নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

তিরস্কার দেওয়া কি অপরাধ?

১৫ ই জুন, ২০২০ রাত ২:৫৭



যে ছবিটি দেখছেন এই ছবিটি হলো কয়রার বর্তমান চিত্রের একটি, আরো চোখে জল আনা কষ্টের ছবি আছে।
এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতির জন্য কি প্রাকৃতিক দূর্যোগ দায়ী নাকি চরম দূর্নীতি?


ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রাকৃতিক দূর্যোগের মোকাবেলা করতে হয় অনেক, প্রচুর ক্ষতির মুখে পড়ে দেশের সম্পদ, জন জীবনে নেমে আসে শত কষ্ট। কিন্তু যখন প্রাকৃতিক দূর্যোগের ক্ষতি কমানোর সুযোগ থাকার পরেও শুধু চরম দূর্নীতি আর অবহেলার কারণে একটি জনপদ বছরের পর বছর প্রাকৃতিক দূর্যোগের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন কি বলতে মন চায় দায়িত্বশীলদের, কি ধরনের তিরস্কার করলে মনের ক্ষোভ কমবে? এখন আমি যদি তিরস্কার করে কিছু লিখি আমার অপরাধ হবে নাকি দূর্নীতিবাজদের তিরস্কার করা যাবে না তারা ক্ষমতাসীন বলে?

প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আয়লায় দেশের দক্ষিণ অঞ্চল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, নদীর বাধ ভেঙ্গে জনপদে পানি ঢুকে পরে, লোনা পানি বন্ধী থাকতে হয় প্রায় তিন বছর, বেঁড়িবাধগুলো আর পূর্বের মত করে তৈরি হয়নি, প্রতি বছর বাজেট হয়েছে আর নামমাত্র সংস্কার করে পুরো অর্থ লোপাট হয়েছে।
এখন লোপাটকারীদের একটু মন খুলে কি তিরস্কার পর্যন্ত দিতে পারবো না?

আশার কথা হচ্ছে আমাদের সেনাবাহিনী প্রধান কিছুদিন আগে প্লাবিত এলাকা পরিদর্শন করে এসেছে, তিনি আশ্বাস দিয়েছেন উপযুক্ত করে বাঁধ নির্মাণের সহযোগিতা সেনাবাহিনী করবে, আর দক্ষিণের মানুষের চাওয়া এই কাজ যেন সেনাবাহিনীর দায়িত্বে হয় কারণ মানুষের মন থেকে মানুষের মত দেখতে জানোয়ারদের আর বিশ্বাস করতে পারছে না।

সাধারণ মানুষ তখনই সেনাবাহিনীর প্রতি টান অনুভব করে যখন রাজনীতিবিদরা মানুষের নিম্নতম মৌলিক অধিকার দিতে ব্যার্থ হয়, ইতিহাসও তাই বলে। আমি বলছি না সেনাবাহিনী নাগরিকদের সব অধিকার পুরণ করে তবে নাই মামার চেয়ে কানা মামা ভাল।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২০ রাত ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া আসার সময়ও আপনাদের লোকজনের সেনাবাহিনীর প্রতি টান ছিলো। আপনারা বার্মায় চলে গেলে আজীবন সেনাবাহিনীর অধীনে থাকতে পারতেন, মাঝে মাঝে বাংলাদেশেও আসতে পারতেন।

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:২২

শাহিন-৯৯ বলেছেন:


জানতাম আপনি এখানেই চুলকাবেন, আমি কি বুঝাতে চাইলাম আর আপনি কি বললেন।

২| ১৫ ই জুন, ২০২০ ভোর ৪:৪১

নেওয়াজ আলি বলেছেন: থাক ভাই আর ছবি দেখাইতে হবে না । শাসকদের চাপায় আমরা কানাডায় আছি। সেনাবাহিনীই পারবে আপনাদের দুঃখ লাগব করতে।

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:২৫

শাহিন-৯৯ বলেছেন:


রাজনীতিবিদরা যখন ব্যার্থ হয় দেশ চালাতে তখন ভিন্ন পথ উন্মুক্ত হয়, ইতিহাস তাই বলা।

৩| ১৫ ই জুন, ২০২০ ভোর ৫:০৭

মেঘলা আকাশ বিষন্ন মন বলেছেন: হুম

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:২৫

শাহিন-৯৯ বলেছেন:



ধন্যবাদ।

৪| ১৫ ই জুন, ২০২০ সকাল ৭:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যেমন কুকুর তেমন মুগুর।কিছু পাবলি যদি নিজেদেরকে এমন মনে করে তবে তাদের জন্য তেমনি দরকার।

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:২৮

শাহিন-৯৯ বলেছেন:



আপনার এই লেখার গভীরতা ধরার মত জ্ঞান এখনো আমি অর্জন করতে পারিনি, যদি একটু বুঝিয়ে বলতেন।

৫| ১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: প্রতি বছর একই ঘটনা। একই চিত্র। এর কি কোনো স্থায়ী সমাধান নেই?
নদী বাধ কি দেওয়া যায় না? অন্যান্য দেশ কি করে? তারা কিভাবে বাধ দেয়? আমরা কেন পারছি না?

ছবিটা দেখে খুব কষ্ট লেগেছে।

১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৩১

শাহিন-৯৯ বলেছেন:



সমস্যার হয়তো শতভাগ সমাধান হবে না, কিন্তু অন্তত আশিভাগ সমস্যা সমাধান সম্ভব, কেন হচ্ছে না লেখায় উল্লেখ করেছি।

৬| ১৫ ই জুন, ২০২০ সকাল ১১:১৬

অগ্নি সারথি বলেছেন: চুলকানি বড়ই মজার অসুখ! যার এটা থাকে সে স্বর্গে গেলেও ট্যাকা গোনে। আক্কেলের লেভেল কোন সতর্কবানীতেই বৃদ্ধি পায় না।

১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৩

শাহিন-৯৯ বলেছেন:


উনি সমসময় লেখার মূল কনসেপ্ট বাদে নিজের দর্শনের উপর ভিত্তি করে কমেন্ট করেন, খুবই বিরক্তিকর।

৭| ১৫ ই জুন, ২০২০ সকাল ১১:৫৯

সাইন বোর্ড বলেছেন: অনেক বছর আগে একবার কয়রাতে গিয়েছিলাম, অবশ্য তখন শুকনা মৌসুম ছিল । কিন্তু লবনাক্ততার কারণে সেখানে খাবার পানির এত সংকট ছিল যে, সে অভিজ্ঞতা জীবনে ভোলার মত নয় । খুব অবাক হয়েছিলাম যে পুকুরের উপর হ্যাংগিং পায়খানা সেই পুকুরের পানিই মানুষ খাচ্ছে । কারণ অগভীর টিউবওয়েলের পানিতেও প্রচন্ড লবণ ।

যাইহোক, প্রাকৃতিক দূর্যোগের কারণে সৃষ্ট অবস্থার জন্য অবশ্যই লুটপাটের রাজনীতি দায়ী, এটা অস্বীকার করার কোন সুযোগ নাই ।

১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৭

শাহিন-৯৯ বলেছেন:


খুলনা ও সাতক্ষীরার দক্ষিণের মানুষের সুপেয় পানির খুবই অভাব, বৃষ্টির পানি ধরে রেখে, পুকুরের পানি ফুটিয়ে বা ফিটকিরি দিয়ে খাবার পানির চাহিদা পূরণ করে।

এত সমস্যার মধ্যেও শুধু মাত্র চরম দূর্নীতির কারণে এই জনপদ বছরের পর বছর ভোগান্তি পোহাচ্ছে।

৮| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:২০

সাহাদাত উদরাজী বলেছেন: তবুও লিখুন।

১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৭

শাহিন-৯৯ বলেছেন:


আন্তরিক ধন্যবাদ।

৯| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:১৫

পদ্মপুকুর বলেছেন: মহাত্মা আহমদ ছফা বলেছিলেন- এদেশের বুদ্ধিজীবিদের কথা শুনলে ৭১ এ দেশ স্বাধীন হতো না আর এখনকার বুদ্ধিজীবিদের কথা শুনলে দেশ চলবে না...
আমাদের কর্তাব্যক্তিরা আহমদ ছফার এই কথাকে শীরোধার্য করে নিয়েছেন। এই জন্য তারা কারও কথা শুনতে চান না। সাহাদাত উদরাজীর মত তবুও বলবো- লিখে যান।

১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:২২

শাহিন-৯৯ বলেছেন:



শ্রদ্ধেয় আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।

১০| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:২৯

রাােসল বলেছেন: Some people think that as a freedom fighter he has all right to say and to do anything. Should we hate or like those type of people? Thanks

১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৯

শাহিন-৯৯ বলেছেন:



ঘৃণা করা ঠিক নয়, যুক্তি দিয়ে ভুলের প্রতিবাদ করা উচিত, সবার বলার অধিকার সমান থাকা উচিত, একজন মুক্তিযোদ্ধা সকলের কাছে সম্মানের, তবে সবজান্তা শমসের হিসাবে দেখা উচিত নয়।

শুভকামনা নিরন্তর।

১১| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:০৮

বিজন রয় বলেছেন: হ্যাঁ, তিরস্কার দেওয়া অপরাধ।

১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:৪০

শাহিন-৯৯ বলেছেন:



শ্রদ্ধেয় শুভকামনা নিরন্তর।

১২| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো পড়তে আপনার পোষ্টে আবার এলাম।

১৫ ই জুন, ২০২০ রাত ১০:২০

শাহিন-৯৯ বলেছেন:


আপনার এই উপস্থিতি, আর নক দিয়ে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
আমিও লেখার সাথে সাথে প্রায় মন্তব্য পড়ি, এইজন্য সব লেখা পড়তে অনেক সময় লাগে, অনেক দিন পর আজ দীর্ঘক্ষণ ব্লগিং করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.