নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
ছবি (সংগ্রহীত)
ইদানিং ফেসবুকে উঁকি দিলেই ব্লগার চাঁদগাজীর কথা মনে পড়ে। সামু ব্লগের আলোচিত, সমালোচিত, কখনো প্রেমিক পুরুষ ব্লগার চাঁদগাজী। তাঁর শুভাকাঙ্ক্ষীর অভাব নেই এখানে তেমনি ঘোরতর শত্রু আছে তার, ছালছোলা মন্তব্য, অহেতুক উস্কানি মন্তব্যের কারণে। তিনি মূলত রাজনীতি নিয়ে লিখেন, আমি এই বিষয়টি নিয়ে কথা বলে আনন্দ পাই সেই জন্য তার লেখা পড়াও হয় বেশি। তাঁর রাজনৈতিক দর্শন, ধর্মীয় দর্শন আমার বিপরীত তবুও তার কিছু কথা বেশ ভাল লাগে।
তিনি প্রায় বলেন, শেখ হাসিনা কখনো চান না তার চেয়ে বুদ্ধিমান কেউ তার আশেপাশে ক্ষমতার দায়িত্বে থাকুক। তার এই বাণী ইদানিং করোনা আপডেট আর ধান কাটা নিয়ে হুলস্থুলগুলো খেয়াল করলে বুঝা যায়।
বিশ্ব এখন থমকে দাঁড়ানো, ভবিষ্যৎ অর্থনীতি এক ভয়ঙ্কর অনিশ্চয়তা মুখে, আমাদের মত দেশের জন্য সেটা আরো বেশি উদ্বেগ উৎকন্ঠার। তাই যত বেশি সম্ভব সচেতন হয়ে এগুনো উচিত তাতে হয়তো আখেরে ভাল কিছু হবে। এখন একটি খাদ্য শস্য আমাদের জন্য অতি মূল্যবান তাই হাওড়ের ধানসহ সারা দেশের ধান যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, কৃষক যেন ভালভাবে ধান ঘরে তুলতে পারে তাই প্রধানমন্ত্রী বলেছিলেন যেন তার নেতারা যেন খেয়াল রাখে, কৃষকদের যেন সাহায্য করে।
ওমা! এরপর দেখি বঙ্গপাল গ্রুপ চকচকে সু পরে সান গ্লাস কপালে লেপটে হাতে ঘড়ি পরে ধান কাটার নাটক শুরু করলো, কেউ আবেগে কাঁচা ধান কেটে নাটক ধারণ করল। আমাদের নারী শক্তি আরো একধাপ এগিয়ে, তাহারাও দেখিয়ে দিল মোরা পারি! কিন্তু বঙ্গপাল বুঝলো না, এটা রাতের ভোট না, যে শুধু সিল মারলে হইবো বাকিটা, ছিঃছিঃ করে দিবে। কৃষকদের উপকার তো তারা করলেই না বরং উল্টো তাদের কাজের .... মেরে দিয়ে এলো।
এদিকে জাহিদ মালেক সাব, যিনি নাকি করোনা সংক্রান্ত সমন্বয় কমিটির সভাপতি, কিন্তু তিনি কিছু জানেন না। তাকে না জানিয়ে সব হুটহাট সিধান্ত মুক্ত হয়ে চলছে। কয়দিন পর দেখা যাবে সারাদেশ উন্মুক্ত অথচ তিনি তখনো হাত ধুতেই আছেন, হাত ধুতেই আছেন।
৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:২৮
শাহিন-৯৯ বলেছেন:
যদি উদ্দেশ্য থাকে বোয়াল ধরা, আর শান্ত সমুদ্রে বোয়াল ধরার সুযোগ থাকলে অযথা অশান্ত সমুদ্রে রিস্ক নিয়ে বোয়াল ধরতে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়।
২| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৫
সাইন বোর্ড বলেছেন: ফেসবুকে এসব দেখতে দেখতে ঘেন্না ধরে গেছে, তবে এই ছবিটায় নতুন কিছু যোগ হয়েছে, আগে যাদেরকে দেখিনি ।
৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:২৯
শাহিন-৯৯ বলেছেন:
দেশের গর্বিত সন্তানদের দেখা যাচ্ছে, যা কখনো কেউ আশা করেনি।
৩| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৪
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি বিদেশে আছেন বলে কি, জানের মায়া নেই?
৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩১
শাহিন-৯৯ বলেছেন:
নারে ভাই, বিদেশ নয়, দেশী কামলা আমি। দেশেই থাকি।
৪| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৩
রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর চিন্তা ভাবনা উন্নত এবং আধুনিক।
উনি সম্পূর্ন একজন কুসংস্কার মুক্ত মানূষ।
৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩২
শাহিন-৯৯ বলেছেন:
ধর্মীয় বিশ্বাস আর কুসংস্কার ভিন্ন বিষয়।
৫| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১:৩৪
নেওয়াজ আলি বলেছেন: এরা সব পঙ্গপাল । জনগণের সাথে চরম তামাসা ।
৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৩
শাহিন-৯৯ বলেছেন:
কিছুই বলার নেই, শুধু দেখে যেতে হবে।
৬| ৩০ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:৪২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজীর কিছুটা রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলেও তার অধিকাংশ পোস্ট ও মন্তব্যই চরম অপ্রিয় সত্য | সেটা আমাদের ভালো লাগুক আর না লাগুক হিপোক্রেসির বিরুদ্ধে তিনি তার মতামত প্রকাশে একদম অকপট | আমাদের মনমানসিকতার কারণে বাস্তবায়ন সম্ভবপর নয় এমন অনেক আকাঙ্খার কথা বলে থাকেন সেটা তার অকৃত্রিম দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ বলে আমার কাছে মনে হয় |
৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৫
শাহিন-৯৯ বলেছেন:
তার রাজনৈতিক অনেক দৃষ্টিভঙ্গি আমার পছন্দের, উল্লেখযোগ্য দুই নেত্রীর চেয়ার দখল অর্ধ শতাব্দীর কাছাকাছি চলে আসছে।
৭| ৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর চিন্তা ভাবনা উন্নত এবং আধুনিক।
উনি সম্পূর্ন একজন কুসংস্কার মুক্ত মানূষ।
১০০% সহমত।
৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৬
শাহিন-৯৯ বলেছেন:
কুসংস্কার মুক্ত ভাল, তবে ধর্ম নিয়ে বেশি চুলকানো ভাল নয়।
৮| ৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৩৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুন্দর লিখেছেন।চঁদগাজীর বুদ্ধিদীপ্ত তীর্যক মন্তব্য থেকে আমরা বঞ্চিত।
৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৭
শাহিন-৯৯ বলেছেন:
কিছু অযৌক্তিক, অহেতুক মন্তব্য থেকে সরে আসলে উনার জন্য মঙ্গল।
৯| ৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন:
পড়লাম শাহিন ভাই।
শুভকামনা রইল।
৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪০
শাহিন-৯৯ বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
১০| ৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৩১
রাসেল বলেছেন: Yes, ChadGazi like to say the true things and he knows much but always says against Islam. Sometimes it makes me confused, why does he do being an intelligent man. Is he doing so to implement agendas of some group.
৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৪
শাহিন-৯৯ বলেছেন:
উনি বাম ধারা বিশ্বাসী রাজনীতিক, আর বামরা ধর্মীয় বিশ্বাসী তেমন না, উনার এজেন্ডা সমাজতান্ত্রিক রাষ্ট্র চিন্তা।
১১| ০৪ ঠা মে, ২০২০ সকাল ১১:৪২
খায়রুল আহসান বলেছেন: উনি ওনার বিশ্বাসে অটল, এবং সে অটল বিশ্বাস কে ডিফেন্ড করতে গিয়েই ওনার বেশীরভাগ অপ্রীতিকর মন্তব্য জন্ম নেয়। আমার কোনই সন্দেহ নেই যে উনি একজন কট্টর দেশপ্রেমিক এবং অত্যন্ত জনদরদী একজন ব্যক্তি। মানুষের ব্যথা বেদনায় ওনার প্রাণ কাঁদে, এটা ওনার পোস্ট এবং মন্তব্য/প্রতিমন্তব্য থেকে বেশ বোঝা যায়।
০৫ ই মে, ২০২০ সকাল ৭:১৪
শাহিন-৯৯ বলেছেন:
স্যার আপনি ঠিক বলেছেন, উনি বামধারা বিশ্বাসী বলে আমার মনে হয়, বাংলাদেশের বর্তমান পেক্ষাপট বিবেচনা করেলে এদেশে বাম রাজনীতি করে এগুনে সম্ভব নয় এই ইন্চি তাই উনার যদি সত্যি কিছু করার ইচ্ছা থাকে দেশের জন্য তাহলে ভিন্ন চিন্তা করতে হবে।
আন্তরিক ধন্যবাদ চমৎকার মন্তব্যটির জন্য।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে শান্ত পুকুরে তামুক পান করতে করতে বড়শি দিয়ে
মৎস শিকার করে সেও যেমন শিকার, তেমনি ঝড় ঝঞ্চা
উপেক্ষা করে সমুদ্রের উত্তাল তরঙ্গে মাছ শিকার করে তিনিও
শিকারী। তবে পার্থক্য সাহসিকতা !! চাঁদগাজী সমুদ্রের ঝড়
ঝঞ্ছা তোয়াক্কা না করা শিকারী!!!