নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

মন ভাল হয়ে যায়।

২১ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৩১




হোটেল। অচেনা কোন শহরে একজন পথিকের একটু বিশ্রামের, একটু নিদ্রার জায়গা। হোটেল সর্ম্পকে ছোট থেকে শুনেছি আর বাংলায় সিনেমায় তো প্রায় দেখতাম, বিশেষ করে বাংলায় সিনেমায় ভিলেনদের অবৈধ হীরার লেনদেন করার একটি অবধারিত স্থান ছিল হোটেল।
কিন্তু আমার হোটেল বাস করার সুযোগ আসল অনেক পরে। অষ্টম শ্রেণীতে বৃত্তি দেওয়ার জন্য খুলনা শহরে আসতে হল, শহরে তখন অসংখ্যা আত্নীয় থাকলেও স্যারের অনুরোধে আমার বাবা স্যারের সাথে হোটেলে থাকার অনুমতি দিলেন, স্যারের মেয়েও সে বছর আমাদের সাথে বৃত্তি দিতে এসেছিল। কোহিনুর নামে এক হোটেলে আমরা ছিলাম। তিন দিন-দুই রাতে সেই হোটেল বাস এক চরম অভিজ্ঞতা!! অন্য একদিন হয়তো লিখব।

এরপর কক্সবাজার হোটেলই বেশি থাকা হয়েছে, অন্য অন্য স্থানে খুব কম। কক্সবাজারের কথা বলি, সিজনে এরা গলাকাটা ভাড়া রাখে এই ধরুন গত বছর ১৬ই ডিসেম্বর আমরা একটি কর্টেজে রুম নেই ভাড়া রাখে ৩০০০ টাকা তাও আগে বুকিং দিয়ে ছিলাম বলে, গিয়ে দেখি ৫০০০ পর্যন্ত উঠেছে কিন্তু এই রুমের স্বাভাবিক ভাড়া হল ১০০০-১২০০ মধ্যে। আরো কমেও পাওয়া যায়।

এতক্ষন হোটেল নিয়ে এক কথা বলার কারণ আমার প্রাণের খুলনা শহরের এক হোটেলের জনকল্যামূখী সেবা দেখে সত্যি মনটা ভাল হয়ে গেল। এমনিতেই দেশের কোন ভাল খবর দেখলে চোখে জল চলে আসে তার উপর নিজের শহর হলেতো কথাই নেই।

"হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল" তিন তারকা হোটেল, টানা পাঁচ বছর ধরে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি হতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের তারা বিনা মূল্যে থাকা–খাওয়ার ব্যবস্থা করে আসছে। শুধু খাওয়া বা ফ্রি থাকার ব্যবস্থা না হোটেল থেকে নিজেদের পরিবহনে পরীক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেও দেয় তারা।

খবরটি শুনে সত্যিই মনটা ভরে গেল। বাংলাদেশের প্রতিটি ব্যাবসায়ী যদি এরকম একটু চিন্তা করত! আমরা সত্যি সত্যি মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে যেতাম খুব তাড়াতাড়ি, রসিকতা করে বলতে হতো না।

কৃতজ্ঞতা প্রথম আলোর প্রতি, যাদের মাধ্যমে আমার প্রাণের শহরের একটি ভাললাগার বিষয় জানতে পারলাম।



মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:০৯

ইসিয়াক বলেছেন: অনেক অনেক মন খারাপ করা খবরের ভীড়ে একটা সুন্দর মন ভালো করা খবর ,জানতে পেরে ভালো লাগলো ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে । আরো ভালো লাগলো যে আপনি খুলনা বিভাগের একজন ।
আজকের সকালটা ভালোলাগাময় হয়ে গেল।
সুপ্রভাত।

২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৪

শাহিন-৯৯ বলেছেন:




আন্তরিক ধন্যবাদ চমৎকার মন্তব্যটির জন্য।
আপনি সম্ভবত যশোর জেলার বাসিন্দা?

২| ২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


খুলনা শিল্প এলাকা কি এখনো আছে?

২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৮

শাহিন-৯৯ বলেছেন:




দাদা ম্যাচ ফ্যাক্টরি, পেপার মিল বন্ধ হওয়াতে তেমন জৌলুস আর নেই, তার উপর জুটমিলগুলো চলছে কোন রকম, বিভাগীয় শহর হিসাবে সেখানে এই মূহুর্তে দরকার গ্যাস তাহলে অনেক রুগ্ন শিল্প আবার সতেজ হবে।

৩| ২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: জনসেবার জন্য আলাদা মন মানসিকতা দরকার। সবার তা নেই, সবাই তা পারে না।
ভাল লাগলো সেই হোটেল কর্তৃপক্ষের এমন সহৃদয়তার কথা না জেনে।

২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪০

শাহিন-৯৯ বলেছেন:




আন্তরিক ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর মন্তব্যটির জন্য।

৪| ২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২১

খায়রুল আহসান বলেছেন: উপরের মন্তব্যটির শেষ বাক্যে একটা 'না' শব্দ অনভিপ্রেতভাবে বসে গেছে। মন্তব্যটি পড়ার পরেই সেটা চোখে পড়লো। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত।

২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪২

শাহিন-৯৯ বলেছেন:





না না স্যার, দুঃখিত হওয়ার কিছু নাই, এইরকম আমাদের সবার হয়, আপনি আমি সবাইকে এগুলো গুছিয়ে পড়তে শিখে গেছি।

৫| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: হোটেল টাইগার গার্ডেন এ একবার ছিলাম।

২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৮

শাহিন-৯৯ বলেছেন:





আমার প্রাণের ছোট শহরটি বেশ সাজানো গুছানো তাই না?
খুলনায় গেছেন জেনে ভাল লাগল, আবার আসার আমন্ত্রণ রহিল।

৬| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৭

ঢাকার লোক বলেছেন: কিছুদিন আগে দেখেছিলাম নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা হাজারো ছেলেমেয়েকে শহরের লোকজন নিজেদের বাসায় রেখে পরীক্ষা দেয়ার সুযোগ করে দিয়েছে, এ ধরণের সংবাদগুলোর আরো প্রচার দরকার, হয়তো আরো অনেকে এগিয়ে আসতে উৎসাহ পাবে !
ধন্যবাদ বিষয়টি এখানে তুলে ধরার জন্য !!

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৪২

শাহিন-৯৯ বলেছেন:




আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.