নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

নুরুল হক নুরু কি পারবে একটি গনতান্ত্রিক দল জন্ম দিতে?

১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৬




সম্প্রতি সময়ের অন্যতম আলোচিত যুবক, ভিপি নুরুল হক (নুরু) রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে, গনতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যাবস্থায় যে কেউ শর্ত পূরন করে রাজনৈতিক দল গঠন করতে পারে, নুরুল হক নুরু কে আমার ব্যাক্তিগত অভিনন্দন, তবে রাজনৈতিক দল জনপ্রিয় করতে হলে নুরুকে দেশের যুবকদের চাওয়াগুলো অগ্রাধিকার দিতে হবে, এ দেশের যুবক সমাজের অধিকাংশের দাবি দলে পরিবারতন্ত্রের কাঠামো চলবে না।

বাংলাদেশের দিকে এই মূহুর্তে তাকালেও দেখা যাবে, পরিবারতন্ত্র নামক একটি দানব দেশকে ধীরে ধীরে গ্রাস করে শেষ করে দিচ্ছে। তাই নুরুল হক নুরুর রাজনৈতিক স্লোগান তুলতে হবে,

"পরিবারতন্ত্র নিপাত যাক, দলে গনতন্ত্র মুক্তি পাক" তাহলে যুবক সমাজ রাজনীতিমুখী হবে, নুরুর দলকে গ্রহণ করার সম্ভাবনা বাড়বে।

দলের গঠনতন্ত্র মূলত দলের রাজনৈতিক দর্শন প্রকাশ করে, নুরুর দলের প্রার্থী বাঁছাইয়ের জন্য আমার কিছু বক্তব্য।

এক, দলের সভাপতি পদে কোন ব্যাক্তি দুইবারের বেশি থাকতে পারবে না, মেয়াদ হবে ছয় বছর (তিন বছর পর পর দলের কাউন্সিল ধরে) বয়স ৫০-৭০ মধ্যে থাকতে হবে।

দুই, নির্বাচনের আগে দলের প্রধানমন্ত্রীর পদের জন্য নাম ঘোষণা করতে হবে, যিনি প্রধানমন্ত্রী পদের জন্য ঘোষিত হবেন তিনি দলের প্রধান হিসাবে থাকতে পারবেন না।

তিন, প্রধানমন্ত্রী পদ ও রাষ্ট্রপতি পদে কেউ দুইবারের বেশি থাকতে পারবে না। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কখনো রাষ্ট্রপতি পদে লড়তে পারবেন না।

চার, যে কোন নির্বাচনে কোন প্রার্থী দুইবার পরাজিত হলে সে কোন নির্বাচনে আর দলের মনোনয়ন পাবেন না। (প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি পদ বাদে দলের মনোয়ন নিয়ে যে কেউ দুইয়ের অধিকবার লড়তে পারবেন)

পাঁচ, প্রতিটি উপজেলা থেকে একজন করে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি "দলের নীতি নির্ধারক প্যানেল করতে হবে, এই প্যানেলে ভোটের মাধ্যমে এমপি, মেয়র, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পদের প্রার্থী চূড়ান্ত করবে, ভোটের মাধ্যমে নির্ধারণ হবে সব, এক ভোট বেশি যিনি পাবেন তিনি প্রার্থী হিসাবে চুড়ান্ত হবেন। (উপজেলা প্রতিনিধি নির্বাচিত হবেন দলের নিবন্ধিত স্থানীয় সদস্যদের ভোটে, বার্ষিক নির্দিষ্ট দল পরিচালনা চাঁদা দিয়ে যে কেউ সদস্য হতে পারবে, তবে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামি দলের সদস্য হতে পারবে না, তিন বছর পর পর নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে হবে, স্থানীয় সকল নির্বাচনের প্রার্থী বাঁছাই তার উপর ন্যাস্ত থাকবে, তার সিধান্তই চুড়ান্ত)

ছয়, দলের যে কোন পদের প্রার্থী ও নির্বাচনের প্রার্থী হতে হলে কমপক্ষে সদস্য পদের বয়স তিন বছর হতে হবে। সরকারি চাকুরিজীবীরা অবসরের দুই বছর পর দলের সদস্য হতে পারবে।

যারা সত্যিকারের দেশপ্রেমিক, একদিন তাদের জয় আসবেই।

মন্তব্য ৫৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: না।

১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫২

শাহিন-৯৯ বলেছেন:

আমি শেষ পর্যন্ত দেখার পক্ষে, আপনার মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ।
কেন না? যদি এক লাইন বলতেন।

২| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


জামাত-শিবিরের ঠিকান পাকিস্তান, আফগানিস্তান

১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

শাহিন-৯৯ বলেছেন:


নুরু ঢাবির ছাত্রলীগের নেতা ছিল, আফগানিস্তান বাংলাদেশের কি ক্ষতি করছে? বরং আমেরিকা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল, আপনি দিব্যি রাজাকারের দেশে আরামে আছেন!! ছিঃ

৩| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: শেষমেশ নুরু কিছুই পারবে না।

১৫ ই জুন, ২০২০ রাত ৮:০৬

শাহিন-৯৯ বলেছেন:



দেখা যাক, নুরুর কপালে কি আছে, তবে আমি আশাবাদী।

৪| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি শেষ পর্যন্ত দেখার পক্ষে, আপনার মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ।
কেন না? যদি এক লাইন বলতেন।

আপনার হয়তো মনে আছে ছাত্রলীগের সাবেক নেতারা জাসদ প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুকে চূড়ান্ত রকম বিরক্ত করেছে। সাবেক ছাত্রলীগ নেতাদের দিয়ে ভালো কোনো কাজ হবে না । তাঁরা আগাছা।

১৫ ই জুন, ২০২০ রাত ৮:০৯

শাহিন-৯৯ বলেছেন:



জাসদ জন্ম হয়েছিল সমাজতান্ত্রের জন্য, ছিল চীনের মদদ, গনতন্ত্র আর সমাজতন্ত্র এক সাথে চলতে পারে না, ফলাফল এক অপরকে হত্যা, গুম।

নুরুর দল হবে গনতান্ত্রিক, আশাকরি কিছুটা ভিন্ন আমেজ থাকবে।

৫| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কথায় বলে, হাতি ঘোড়া গেল তল ।
ইত্যাদি।

ডঃ কামাল হোসেন, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, হাল আমলের মাহমুদুর রহমান মান্না সবাই কিন্তু চেষ্টা করেছিলেন।

১৫ ই জুন, ২০২০ রাত ৮:১২

শাহিন-৯৯ বলেছেন:



এরা সবাই বয়স্কদের নিয়ে এগুতে চেয়েছে, নুরু এখানে ভিন্ন, যুবকদের ফ্রন্টলাইনে রাখছে।
নুরু একা লড়ছে বলে মনে হচ্ছে না, দেশের একটি বিশেষ শক্তি নুরুর সাথে আছে বলে মনে হচ্ছে।

৬| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: যে কোনও প্রাপ্তবয়স্ক নাগরিক নির্বাচন কমিশনের স্থিরকৃত শর্ত পূরণ করে একটি রাজনৈতিক দল গড়ে তুলতে পারে ।এটা দেশের প্রচালিত সাধারন আইন ।
স্বাভাবিকভাবে একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য নুরুল হকের কোন নিষিদ্ধতা নেই ।কারন ,সে তিনি প্রাপ্তবয়স্ক এবং জাতীয় পর্যায়ে পরিচিত একজন নাগরিক।

তবে, তার দল গঠন এবং সাফল্য পাওয়া বর্তমান পরিস্থিতিতে কি সম্ভব? - আমার মনে হয় সম্ভব না?

কারণ,এর ফলে সে পেতে পারে রাজাকার/আলবদর ,দেশদ্রোহী খেতাব।আর তার সাথে ফ্রি পাবে হরেক রকমের মাইর(কারন মাইরের উপরে কোন ঔষুধ নাই)

আর নুরুল হক ত অনেক কিছুই দেখছে ,ভোগ করছে।তারপরেও জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এই পদক্ষেপ সে কেন নিতে চায় তা বোধগম্য নয়।
যদি এটি সমাজ, দেশের পরিবর্তনের জন্য হয় তবে তার জানা উচিত যে এই দেশে কিছুই পরিবর্তন ঘটবে না।
দীর্ঘ সময় যেমন চলছে তেমন ই চলবে।
পরিবারতন্ত্র থেকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া / নেওয়া সম্ভব নয় এই দেশে।

তারপরেও, অভিনন্দন এবং সাফল্যের জন্য প্রার্থনা রইল।

১৫ ই জুন, ২০২০ রাত ৮:১৪

শাহিন-৯৯ বলেছেন:



আন্তরিক ধন্যবাদ চমৎকার মন্তব্যটির জন্য।
শুভকামনা নিরন্তর।

৭| ১৫ ই জুন, ২০২০ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


জামাত আর সহজে দল হিসেবে দাঁড়াতে পারবে না; এবার নতুন ফাঁদ পেতেছে

১৫ ই জুন, ২০২০ রাত ৯:৫১

শাহিন-৯৯ বলেছেন:


লীগের সমর্থকদের কি টাকা দিয়ে কেনা যায়?

৮| ১৫ ই জুন, ২০২০ রাত ৮:৫৪

রানার ব্লগ বলেছেন: ন আকারে না

ইনি নিজেকে ভাবছেন অনেক চালাক আর সাধারন মানুষ কে ভাবছেন অনেক বোকা । ওনার উচিৎ পড়াশুনা শেষ করে আসল ধারার রাজনীতিতে মনোযোগী হওয়া। বিভিন্ন জায়গায় গিয়ে হাসিমুখে মার খাচ্ছেন আর সংবাদ সম্মেলন করছেন এটাই যদি ওনার স্ট্রাটিজি হয় উনি কয়েকদিন পর জোকার নামে পরিচিতি পাবেন।

১৫ ই জুন, ২০২০ রাত ৯:৫৩

শাহিন-৯৯ বলেছেন:



দেখা যাক, শেষ পর্যন্ত কোথায় গড়ায় নুরুর ভবিষ্যৎ।
শুভকামনা নিরন্তর।

৯| ১৫ ই জুন, ২০২০ রাত ৮:৫৫

সাইন বোর্ড বলেছেন: আমার মনে হয় নুরুর এখনো রাজনৈতিক দল করার সময় হয়নি ।

১৫ ই জুন, ২০২০ রাত ৯:৫৬

শাহিন-৯৯ বলেছেন:



নুরু বুদ্ধিমান, সময়ের সুযোগ সুন্দর করে ব্যবহার করতে পারে, এখন রাজনীতির মাঠে কি করে দেখা যাক।

শুভকামনা নিরন্তর।

১০| ১৫ ই জুন, ২০২০ রাত ৯:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এরা সবাই বয়স্কদের নিয়ে এগুতে চেয়েছে, নুরু এখানে ভিন্ন, যুবকদের ফ্রন্টলাইনে রাখছে।
নুরু একা লড়ছে বলে মনে হচ্ছে না, দেশের একটি বিশেষ শক্তি নুরুর সাথে আছে বলে মনে হচ্ছে।


বিশেষ শক্তিটা আসলে কারা?

সাবেক জামাতে ইসলামী ও অন্যান্য দল থেকে বের হয়ে যাওয়া নেতা? নাকি সেনাবাহিনী।

১৫ ই জুন, ২০২০ রাত ৯:৫৮

শাহিন-৯৯ বলেছেন:


আমার মনে হচ্ছে বাম ডান মিশ্রিত একটি এলিট গোষ্ঠী, একান্তই আমার ধারণা।
কথা বলার জন্য চেষ্টা করছি, একটি সোর্স পেয়েছি দেখি আগামীকাল যোগাযোগের চেষ্টা করবো।

শুভকামনা নিরন্তর।

১১| ১৫ ই জুন, ২০২০ রাত ৯:১৭

অগ্নি সারথি বলেছেন: না! রাজনৈতিক ব্যাক্তিত্বের থেকে সে অনেক বেশী হিট সিকার। মুহাম্মদ ইউনুসের মত লোক এই জায়গায় পাত্তা পায়নি।

১৫ ই জুন, ২০২০ রাত ১০:০১

শাহিন-৯৯ বলেছেন:


ড. ইউনুচ ভুল সময়, হঠাৎ আসাতে দাঁড়িতে পারেনি। তবে ছয়মাসের তত্ত্বাবধায়ক প্রধানের পদের অফার গ্রহণ করলে চিত্র ভিন্ন হতো।

শুভকামনা নিরন্তর।

১২| ১৫ ই জুন, ২০২০ রাত ৯:৩৭

হাবিব ইমরান বলেছেন:
নূরুর মধ্যে রাজনীতি করার মত যোগ্যতার অভাব নেই এবং তার বাংলাদেশের উঠতি বয়সের ছাত্রসমাজের সাপোর্ট রয়েছে ৷এই সৌভাগ্য সবার কপালে থাকে না। তার মেধা এবং যোগ্যতা নিয়ে কোন সন্দেহ নেই, কিন্তু নতুন দল তৈরি করার মত অভিজ্ঞতা তার নেই ৷সে এই মুহুর্তে এই সিদ্ধান্ত নিতে গেলে তা বিরাট ভুল হবে। ফলতঃ পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তার শেষ দেখে ছাড়বে। তাই তাকে নতুন দল গঠন করতে হলে নিজের অবস্থান আরো শক্ত করতে হবে।
সঠিক সময়ের অপেক্ষা করতে হবে।
নিজের জন্য উল্লেখযোগ্য সংখ্যক ত্যাগী অনুসারী তৈরি করতে হবে।
এসব না থাকলে শুধু দল থাকবে কিন্তু কর্মী থাকবে না। বাংলাদেশে এমনও নিবন্ধিত রাজনৈতিক দল আছে যাদের দল আছে কিন্তু তাদের ঠিকমতো একটা অফিসও নেই।

অবশ্য বাংলাদেশে এখন রাজনীতির জন্য মেধা-যোগ্যতা, নীতি-নৈতিকতার প্রয়োজন নেই। প্রয়োজন অন্যের পদলেহনের জন্য বিরাট একটা জিহ্বা। মালিশের জন্য এক কৌটো পিচ্ছিল পদার্থ। যার পদার্থ যতবেশি পিচ্ছিল, সে রাজনীতিতে ততবেশি সফলকাম।

১৫ ই জুন, ২০২০ রাত ১০:০৪

শাহিন-৯৯ বলেছেন:


নুরুর পক্ষে একা এগোনোর সম্ভব নয়, হাবভাব দেখে মনে হচ্ছে রাজনীতিতে পোড়া খাওয়া একটি গ্রুপ তাকে সামনে রেখে এগুচ্ছে।
ছাত্রদের সমর্থন তার বিশাল সুযোগ তৈরি করছে।

দেখা যাক।
শুভকামনা নিরন্তর।

১৩| ১৫ ই জুন, ২০২০ রাত ১০:১৮

নেওয়াজ আলি বলেছেন: হামলা মামলা দিয়ে হয়রানি করবে। এলাকায় পরিবারের নিরাপত্তা বিঘ্ন ঘটাবে। সে ছাত্রলীগ করেছে আওয়ামী লীগ করে নাই ।

১৫ ই জুন, ২০২০ রাত ১০:২৩

শাহিন-৯৯ বলেছেন:


ভারতীয় উপমহাদেশে রাজনীতি করতে হলে একটু কষ্ট করতে হবে।
শুভকামনা নিরন্তর।

১৪| ১৬ ই জুন, ২০২০ রাত ১২:১৫

রাকু হাসান বলেছেন:


শেখ মুজিবের ইতিহাস দেখুন । বিশ্ব নেতাদের ইতিহাস কি বলে । প্রশ্নের উত্তর চলে আসবে। সময় এসেবের উত্তর দিয়ে দিবে । ড.ইউনূস আর নূর এক নয়। তফাদ আছে। এখনই কিছু বলা যাচ্ছে। ওর পরিকল্পনা ভাল, নূরের ভেতর একটি সম্মোহনী নেতৃত্বগুন লক্ষ্য করছি যা বর্তমান েউঠতি নেতাদের মাঝে খুব কম । বাংলাদেশের প্রেক্ষাপটে সেই পথ খুব বন্ধুর ...বহুদূর । ভবিষ্যৎ বলা যায় না।

১৬ ই জুন, ২০২০ রাত ১২:৩৩

শাহিন-৯৯ বলেছেন:



সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ চাইলে কাউকে না কাউকে ইতিহাসের ভুল শুধরিয়ে নতুন ইতিহাস গড়তে হবে। নুরু যদি পারে আখেরে বাংলাদেশেরই লাভ, নুরুর সাহস আছে, আশাকরি কিছুটা ম্যাজিক শো হবে।

১৫| ১৬ ই জুন, ২০২০ সকাল ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ চাইলে কাউকে না কাউকে ইতিহাসের ভুল শুধরিয়ে নতুন ইতিহাস গড়তে হবে। নুরু যদি পারে আখেরে বাংলাদেশেরই লাভ, নুরুর সাহস আছে, আশাকরি কিছুটা ম্যাজিক শো হবে "

-রগ কাটার ম্যাজিক শো সারা দেশে একযোগে চলবে?

১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৩২

শাহিন-৯৯ বলেছেন:



শুনলাম আপনার নাকি মাথায় নতুন করে সমস্যা দেখা দিয়েছে।

১৬| ১৬ ই জুন, ২০২০ সকাল ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


দলের নাম, "গণতান্ত্রিক শিবির"?

১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৩৩

শাহিন-৯৯ বলেছেন:


গোপন সূত্রে প্রকাশ, এই দলের সভাপতি নাকি আপনাকে করা হবে?

১৭| ১৬ ই জুন, ২০২০ সকাল ৯:১৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সমর্থক, এবং আম-জনতা আওয়ামী ও বিএনপি এই দুই অক্ষের মধ্যে আবর্তিত হয় - অনেকটা ভেড়ার পালের মতো। নুরুর শেষ গন্তব্য এই দুটি অক্ষশক্তির যেকোনো একটিতেই।

১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৩১

শাহিন-৯৯ বলেছেন:


যে এই দুই শক্তির বাহিরে আসতে পারবে সেই পারবে নতুন দিগন্তের সূচনা করতে।

১৮| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৩১

বিজন রয় বলেছেন: সততা থাকলে অনেক দূর যেতে পারবেন। কিন্তু বাংলাদেশের মানুষ সৎ না, ভয়টা সেখানে।

আচ্ছা আপনি কি তার দল করবেন?

১৬ ই জুন, ২০২০ রাত ১১:৫৯

শাহিন-৯৯ বলেছেন:


আমি খুবই সাধারণ একটি ছেলে, রাজনীতি করার মত যোগ্যতা বা জ্ঞান কোনটাই আমার নেই, তবে একজন শুভাকাঙ্ক্ষী বলতে পারেন।

১৯| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৩৩

বিজন রয় বলেছেন: এমনকি বাংলাদেশের মানুষ নির্দিষ্ট স্থানে ময়লা, থুথু, কফ, নাকের সর্দি ফেলে না। দেখিয়ে দিলেও সেটা করে না। ভয়টা সেখানে।

১৭ ই জুন, ২০২০ রাত ১২:০০

শাহিন-৯৯ বলেছেন:



ধীরে ধীরে আমাদের পরিবর্তনে যেতে হবে নইলে সুন্দর বাংলাদেশের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। নুরু যদি শুরু করতে পারে মন্দ নয়।

২০| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশে দুই দলের বাইরে নতুন দলের সুবিধা করা অনেক কঠিন(এখনও পর্যন্ত)। আর নুরু'র ব্যপারে বলতে পারি, সে নিজেই বড় বড় কথা বলে, বাণী আওড়ায় - অথচ সে শেখ হাসিনার দয়ায়(টেকনিকে) ডাকসু ভিপি হয়েছে। সে যদি বুদ্ধিমান হত এ ধরনের সিলেকশানে সে পা দিত না। আওয়ামী লীগ শুধু আই ওয়াশের জন্য এই পদটা তাকে দিয়েছে সেটা সবাই জানে।
আর তার মুরিদেরা তাকে যেভাবে উপরে তুলে সোশাল মিডিয়াতে সে আসলে সে পর্যায়ের কোন নেতাই নয়। তাই তার দল গঠনের প্রক্রিয়াটা হবে পর্বতের মূষিক প্রসবের মত...

১৭ ই জুন, ২০২০ রাত ১২:০২

শাহিন-৯৯ বলেছেন:



নুরু সম্ভবত দলের প্রধান হবেন না, গ্রহণযোগ্য কাউকে বসানোর সম্ভাবনা বেশি।

২১| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:১৯

পদ্মপুকুর বলেছেন: চিন্তাধারাতো ভালো। দেখা যাক। এই বস্তাপচা রাজনৈতিক উত্তরাধিকার আর তাদের সুবিধাভোগীদের দিনতো একদিন শেষ হবেই।

১৭ ই জুন, ২০২০ রাত ১২:০২

শাহিন-৯৯ বলেছেন:



চমৎকার মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ।

২২| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালের রাজাকারদের অভাব ভোগ করছেন?

১৭ ই জুন, ২০২০ রাত ১২:০৩

শাহিন-৯৯ বলেছেন:



মন্দির ঘরে কে রে, আমি কলা খাই না।

২৩| ১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩২

মেঘশুভ্রনীল বলেছেন: নুরুল হক যদি সত্যই এরকম একটি ঘোষণা দিয়ে থাকেন তাহলে সেটিকে খুব একটা দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত বলা যায় না। কিছু ছাত্র-ছাত্রীর সমর্থন আর কিছু মানুষের সহমর্মিতা আর সহযোগিতায় হুট করেই একটা রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেয়াটা খুব একটা কাজের কথা না। 'কিছু' শব্দটা নিয়ে আপনি আপত্তি তুলতে পারেন, কিন্তু ছেলেটা ঠিক কতজন মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবে তা নিয়ে আমি সন্দিহান। ছেলেটা এখনও পড়ছে, তার মানে বয়স পঁচিশের বেশি হয় নি, ঘটনাচক্রে ভিপি হয়েছে, এটা সেটা বলে কিছু মার খাওয়া ছাড়া ওর কোন সাফল্যর কথা শুনেছি বলে মনে পড়ছে না। ছেলেটাকে কিছুটা "attention seeker" বলে মনে হয়েছে ওর কর্মকাণ্ডে। Leadership material বলে মনে হয়নি আমার কাছে। হ্যাঁ, প্রচলিত ধারণার বিপরীতে ছেলেটা কথা বলছে, সরকার-দলীয় ছাত্র সংগঠনের বিপরীতে কথা বলছে, প্রতিবাদ করছে, সেজন্যে সাধুবাদ দেয়া যায়, পরামর্শ দেয়া যায়। কিন্তু রাতারাতি একটা রাজনৈতিক দল গঠনের কথায় সমর্থন দেয়া যায় না।

আমি ওকে পরামর্শ দিব এসব রাজনৈতিক দল গঠন করার চিন্তা বাদ দিয়ে আগে পড়াশোনায় মন দিক। পাশাপাশি ছাত্র-যুবক শ্রেণীর মানুষদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াক, সামাজিক বিভিন্ন কাজে সম্পৃক্ত হোক, সমমনাদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে
প্রচলিত সামাজিক সমস্যাগুলো নিয়ে কাজ করুক। তাতে মানুষের কাছে যাওয়ার সুযোগ পাবে যেটা ভবিষ্যতে রাজনৈতিক দল করার কাজে সাহায্য করবে।

আর হ্যাঁ, অনেকেই ছেলেটার বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ করেন, এই বিষয়টা ওর মাথায় রাখা উচিত এবং অভিযোগ যদি সত্যি না হয়ে থাকে তাহলে সেটা পরিষ্কার করা জরুরী। যদিও বিরোধী অনেককেই কারন ছাড়াই ট্যাগ লাগানোর সংস্কৃতি চালু হয়েছে ইদানীং, তবুও অভিযোগটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিপ্লব করা, সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন আনা এক দুই দিনে করে ফেলা যায় না। এজন্যে সময় লাগে, সাধনা লাগে, জ্ঞ্যান লাগে। এগুলো অর্জনে চেষ্টা করা উচিত।

রাজনৈতিক দলের জন্যে আপনি ভালো পরামর্শ দিয়েছেন।

১৭ ই জুন, ২০২০ রাত ১২:০৫

শাহিন-৯৯ বলেছেন:



আমি শেষ পর্যন্ত দেখার পক্ষের মানুষ, আমি চাই কেউ একটা ধাক্কা দিক এই দুষ্টু তন্ত্রের।

চমৎকার মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর।

২৪| ১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: নিজের বাস্তব অভিজ্ঞতায় বা কর্মজীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে বলা ভালো ভারতের প্রতিষ্ঠানিক রাজনীতির প্রতি বিরক্ত হয়ে এক নতুন ভারত গড়ার স্বপ্নের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আই এ এসের চাকরি ছেড়ে দিয়েছিলেন। তৈরি করলেন আমি আদমি পার্ট। প্রতীক হিসেবে ঠিক করলেন ঝাড়ু। যে ঝাড়ু দিয়ে দেশের যাবতীয় নোংরাকে নির্মূল করবেন। ঝাঁটা দিয়ে নোংরা নির্মূলের প্রাথমিক কর্মসূচি হিসেবে দিল্লিকেই ঠিক করলেন। জনতা তার আবেদনে সাড়া দিলো। বিপুল প্রত্যাশা নিয়ে তিনি দিল্লির মসনদ দখল করলেন। যদিও পরবর্তীকালে চলতে গিয়ে তার ফেলে আসা রাজনীতির পুরনো দুর্বৃত্তদের সঙ্গে নেগোসিয়েশন করতে বাধ্য হলেন। এখন জনতার মুখে পরিষ্কার রাজনীতিতে দুর্বৃত্তায়ন বলে কোন কিছুই আর নির্মূল করা যাবে না। বরং যে স্বপ্ন নিয়ে যাবেন তিনি সেখান থেকে বেরিয়ে নোংরাতেই হাত মেলাতে বাধ্য হবেন।
তবুও মানুষ স্বপ্ন দেখে......

১৭ ই জুন, ২০২০ রাত ১২:০৮

শাহিন-৯৯ বলেছেন:



দাদা তবুও কিছু হলেও সাফল্য কিন্তু আছে কেজরিওয়ালের, সেটা কিন্তু বলার মতই, অন্তত সেই টুকু যদি নুরু করতে পারে এই সময়ে সেটাই অনেক কিছুই।

শুভকামনা নিরন্তর।

২৫| ১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

আমি সাজিদ বলেছেন: পরিবারতন্ত্র অবসান চাই৷ গনমানুষের রাজনীতি চাই।

১৭ ই জুন, ২০২০ রাত ১২:০৯

শাহিন-৯৯ বলেছেন:



একভাগ সহমত।
আন্তরিক ধন্যবাদ

২৬| ১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নতুন করে জামাতিদের সংঘটিত করতে পারবে ইনশাল্লাহ।কওম তার দিকে তাকিয়ে আছে।

১৭ ই জুন, ২০২০ রাত ১২:১১

শাহিন-৯৯ বলেছেন:


জামায়াত, বিএনপি বাদ দিয়ে লীগে কিভাবে সংস্কার করা যায় সেটা নিয়ে ভাবেন। আর যদি মনে করেন আমি শেখ ফ্যামিলির বদনা বয়ে যাবো সারাজীবন তাহলে সেদিকেই মনযোগ দেন, ভবিষ্যতে কাজে আসবে।

২৭| ২১ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: সে ভুল সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে। দলের জন্য টাকা কারা দিবে এটা জানা গেলে দলের উদ্দেশ্য বোঝা যাবে।

২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৩

অপু নবাবপুর বলেছেন: নুরু কোন পথে হাটছে সেটা বুজতে পারছিন, তবে সঠিক বা ভুল যে পথেই হাটুক সে রাজপথে আছে এটাই সত্। রাজাকার বা জামায়াত বলে যারা তকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইছে, আসলে তারা নিজেরাই সমাজে হাসির পাত্র হচ্ছ। নুরুর জন্য শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.