নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

ইয়াং জেনারেশন রাজনীতি বিমুখ কেন? দায়ী কারা?

১৩ ই জুন, ২০২০ সকাল ১১:৫৫




শ্রদ্ধেয় এক রাজনীতিক বড় ভাই বড় আফসোস করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন "ইয়াং জেনারেশন আজকাল ফেসবুকে ফ্যাশন করে লিখে রাখে আই হেট পলিটিক্স! অথচ এই ইয়াং জেনারেশন পারে একটি জাতিকে সঠিক পথ দেখাতে, তারপর তাদের এই ফ্যাশন মার্কা লেখার জন্য কিছুটা ভৎসনা দিয়েছেন।

আমি শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে একমত এভাবে ইয়াং জেনারেশন রাজনীতি বিমুখ হলে নোংরা মানুষদের দখলে চলে যাবে রাজনীতি। এ দেশে ইতিমধ্যে তা শুরু হয়েছে।

এখন কিছু প্রশ্ন চলে আসে, ইয়াং জেনারেশন কেন আজ রাজনীতি বিমুখ? কেন তারা লিখছে আমি রাজনীতি ঘৃণা করি? তাদের এই রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার জন্য দায়ী কারা?

যদি এক কথায় বলি, তাহলে বলবো আমাদের শ্রদ্ধেয় বড় ভাইরা দায়ী, যারা আজ আফসোস করে বলছেন ইয়াং জেনারেশন ফ্যাশন করে লিখে আমি রাজনীতি ঘৃণা করি সেই বড়রা দায়ী। একজন ছেলে-মেয়ে রাজনীতি করবে কি আশা নিয়ে? যখন দলের সবকিছু বন্ধী থাকে একটি পরিবারের হাতে! যতই যোগ্যতা থাকুক সে রাষ্ট্র প্রধান হতে পারবে না কারণ ঐ পদ দলের নিয়ন্ত্রক পরিবারের জন্য বরাদ্দ! এমপি, মন্ত্রী বা দলের যে কোন গুরুত্বপূর্ণ পদ আপনি নিজের যোগ্যতায় পাবেন না, আপনাকে এ সব পদ পেতে হলে ঐ নিয়ন্ত্রক পরিবারের প্রতি পূর্ণ আনুগত্য দেখাতে হবে, যে যত বেশি মোসাহেবি করতে পারবে তার জন্য প্রস্তুত ততো বড় পদ পদবী।

এ দেশে মধ্যবিত্ত ঘরের সন্তান হয়েও যদি বঙ্গবন্ধু রাষ্ট্র প্রধান হতে পারে, পাশের দেশে জীবিকার তাগিদে পড়াশোনার পাশাপাশি চা বিক্রেতা নরেন্দ্র মোদি যদি রাষ্ট্র প্রধান হতে পারে তাহলে একজন মেধাবী ছেলে কেন রাষ্ট্র প্রধান হওয়ার স্বপ্ন দেখতে পারবে না?
অথচ আমাদের সমাজে এই বড়রাই এমন ধারণা জন্ম দিয়েছে, এই পরিবার ছাড়া কেউ যোগ্য নয় রাষ্ট্র চালানোর, তাদের কাছেই থাকবে দলের চাবি, এইজন্য সুবিধা লোভীরা চামচামি করে পড়ে থাকে নিজের আখের গোছানোর জন্য আর যারা এগুলো অপছন্দ করে তারা দুঃখে লিখে আমি রাজনীতি ঘৃণা করি।

যারা লিখে আমি রাজনীতি ঘৃণা করি তাদের বলবো এর পরের লাইনে লিখে রাখতে আমাদের সিনিয়ারদের ছোট মানুষিকতা আমাদের এই কথা লিখতে বাধ্য করেছে, কারণ আমাদের জন্য একটি সুন্দর গনতন্ত্র জন্ম দিয়ে রাখেনি, জন্ম দিয়েছে পরিবারতন্ত্র নামের এক দানব চিন্তা।

এখন হয়তো প্রশ্ন উঠতে পারে, পরিবারতন্ত্র কি সুষ্ঠু গনতন্ত্র চর্চার একমাত্র বাঁধা? আমি বলবো, না, সুষ্ঠু গনতন্ত্র চর্চার ক্ষেত্রে অনেক বাঁধা আছে তবে সবচেয়ে বড় বাঁধা হচ্ছে এই পরিবারতন্ত্র।

কেউ প্রশ্ন করতে পারেন, এই বাধা ডিঙিয়ে নতুন দিগন্ত আনায় তো ইয়াং জেনারেশনের কাজ! তারা কেন পরিবারতন্ত্রের জাল ছিঁড়ে নব যুগের সূচনা করছে না? আসলে আমাদের সমাজে আজ এত বেশি মোসাহেবের জন্ম হয়েছে তাদের ডিঙিয়ে কিছু করা প্রায় হিমালয় টপকিয়ে যাওয়ার মত। তবুও আমি আশাবাদী একদিন এই বাধা ডিঙিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:০৭

বিজন রয় বলেছেন: ৭০% এবং ৩০%!

১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৬

শাহিন-৯৯ বলেছেন:

শ্রদ্ধেয় আমি ৭০% ধরে নিবে পরিবারতন্ত্রের কারণে? নাকি ধরবো ৭০% রাজনীতি বিমুখ?
মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা পূর্ণাঙ্গ বিপ্লবই পারবে সে বাঁধা ডিঙ্গাতে।

এই সিস্টেমের মধ্যে থেকে বদল অসম্ভব।
তাই নতুন প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার বিপ্লব যদি হয়, তবেই সে নতুনের শুভারম্ভ হতে পারে।

কিন্তু আপাত দূরপরাহত, কারণ পরিবারতন্ত্র বাদ দিলেও রয়ে যায় আরো বেশি সুবিধাভোগী
শ্রেণী সামরিক এবং বেসামরিক!

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০০

শাহিন-৯৯ বলেছেন:


একটা পূর্ণাঙ্গ বিপ্লবই পারবে সে বাঁধা ডিঙ্গাতে।
একমত। একটি বিপ্লবই পারবে এই দুঃসময় কাটিয়ে নতুন কিছুর সূচনা করতে।

পরিবারতন্ত্র বাদ দিলেও রয়ে যায় আরো বেশি সুবিধাভোগী
শ্রেণী সামরিক এবং বেসামরিক!

পরিবারতন্ত্র বাদ গেলে হয়তো আরো দশ বছর আমাদের এই সিষ্টেমে থাকতে হবে তবে এরপর থেকে হয়েতা ভিন্ন চিন্তা করবে সবাই বা করতে বাধ্য হবে কিন্ত পরিবারতন্ত্র থেকে গেলে আরো কয়েক যুগ এভাবে থাকতে হবে।

৩| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

জাস্টিন ট্রুডো এক জন অসাধারণ নেতা, অসাধারণ প্রধানমন্ত্রী।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০২

শাহিন-৯৯ বলেছেন:


উনি সম্ভবত বিশ্বে সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন, উনার পারসোনালিটি ইয়াং জেনারেশনকে মুগ্ধ করে। সত্যিই চমৎকার একজন মানুষ তিনি।

৪| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: রাজনীতি ঘৃনা করে এটা এজন্য বলা যে যদি কেউ ঘোষনা দেয় আমি রাজনীতি করবো মানুষজন দেখা শুরু করবে সে কতজনের সাথে শুইছে এবং তাতে কন্ডোম ইউজ করছে কিনা।

যদি সে একটু প্রতিবাদী বা লেখালেখি করে সরকারের পেটোয়ালীগ তাকে গুম করে দেবে। এবং জনগন ভুলে যাবে। বরংচ তার নামে যে মিথ্যা কথা ছড়ানো হইছে জনগন সেটা বিশ্বাস করবে

তাই যুবারা আগে ভাবে কার জন্য রাজনীতি করবে? এই জনগন যারা কিনা কার সাথে শুইছে সেটার বেশী চে ভালোবাসে একটা গমচোর আদমব্যাপারী বা হত্যাকারী এবং এরাই আবার এসব ক্রিমিনালদের তৈরী করা গুজব বিশ্বাস করে তাকে সন্দেহ করবে, অমুক দেশের চর বানিয়ে তার মুন্ডুপাত করবে।

ইউনুসের ক্ষেত্রেও তাই হইছে

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৩

শাহিন-৯৯ বলেছেন:


দ্বিয়মত করার কিছু নাই।
চমৎকার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৫| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: রাজনীতি আজ কলুষিত।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৪

শাহিন-৯৯ বলেছেন:


আপনি সৎ মানুষ, আপনি ব্যবসার চিন্তা বাদ দিয়ে রাজনীতির চিন্তা করতে পারেন তাহলে একজন সৎ মানুষের আগমন হবে রাজনীতিতে।

৬| ১৩ ই জুন, ২০২০ দুপুর ২:৩৫

ভুয়া মফিজ বলেছেন: বিড়াল যখন বাঘ হয়ে যায়, তখন তার গলায় ঘন্টা বাধার রিস্ক কেউ নিতে চায় না। কে সেধে সেধে বিপদে পড়তে চায়? আবার ঢালাওভাবে ইয়াং জেনারেশান রাজনীতি করতে চায় না বলা ঠিক না; বরং বলেন সৎ ইয়াং জেনারেশান রাজনীতি করতে চায় না। তারা কেন চায় না তার বহু কারন আছে, সেগুলো আপনারও জানা। কাজেই খামাখা টাইপ করার কষ্ট করতে চাই না। :D

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৩

শাহিন-৯৯ বলেছেন:


বরং বলেন সৎ ইয়াং জেনারেশান রাজনীতি করতে চায় না।
অবশ্যই সৎ ইয়াংদের কথা বলেছি, অসৎ যারা তারা সবাই জায়গায় অসৎ। চাকরী, ব্যবাসা, রাজনীতি সবাই জায়গায় এরা অসৎ।

কিন্তু নিজের জন্য না হলেও ভবিব্যৎ প্রজন্মের জন্য অবশ্যই কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। নইলে যে আমার সোনার বাংলা হারিয়ে যাবে অতল গহীনে।

৭| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৩:১৪

নেওয়াজ আলি বলেছেন: রাজনীতি এখন নোংরা পলিট্রিক্স

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৪

শাহিন-৯৯ বলেছেন:


নোংরাকে পরিস্কার না করতে পারলে, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অভিশাপ দিবে, যেমন আমরা এখন আমাদের সিনিয়রদের দেই।

৮| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: এদেশের রাজনীতি এখন চামচামি,মোসাহেবীর রাজনীতি।

১৩ ই জুন, ২০২০ রাত ৮:১০

শাহিন-৯৯ বলেছেন:


এদেশের রাজনীতি এখন চামচামি,মোসাহেবীর রাজনীতি।
দ্বি-মত করার সুযোগ নেই, তবে এই সিন্ডিকেট না ভেঙ্গে দিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভাল থাকবে না তাই আমাদের উচিত যতটুকু সম্ভব নিজ অবস্থান থেকে ভাল কিছুর তাগিদ দেওয়া নইলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের শুধু গালি দিয়েই যাবে যেমন আমরা দিচ্ছি পূর্বসূরীদের।

৯| ১৩ ই জুন, ২০২০ রাত ৮:০৫

কহেন কবি কালীদাস বলেছেন: বাংলাদেশে ভালো এবং সৎ কোন মানুষ রাজনীতি করতে পারবে না।
কারন ব্যাখ্যা করে সময় নষ্ট করলাম না।

১৩ ই জুন, ২০২০ রাত ৮:১১

শাহিন-৯৯ বলেছেন:


বাংলাদেশে ভালো এবং সৎ কোন মানুষ রাজনীতি করতে পারবে না।
কিন্তু যতদিন ভালরা না আসবে ততদিন এই হরিলুট চলতে থাকবে, ভালদের রিস্ক নিতেই হবে নইলে হরিলুট বন্ধ করা সম্ভব নয়।

১০| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:৩০

বিজন রয় বলেছেন: প্রায় ধরতে পেরেছেন।

৭০% জন্মসূত্রে আর ৩০% অন্যান্য।

শুভকামনা।

১৪ ই জুন, ২০২০ রাত ১২:৪৪

শাহিন-৯৯ বলেছেন:


শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.