নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

দেশ উন্নয়নের মহা সড়কে, সুফল পেতে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন।

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৩



দেশ উন্নয়নের মহা সড়কে, সুফল পেতে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। এটাই আমাদের দেশের বর্তমান অবস্থা, একটি ব্রীজের প্রতিটি পিলারের সংবাদ আর মহাসড়কে কিছু উন্নয়ন সাথে লস প্রজেক্ট স্যাটেলাইট আকাশে উড়ালে উন্নয়নের রোল মডেল হওয়া যায় না, প্রকৃত উন্নয়ন করতে হলে মানুষের মৌলিক চাহিদাগুলির উন্নয়ন করতে হয়, সাংবিধানিক শর্ত অনুসারে সরকার এগুলো করতে বাধ্য। চলুন দেখি এই দুঃসময়ে আমাদের উন্নয়নের চিত্র।

ফ্রেব্রুয়ারিতে শেষ দিকে যখন সবাই আওয়াজ তুললো করোনা প্রতিরোধে এখুনি প্রস্তুতি নিন, নিরব সরকার, শুধু ঢোল পিটালো প্রস্তুতি বিশাল! আর শক্তিশালী আমরা! যখন দোরগোড়ায় পৌঁছালো করোনা তখন ডাক্তাররা বলল তাদেরকে চাহিদা মত সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে না, সরকার দাবি করলো তারা মিথ্যা বলছে, গুজব। গলা টুটি চেপে অনেকের মুখ বন্ধ করার চেষ্টা হলো, খাওয়ার নিয়ে কথা বলায় নার্সদের সংবাদ মাধ্যমে কথা বলা বন্ধ! ডাক্তারদের দাবি তখন কত সঠিক ছিল তা এখন গণহারে তাদের আক্রান্ত হওয়া থেকে উপলব্ধি করা যাচ্ছে। গুজব বলে উড়িয়ে দিয়ে সত্য কে আড়াল করা যায় না, আর উন্নয়নের বুলি দিয়ে প্রকৃত উন্নয়ন হয় না।



এখন শুনছি ভিআইপিদের জন্য আলাদা ইউনিট হচ্ছে হাসপাতালে, এটা এ দেশে অবশ্য স্বাভাবিক, কারণ এখন ক্ষমতায় যাওয়ার জন্য এদের টাকা আর লাঠিয়াল বাহিনী দরকার হয়, জনগণের দরকার হয় না অতএব তাদের এটা অধিকার। তবে গত বছর এক রায়ে আদালত নাকি বলেছিল, পিএম আর রাষ্ট্রপতি ছাড়া সবাই রাষ্ট্রের চাকর!! আফসোস! চাকরে এখন ছড়ি ঘুরায় আর মালিক কাঁদে নিরবে!!

খাদ্য স্বয়ংসম্পূর্ণ আমরা? সরকারের গুদাম ভর্তি চাল, ডাল, তেল! তাহলে বাজারে ২২০০ টাকার বস্তা চাউল কেন ২৫০০ টাকা? কেন মোটা ডাউল ৬০ থেকে ১০০! নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বাড়ছে, বাজার মনিটিরং করবে কে?
ইতিমধ্যে নাভিশ্বাস শুরু হয়েছে নিম্ন মধ্যবিত্তের, তাহলে এখুনি কেন গুদামজাত দ্রব্য বাজারে ছেড়ে বাজারে নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে না? নাকি এটাও করোনা প্রস্তুতির মত ফাঁকা বুলি?

নাকি উন্নয়নের মহাসড়ক হয়েছে কিন্তু উন্নয়নের গাড়ি এখনো তৈরি হয়নি তাই হয়তো উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না।

উন্নয়নের সড়কে লগইন করেছি, অনুগ্রহপূর্বক অপেক্ষা করছি, জানি না এ অপেক্ষা কত সময়ের?

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ, পাকিস্তান, সব মুসলিম দেশে ধনীরা সবকিছু পায়, সাধারণ মানুষ তাদের মিনিয়াম অধিকার পায় না। এটা মাথায় রেখে, করোনার সময়, দেখেন আশপাশের লোকজনকে সাহায্য করতে পারেন কিনা। শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন, উহা আপনার বা আমার সামুতে বিপ্লবের ফলে বদলাবে না। বিএনপি, জামাত যেখানে বাতাসে মিশে গেছে, সেখানে আপনি সামুতে বিশাল করতে লেগে গেছেন।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৮

শাহিন-৯৯ বলেছেন:



আমার এই পোস্ট শুধু নিজেকে কিছু প্রশ্ন করা ছাড়া আর কিছু নয়।

২| ২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: আমি বহু আগে থেকেই বলছি দেশ উন্নয়নের মহাসড়কে না
যারা এই কথা প্রচার করেছে তাদের বিচার হওয়া উচিত।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৯

শাহিন-৯৯ বলেছেন:


বিচার করিবে কে?

৩| ২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৪

সাইন বোর্ড বলেছেন: ফাকা কলসি সব সময় একটু বেশিই বাজে, ক্ষমতা যতদিন আছে আরো বাজবে,বাজতেই থাকবে...

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪২

শাহিন-৯৯ বলেছেন:



ফাঁকা কলস দেখছে তবুও কিছু মানুষ এখনো অন্ধের মত আগের সুরে মেতে আছে। এদের জন্য দুঃখ হয় এরা কতটা বিবেকহীন?

৪| ২২ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪০

ক্ষুদ্র খাদেম বলেছেন: খালি একটু খেয়াল রাইখেন, মহাসড়ক থেইক্যা লাইনচ্যুত না হইলেই হইল :(

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪

শাহিন-৯৯ বলেছেন:



চোখে সরকারি চশমা লাগিয়ে নিয়েছি, লাইনচ্যুত হইলেও দেখবো ট্রেন বুলেট গতিতে চলছে। বেশি সমস্যা হলে আপনার সাহায্য নিবো।

৫| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৬

নেওয়াজ আলি বলেছেন:

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৭

শাহিন-৯৯ বলেছেন:


আমি তৃণমূলের বসবাসকারী, নিজের চোখে দেখছি বর্তমান অবস্থা। বেশি বলতে পারি না, ইতিমধ্যে ডেন্জার জোনে আছি, এক জায়গায় বলে বিপদে আছি।

৬| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৪

মা.হাসান বলেছেন: অনেকদিন আগেই শুনছি এখন আর মহা সড়ক নাই, আকাশ পথ হয়ে গেছে। আকশ পথে এখন মঙ্গল-বৃহষ্পতি-নেপচুন ছাড়ায়ে দূরের গ্যালাক্সিতে রকেট যাত্রা শুরু করেছে।

বিরোধি দলের গুজব আর কিছু হলুদ সংবাদপত্রের কথা বিশ্বাস করবেন না।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫০

শাহিন-৯৯ বলেছেন:



আমার দুরবীন ক্রয়ের অর্থ নেই তাই হয়তো উন্নয়ন চোখে পড়ছে না, সবই কপাল!!

আর গুজব বিশ্বাস? মোটেও না, শুধু হাসান সাহেবের কথা বিশ্বাস করি আর বাংলাদেশ বেতারের সংবাদ!!

৭| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

আহা রুবন বলেছেন: সব আল্লাহর ইচ্ছা!

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫১

শাহিন-৯৯ বলেছেন:


তিনিই আমাদের মত দরিদ্রদের ভরসা।

৮| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৩

শের শায়রী বলেছেন: আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না ভি আই পি দের জন্য আলাদা করোনা হাসপাতাল হচ্ছে পরে নিউজ পেপারে দেখে বিশ্বাস করতেই হল। ভালো লাগছে বেচে থাকুক ভি আই পি রা। কিছুই বলার নেই।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:১৬

শাহিন-৯৯ বলেছেন:


আমি প্রথম আমেরিকা প্রবাসী একজনের স্ট্যাটাস দেখে জানতে পারি, বিশ্বাসও করি কারণ আমাদের কথিত ভিআইপিরা নিজের প্রয়োজনে নিজের জন্মভূমি বেঁচতে পারে এটাও বিশ্বাস করি।

৯| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৮

তানভীরএফওয়ান বলেছেন: কষ্টের মধ্যেও হাসির বদন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.