নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

গনতন্ত্রের স্বার্থে খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২২




দেশের গণতন্ত্র এখন কত নিম্নমুখী শাহরিয়ার কবিরের মন্তব্য দেখে অনুমান করা যায়, "দেশে কার্যত বিরুধীদল নেই, ঘাতক দালাল নির্মুল কমিটি এখন বিরুধীদলের ভুমিকা পালন করছে!!! গনতান্ত্রিক একটি রাষ্ট্রের গনতন্ত্রের চর্চা কতটা নিম্নমুখী হলে এই রকম বক্তব্য শুনতে হয়!!
অন্যদিকে জাতীয় পার্টির নব ভাঁড় বলেছেন "বিএনপির জায়গা জাতীয় পার্টি দখল করবে!! বর্তমানে নিজেদের অস্তিত্ব সংকটে ভোগা এই সার্কাস পার্টি এ দেশের গনতন্ত্র ধংসের মুল সহযোগী।

এক‌টি দেশের গনতন্ত্রের বিকাশ, গনতন্ত্রের চর্চা ধরে রাখতে হলে প্রথমে প্রয়োজন বাকস্বাধীনতা, কথা বলার সর্বোচ্চ অধিকার, দ্বিতীয় শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল, তৃতীয় ন্যায় বিচার, চতুর্থ সুশীল সমাজ।

আমাদের দেশের বর্তমান অবস্থান ব্যাখ্যা করলে দেখা যায়, কথা বলার স্বাধীনতা দিনকে দিন সংকুচিত হচ্ছে, ক্ষমতাসীনদের নিপীড়নে প্রধান বিরোধীদল আজ দিশেহারা, ক্ষমতা পাকাপোক্ত করতে ক্ষমতাসীনরা তৈরি করেছে কার্টুন বিরোধী দল, ন্যায় বিচার এখন ডুগরে কাঁদে, আর সুশীল সমাজের জায়গায় সৃষ্টি হয়ে চুশীল সমাজ যাদের প্রধান কাজ এখন দালালি করা।

আমার এই মাতৃভুমিতে জানি না কবে আবার গনতন্ত্রের সূর্য উঁকি দিবে, জানি না কবে বহুদলীয় গনতন্ত্রের চর্চা আবার কবে শুরু হবে।

শিরোনামের সাথে লেখার মিল না থাকার জন্য দুঃখিত।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৫

জাতির বোঝা বলেছেন: দেশের যা পরিস্থিতি এক সময়ে ঠক বাছতে গাঁ উজাড় হয়ে যাবে।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: উনি মুক্তি পেলে বিএনপির কি কোনো উন্নতির সম্ভবনা আছে?

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪২

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা। +

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই গণতন্ত্র 'তিনি' পুঁছেন না...

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল লেখেছেন

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

চাঁদগাজী বলেছেন:


ভালো, এখন আর কেক খাওয়া হবে না; দেশবাসী গণতান্ত্রিক হয়ে যাক।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৪

আখ্যাত বলেছেন:
মানবতার উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন যেমন দরকার,
নারীর সমতায়নটিও জরুরী
স্বাধীনতাবিরোধী গো-আযোম কারাগারে মরেছিল
খালেদা করাগারে মারা গেলে এটি নারীর সমতায়নের ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.