নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় পকেট খালি করছেন দুঃখ থাকলেও কিছু করার নেই, তবে একটু সেবা কি দিবেন পকেট খালির বিনিময়ে।

১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৪



বাংলালিংক সিম কোম্পানী থেকে বার্তা পাঠিয়ে-"সম্মানিত গ্রাহক, ২০২০ সালের জাতীয় বাজেটে মোবাইল সেবার সম্পূরক শুল্ক ১০% থেকে ১৫% করা হয়েছে, কলরেটসহ আপনার ব্যবহৃত সকল মোবাইল সেবার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। ধন্যবাদ।"

মাননীয় আমাদের অর্থনীতি সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী, কিন্তু আমাদের চিকিৎসা সেবা কেন সিঙ্গাপুরের মত শক্তিশালী নয়?
মাননীয়, আমরা কানাডা, জাপান হওয়ার পথে কিন্তু আমাদের নাগরিক সেবাগুলো কেন কানাডা জাপানের মত হওয়ার পথে নেই?

আজ আমরা বিশ্বের উন্নয়নের রোল মডেল!!! আমি স্বাক্ষর শিক্ষিত মানুষ তাই অত বুঝি না, কিন্তু কিছু প্রশ্ন মনে জেগে উঠে, উন্নয়নের রোল মডেল বলতে কি বোঝায়? পদ্ধা সেতুর পিলার? কিছু পিচ ঢালা রাস্তা? নাকি,
সংবিধান প্রদত্ত নাগরিকের মেীলিক অধিকারগুলোর উন্নয়ন? আমার মনে হয় রাষ্ট্রের উন্নয়ন বলতে নাগরিকের মেীলিক অধিকারের উন্নয়নকে বোঝায়।

মাননীয় আপনার পরিচালিত রাষ্ট্র কি আমাদের মেীলিক অধিকারগুলো নিশ্চিত করেছে? বর্তমান বিশ্ব পরিপেক্ষে মেীলিক চারটি অধিকার বাদ রেখে শুধু চিকিৎসা সেবা নিয়ে দু'টো প্রশ্ন রেখে যাচ্ছি।

মাননীয়, সিঙ্গাপুর, কানাডা, জাপানে কি কোন গর্ভবতী মহিলা হাসপাতালে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়? বিনা চিকিৎসায় মারা যায়?
শত শত এভাবে বলা যাবে।

কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে চায়নি তখন আপনারা বললেন, ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে, কোনভাবেই বেসরকারী হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়া যাবে না। কিন্তু আজ দেখুন আপনার নেতারা কি কেউ সেখানে যাচ্ছে চিকিৎসা নিতে? উত্তরঃ না। কারণ আপনাদের দেওয়া বক্তব্য আর বাস্তবতা আকাশ-পাতাল পার্থক্য।

মাননীয় পকেট খালি করছেন দুঃখ থাকলেও কিছু করার নেই, তবে একটু সেবা কি দিবেন পকেট খালির বিনিময়ে। প্রতিটি প্রানী মরণশীল। আমরা সবাই মারা যাব তবে মৃত্যৃর পরে বাবা-মা আত্নীয়-স্বজন যেন দুঃখ করে না বলে যদি ছেলেটাকে একটু চিকিৎসা করাতে পারতাম তাহলে হয়তো বেঁচে ফিরতো।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



ঠিক মনে নেই, ২০১৬ সালে কিংবা ২০১৭ সালে, শেখ হাসিনার সরকারের বাজেট মিটিং হওয়ার পর, বেগম জিয়া একটা পুরনাংগ বাজেট প্রকাশ করেছিলেন মিডিয়ায়; উনি দেখাতে চেয়েছিলেন যে, বিএনপি'র লোকেরা সরকারের লোকদের থেকে ভালো বাজেট করতে জানে। তবে, উনার প্রকাশিত বাজেটটাও ইডিওটিক ছিলো।

১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৮

শাহিন-৯৯ বলেছেন:


আওয়ামলীগ-বিএনপি এই দুই দলের কেউ নাগরিকদের মেীলিক অধিকারগুলো নিয়ে কখনো ভাবিনি, বাজেট করিনি।
এ দেশে সরকার প্রধান ছাড়া অন্য কারোর কথার এক পয়সা মূল্য থাকে না রাষ্ট্র পরিচলানা করার ক্ষেত্রে।

২| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


দেশের অর্থনীতি, ফইন্যান্স যদি খারাপ হয়, হঠাৎ করে, একটা সেক্টর আলাদাভাবে ভালো হতে পারে না: যেই বাজেটের ফলে মানুষ বেকার থাকে, সেই বাজেটের ফলে "চিকিৎসা" সেক্টর আলাদাভাবে ভালো হতে পারে না; একটু ভাবিয়েন, টাবিয়েন।

১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৫২

শাহিন-৯৯ বলেছেন:


আপনি সম্ভত আমার লেখাটি ভাল করে পড়েননি। আমাদের কোন সেক্টর উন্নয়নের রোল মডেল তো দূরে থাক, স্বাভাবিক অবস্থায়ও নেই। বর্তমান বিশ্ব একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এখন চিকিৎসা খাত আলোচনা কেন্দ্রে, এতদিন আমাদের চিকিৎসার খাতের বেহাল দশা সেভাবে প্রকাশিত না হলেও, এখন স্পষ্ট হয়েছে খালি কলস বাজে বেশি।

মানুষ স্বাভাবিক চিকিৎসা সেবা পাচ্ছে না হাসপাতে।

৩| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা খারাপ ডাক্তার, ওরাই হাসপাতাল ব্যবসা করছে; সেইসব হাসপাতালে মানুষ কি করে সেবা পাবে?

১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৬

শাহিন-৯৯ বলেছেন:


সব ডাক্তার ভাল যেমন নয় তেমন সবাই খারাপ তেমন নয়, আমাদের হাসপালগুলোর জন্য যে বাজেট দেওয়া হয় আমার মনে হয় যদি তার ৭০-৮০%ও ঠিকমত কাজে লাগানো যেত তাহলে মোটামুটি ভাল অবস্থানে থাকত আমাদের হাসপাতালগুলো কিন্তু বাজেটের ৩০%ও টাকার কাজ হয় না, দূর্নীতি সব শেষ করে দিচ্ছে। এই দুঃসময়েও মাস্ক নিয়ে চরম দূর্নীতি হলো কিন্তু ব্যবস্তার নেওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

৪| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: করোনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল গুটিকয়েক দেশ ছাড়া বাকি সকল দেশেরই এটা নাই সেটা নাই অবস্থা।খোদ আমেরিকা মাস্ক ছিনতাই করা শুরু করলো।অনেক দেশে বিনা চিকিৎসায় লোক মারা গেছে।বাংলাদেশের মতো গরিব দেশের সমস্যা একটু বেশি।আপনা চিন্তা মোবাইলে কথা বলা নিয়ে।মোবাইলে দরকারী তথার থেকে ফালতু কথা হয় অনেক বেশি।ঢাকার কোন হসপিটাল টা বঙ্গবন্ধু মেডিকেল থেকে ভালো।ঢাকা মেডিকেলে বেগম খালেদার চিকিত্সার কথা কখনো হয় নই।আপনি সাধারন মানুষ ঠিকই কিন্ত কথা বলেন অসাধারন।

১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪২

শাহিন-৯৯ বলেছেন:

প্রথমে আন্তরিক ধন্যবাদ, চমৎকার কিছু কথা বলার জন্য।
আমি মোবাইলে কম কথা বলি, আমি হয়তো আপনাকে ঠিক মত বুঝাতে পারিনি, শুধ কি মোবাইলে খরচ বেশি বাড়ছে? না, আরো অনেক কিছু আছে। আমি বলতে চেয়েছি, যেহেতু সরকার তার প্রয়োজনে আমাদের কাছে থেকে আকা আদায় করছে তাহলে কেন আমাদের মেীলিক সেবাগুলো দিচ্ছে না? কি বুঝাতে পারছি।

হ্যাঁ, হাসপাতালের নাম ভুল হয়েছে, কিন্তু সরকারী আর বেসরকারী কথা, নিজের পছন্দ অপছন্দ কথা। যদি আপনার কথা মত ধরি বঙ্গবন্ধু হাসপাতাল সেরা তাহলে নাসিম সাহেব কেন সেখানে ভর্তি হলেন না?

আর আমি খুবই সাধারণ মানুষ, কামলা দেই ভাত খাই, আমার কামলার টাকা খুবই কষ্টের তাই মোবাইলে হোক আর যাতেই হোক এক টাকা বেশি গেলে একটু লাগে, যদি ঠিকমত সেবা পেতাম তাহলে আর লাগতো না।

৫| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৮

রাকু হাসান বলেছেন:


ভালো কিছু পয়েন্ট তুলে এনেছেন। বাজেটের ভেতরে প্রবেশ করলে ভালো লাগতো আরও । আপনার লেখার শেষ অংশে কিছু দেখাচ্ছে না । সাদা দেখাচ্ছে । সেটা কি স্পেস বেশি হওয়ার কারণে ? যদি এমন হয় স্পেস কমিয়ে দিতে পারেন। আমার যান্ত্রিক ত্রুটিও চেক করলাম ,সেখানে সমস্যা না। ধন্যবাদ আপনাকে ।

১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

শাহিন-৯৯ বলেছেন:


রাকু ভাই চমৎকার মন্তব্যটির জন্য ধন্যবাদ।
স্পেস সমস্যা ছিল, ঠিক করে দিয়েছি। বাজেটে নিয়ে কথা বলা উচিত অর্থনীতিবিদদের, তবুও আমরা আমজনতা কিছু বলতে পারি তবে একটু সময় নিয়ে বলা উচিত, সবগুলো পয়েন্ট ভাল মত পড়ে কিছু বক বক করা যেতেই পারে।

৬| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভারতের বেশ কয়েকটি নাম যেমন ভারত, ইন্ডিয়া, হিন্দুস্থান। বাংলাদেশের আরেক নাম বিবেচনা করা যেতে পারে “আফসোস” বাংলাদেশের যে কোনো কার্যকলাপের সাথে একটি শব্দ ঠিকঠাক মতো মিলে তা হচ্ছে “আফসোস” বাজেট নিয়ে কিছু বলার নেই কখনো বলার কিছু ছিলোও না।


১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

শাহিন-৯৯ বলেছেন:


অনেকে তো নতুন উগান্ডা বলে, হিহিহি।
ঠিকই বলেছেন- আফসোস ছাড়া কিছুই করার থাকে না আমাদের মত আমজনতার, তবুও বলে কিছুটা হলেও মনের শান্তনা পাওয়া যায়।

দূর্নীতি একটি রাষ্ট্রকে কিভাবে ধীরে ধীরে শেষ করতে পারে, বাংলাদেশ মনে হয় সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ।

আমার আন্তরিক ধন্যবাদ চমৎকার মন্তব্যটির জন্য।

৭| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

আহমেদ জী এস বলেছেন: শাহিন-৯৯,




আমরা আমাদের মতোই। আমরাই আমাদের জন্যে রোল মডেল। আমাদের দেশটা আমাদের কাছেই শুধু সিঙ্গাপুর, জাপান।
অন্যের মতো কেন হতে যাবো !!!!!!!! :(

১২ ই জুন, ২০২০ রাত ৯:০৩

শাহিন-৯৯ বলেছেন:


শ্রদ্ধেয় আপনার কথাই ঠিক, আমরা আমাদের মত, বিশ্ব আমাদের চিনবে বাংলাদেশ হিসাবে, উন্নত হলে আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বিশ্বে দাঁড়াবো কিন্তু যখন সরকারের সর্ব্বোচ পদধারী যখন বলে আমরা সিঙ্গাপুরের চেয়ে অর্থনেতিকভাবে উন্নত তখন স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন আসে তাই উপরের কথাগুলো বলা।

আপনার সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৮| ১২ ই জুন, ২০২০ রাত ১০:১০

আহমেদ জী এস বলেছেন: শাহিন-৯৯,




মন্তব্যের জবাবের জন্যে ধন্যবাদ।

তবে আমার আগের মন্তব্যের ব্যঙ্গটুকু আপনি হয়তো বুঝতে পারেন নি। আমার মন্তব্যটি শেষ হয়েছে এই লাইনটি দিয়ে - অন্যের মতো কেন হতে যাবো !!!!!!!! :( ইমোটি অবাক হওয়ার।
অন্যের মতো হলে তো আমরা আমেরিকা, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সুইজারল্যান্ড হতুম। চুরি-চামারী-জোচ্চুরী-লুটপাটে আমরা আমাদের মতোই অনন্য তাই দেশটা অন্য কোনও দেশের মতো হবার কথা নয়। যে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বেশীর ভাগটাই বঞ্চিত, যে দেশের মানুষের পকেট শুধু কাটাই হয় ফি বছর, যে দেশ শুধু বাগড়ম্বরে ভরপুর; সে দেশ অন্য সভ্য-উন্নত দেশের মতো হবে কি করে ? তাই বলেছি - আমরাই আমাদের রোল মডেল।

আপনার জবাবের প্রথম লাইনটির মতো আশাবাদী হতে পারলে ভালো লাগতো। কিন্তু.......................

১২ ই জুন, ২০২০ রাত ১১:১৪

শাহিন-৯৯ বলেছেন:


শ্রদ্ধেয়, পুনরায় মন্তব্যটির ধন্যবাদ,
আসলেই আমি বুঝতে পারিনি, তবে এত এত হতাশার মাঝেও আশাবাদী একদিন সুদিন আসবেই।

৯| ১২ ই জুন, ২০২০ রাত ১০:২৩

নেওয়াজ আলি বলেছেন:
মুখে মুখে সিঙ্গাপুর কানাডা । যারা এই সব বলে বাংলা মদ খেয়ে বক্তৃতা করে

১২ ই জুন, ২০২০ রাত ১১:১৬

শাহিন-৯৯ বলেছেন:


নেওয়াজ ভাই, একদম মন্দ বলেননি।
বাংলা মদ খেয়ে বক্তৃতা!! হা হা হা
আন্তরিক ধন্যবাদ।

১০| ১৩ ই জুন, ২০২০ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: নিজের ঢোল নিজেকেই পিটাতে হয়।
তাই তো তারা বলেন- দেশ উন্নয়নের মহাসড়কে

১৩ ই জুন, ২০২০ সকাল ১১:৩৯

শাহিন-৯৯ বলেছেন:


গত দুই দশক ধরেই এই খেল দেখে যাচ্ছি, জানি না আর কত যুগ দেখতে হবে।
আপনার চমৎকার মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ।

১১| ১৩ ই জুন, ২০২০ রাত ১:২২

কাওসার চৌধুরী বলেছেন:



আমার মনের কথাগুলো বলেছেন শাহীন ভাই। এদেশে বাজেট হয় গৎবাঁধা নিয়মে। এদেশে যারা রক্ষক তারাই ভক্ষক। সরকারে যারা আছে তারাই আবার ব্যবসায়ী! দেশের যত ফাউল বলদ মার্কা বাচাল আছে এরা মিনিস্টার! @ চাঁদ গাজী সাহেব সুন্দর করে বলেছেন, "বাংগালীরা খারাপ ডাক্তার, ওরাই হাসপাতাল ব্যবসা করছে; সেইসব হাসপাতালে মানুষ কি করে সেবা পাবে!"

১৩ ই জুন, ২০২০ সকাল ১১:৪২

শাহিন-৯৯ বলেছেন:


শ্রদ্ধেয় কাওসার ভাই আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা।
আসলেই আমরা দূর্নীতিগ্রস্থ একটি জাতিতে রুপান্তর হয়েছি, এই মহা দূর্যোগেও মাস্ক নিয়ে দূর্নীতি হয়েছে।

১২| ১৩ ই জুন, ২০২০ ভোর ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই চিন্তার বিষয়।
ভাবতে হবে প্রচুর।

১৩ ই জুন, ২০২০ সকাল ১১:৪৫

শাহিন-৯৯ বলেছেন:


আসলেই ভাবতে হবে, তবে নতুন প্রজন্মকে কারণ সিনিয়াররা তাদের বিবেক বন্ধী করে রেখেছে।
মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ।

১৩| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৬

কল্পদ্রুম বলেছেন: আপনার শেষের কথাগুলো আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ।ধর্মের প্রভাব যেহেতু আমাদের দেশে অনেক বেশি।চিকিৎসার অপ্রতুলতার কারণে মৃত্যু হলে সাময়িক উত্তেজনা দেখিয়ে শেষে মৃত্যুকে মেনে নেই।নেতারাও আমজনতার এই সেন্টিমেন্টকে ব্যবহার করে বছরের পর বছর ফাঁকি দিয়ে যেতে পারছেন।কোন কার্যকরী উন্নতি ছাড়াই।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৬

শাহিন-৯৯ বলেছেন:


মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ।

১৪| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

নিমো বলেছেন: অফিসের কাজের চাপে জেরবার, তাই আলাদা করে কিছু বলার সময় নেই। কিছু লিংক আর বই দিচ্ছি সময় ও আগ্রহ থাকলে পড়ে দেখুন। তাহলেই বুঝতে পারবেন কেন আপনার পকেট খালি হলেও সেবা পাচ্ছেন না।

view this link

view this link

view this link

১৩ ই জুন, ২০২০ রাত ৮:১৩

শাহিন-৯৯ বলেছেন:


আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.