়েছে। প্রতিনিয়ত ওরা রক্তাক্ত করছে শিক্ষাঙ্গন।