নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

সেন্টমার্টিন নিয়ে সরকারের পরিকল্পনা যেন সঠিক হয়, এই প্রার্থনা।

০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:৫১


ছবি, নেট থেকে।

গত বছর থেকে সেন্টমার্টিন নিয়ে সরকারের নানা পদক্ষেপের কথা শুনছি, মূলত অতিরিক্ত পর্যটক যাওয়া আসার কারণে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের অবস্থা নাকি ভয়াবহ, খুব দ্রুত সময়ে নাকি প্রবাল শূন্য হতে যাচ্ছে মায়াবী দ্বীপটি।
আমি মানসিকভাবে একজন Traveller. পকেটের শক্তি নিতান্তই দূর্বল তাই দেশের বাহিরে কখনো উঁকি দেওয়া হয়নি, দেশের ভিতরে টুকটাক একটু ঘুরেছি তবে ইন্টারনেটের মাধ্যমে তাবৎ দুনিয়ার সব পর্যটন কেন্দ্র ঘুরেছি। যা বলতেছিলাম, সরকারি হিসাবে প্রতি বছর পর্যটন মৌসুমে প্রতিদিন সেন্টমার্টিন প্রায় পাঁচ হাজার পর্যটক যায়, এখন সরকার চাচ্ছে এই সংখ্যা নিয়ন্ত্রণ করে নিবন্ধের মাধ্যমে প্রতিদিন পনেরশ পর্যটক যাওয়ার অনুমতি দিবে! আসলে এই পর্যটক নিয়ন্ত্রণ করে কি সেন্টমার্টিন রক্ষা বা তার সৌন্দর্য ফিরে আনা সম্ভব?
আমি মনে করি হিতে বিপরীত হবে এতে, এমনিতেই বাংলাদেশে পর্যটন এলাকা কম তার উপর স্থানীয় ব্যবসায়ীদের সুযোগ বুঝে জুলুমের জন্য মানুষ বাহিরের হাওয়া লাগানোর সিধান্ত নিচ্ছে তার উপর যদি সরকারের অতি উন্নত সফটওয়্যারের মাধ্যমে নিবন্ধন করতে হয় তাহলে কাম সারছে, দেখা যাবে সকালে ফরম পূরন করবো বিকালে এসে রিপ্লাই দিবে দুঃখিত আপনাকে অনুমতি না দিতে পারার জন্য, অপেক্ষায় থাকুন। মামা খালুর আর দূর্নীতির এই দেশে সবকিছু হয়ে যাবে নগদ নোটে, যেমন এখন হচ্ছে সৌদি প্রবাসীদের সাথে, টিকিট নেই অথচ বড় অঙ্কের টাকা দিলেই নগদ বিমান! সেন্টমার্টিন যেতে খরচ তার সাথে হালকা যোগ করলে মনে হয় কলকাতা, দার্জিলিং, মেঘালয়, ভারতে সংযোগ ভিসা সড়ক পথে নিয়ে ভুটান দর্শন করে আসা যায়, বাড়তি পাওনা ফেসবুকে স্ট্যাটাস "এ বছর ট্যুরে বিদেশ যাচ্ছি"।

সরকারের উচিত হবে এরকম বুমেরাং সিধান্ত থেকে ফিরে ভিন্ন চিন্তা করা, আমি কিছু উপদেশ ফ্রীতে দিচ্ছি।

এক, সেন্টমার্টিনে বর্তমানে প্রায় দশ হাজার লোকের বসবাস, জায়গা হিসাবে অতি বেশি, এদেরকে মূল ভূখন্ডে শিফট করতে হবে, ওখানে বড় জোর হাজার দুই লোকের বসবাসযোগ্য।

দুই, লোনা পানি প্রসেসিং করে পানযোগ্য করে সাপ্লাই দিতে হবে। কোনভাবে টিউবওয়েল বা মোটর দিয়ে নিচ থেকে পানি উঠানো যাবে না।

তিন, পর্যটকদের পলিথিন জাতীয় সবকিছু বহন নিষিদ্ধ করতে হবে, খাবারের প্যাকেট বা অন্য প্রয়োজনীয় পলিথিন ব্যবহার শেষে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে এবং তা মূল ভূখন্ডে এনে রিসাইকেল করতে হবে।

চার, সমুদ্র লাগুয়া সব অবৈধ ও প্রবালের জন্য হুমকি স্হাপনা ডিলেট করতে হবে। আমাদের দেশে পর্যটন নষ্টের মূল কারণ যত্রতত্র স্হাপনা তৈরি করা, পরিকল্পনাহীন সবকিছুতেই।

পাঁচ, প্রবাল কোনভাবেই পকেটে করে আনা যাবে না, ভাবুন প্রতিদিন যদি পাঁচ হাজার মানুষ একটি করে ছোট্ট টুকরা নিয়ে আসে তাহলে কি অবস্থায় হয়।

আরো খুচরা কিছু উপদেশ বাকি থাকলো, এখন প্রশ্ন হচ্ছে, এই পরিকল্পনার জন্য বিশাল অঙ্কের টাকার দরকার, কোথার থেকে আসবে এই টাকা?
আমি বলবো না, ছাত্রলীগ দিবে, আমি বলবো প্রতিটি সেন্টমার্টিনগার্মী জাহাজের টিকিটের সাথে একশ টাকা সেন্টমার্টিন উন্নয়ন প্রকল্প হিসাবে যোগ করা হোক, প্রতিদিন বুঝে নিন প্রায় পাঁচ লাখ টাকা টানা তিন থেকে চার মাস তবে অনুগ্রহপূর্বক ছাত্রলীগকে এই টাকার হিসাবের দায়িত্ব দিবেন না।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: আপনার পরামর্শ পড়ে মনে হচ্ছে বাস্তবতা দেখেশুনে তারপর বলছেন।
আশা করছি সরকার এদিকে সুদৃষ্টি দিবে।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১২:২১

শাহিন-৯৯ বলেছেন:

আপু, মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ, আমি ২০১৫ সালে গিয়েছিলাম। আমি একটা অভ্যাস হল কোথাও গেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। এবার সাজেক গিয়েছিলাম সেখানকার সমস্যা চোখে পড়েছে, শুধু পরিকল্পনা করে এগুলে এসব সমস্যার পঞ্চাশ শতাংশ এমনিতেই থাকবে না।

২| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ২:৪০

নেওয়াজ আলি বলেছেন: আপনি বললেও হবে না ছাত্রলীগ ব্যস্ত এখন কাজে । আরেকটা কথা ফরিদপুর ছাত্রলীগ সভাপতি ২০০ কোটি টাকা পাচার করছে বেশী না হা হা

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:০৭

শাহিন-৯৯ বলেছেন:

আরেকটা কথা ফরিদপুর ছাত্রলীগ সভাপতি ২০০ কোটি টাকা পাচার করছে বেশী না হা হা।
ভাই মনে হয় শূন্য একটা কম হয়েছে।

আমাদের যতটুকু পর্যটন আছে সেটা যদি একটু দেখভাল করা যায় ভালমত তাহলে একবারে মন্দ হত না এই সেকশন। পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন আর বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত দিয়ে কাড়ি কাড়ি ডলার কামানো সম্ভব।

৩| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:১১

চাঁদগাজী বলেছেন:


রোহিংগারা আমাদের দেশের স্বাস্হ্য এলাকা, কক্সবাজারে বেড়াতে এসেছে।

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:১৮

শাহিন-৯৯ বলেছেন:


সাত সকালে কি একটু রসিকতা করলেন জনাব?
এখন হয়তো রোহিঙ্গাদের কদর নেই তবে যদি কোনভাবেই শেখ হাসিনা নোবেল পেয়ে যেত এই ইস্যু নিয়ে তাহলে তাদেরকে ভাসান চরে নয় বনানীতে শিফট করা হত।

৪| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনার মনে হয়, শেখ হাসিনা শান্তিতে নোবেল পেতে পারে?

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৯

শাহিন-৯৯ বলেছেন:

আপনি কি কখনো কোন স্বৈরাচার সরকার প্রধানকে নোবেল পেতে দেখেছেন?

৫| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ১০:৪২

নূর আলম হিরণ বলেছেন: সেন্টমার্টিন গিয়েছিলাম দুইবার। আমাদের পর্যটকদেরও সমস্যা আছে, যেখানে সেখানে আবর্জনা ফেলে দিই। আর ঐসময় দেখলাম কিছু রিসোর্ট হচ্ছিলো গাছপালা কেটে।

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:৫১

শাহিন-৯৯ বলেছেন:


আমরা ভাই ডান্ডা ছাড়া সোজা হওয়ার লোক নই, ডাস্টবিন ছাড়া যত্রতত্র ময়লা ফেললে বড় অঙ্গের অর্থের জরিমানার বিধান দরকার তাহলে আমরা লাইনে চলে আসবো।

৬| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনার চিন্তাভাবনা খুবই সুন্দর ।
তবে সব চেয়ে ভালো হবে এই দ্বীপের ব্যবস্থাপনা কোন অভিজ্ঞ পর্যটন কোম্পানির হাতে দিলে।
আপনি যদি কখনো মালয়েশিয়া বা থাইল্যান্ড বেড়াতে যান সেখানে দেখবেন পর্যটন কোম্পানি গুলো দর্শনীয় এলাকাগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছে।
বিশেষ করে আপনি যদি কখনো মালয়েশিয়ার লংকাবি দ্বীপে আসেন দেখতে পারবেন সৌন্দর্য কাকে বলে। ব্যবস্থাপনা কাকে বলে মানুষ দুই হাতে টাকা খরচ করছে সেখানে।

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:৫২

শাহিন-৯৯ বলেছেন:

চমৎকার মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ।

৭| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: সেন্টমার্টীন বাচাতেই হবে। সে করেই হোক বাঁচাতে হবে।

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৩

শাহিন-৯৯ বলেছেন:


সেন্টমার্টিন আমাদের বড় সম্পদ।

৮| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:২১

জাহিদ হাসান বলেছেন: একমাত্র প্রবাল দ্বীপ রক্ষা পাক

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৪

শাহিন-৯৯ বলেছেন:


আমিও আপনার সাথে একই সুরে বলছি, একমাত্র প্রবালদ্বীপ রক্ষা পাক।

৯| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৯

রাশিয়া বলেছেন: সেন্ট মার্টিনে এমন কি মধু আছে যে এত ঝামেলা করে যেতেই হবে? দ্বীপে যদি যেতেই হয়, মনপুরা বা নিঝুম দ্বীপ কোন দিক দিয়ে কম?

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৬

শাহিন-৯৯ বলেছেন:

সেন্টমার্টিন দ্বীপটি যে শুধু পর্যটন এ রকম নয়, কক্সবাজার থেকে টেকনাফ তারপর জাহাজ এ পথটি যথেষ্ট আর্কষনীয়, সেন্টমার্টিন হল মুল ভূখন্ড থেকে বিছিন্ন একটি দ্বীপ যা বাংলাদেশের অন্য কোন দ্বীপ নয়।

ভ্রমন আনন্দের জন্য, বেশি নিয়ম কারণ ঠিক নয়, কিভাবে সুন্দর পরিবেশ ঠিক রাখা যায় তা ভাবতে হবে।

১০| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৬

নীল আকাশ বলেছেন: শাহীন ভাই,
মাঝে মাঝে মনেই থাকে না এটা আপনার ব্লগ নিক।
সরাক্র চাইলেই খুব সুন্দর একটা পর্যটন এলাকা হিসেবে এটা গড়ে তুলতে পারে।
আপনা প্রস্তাবগুলি পছন্দ হয়েছে। সরকারের দৃষ্টি আকর্ষন করছি। তবে লুটপাট মনে হয় হবেই।

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৭

শাহিন-৯৯ বলেছেন:


ধন্যবাদ প্রিয় বড় ভাই।

১১| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রস্তাবগুলো ভালো। কিন্তু মনে যে কিন্তু রয়ে গেল শাহিন ভাই।

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৮

শাহিন-৯৯ বলেছেন:

ধন্যবাদ প্রিয় দাদা।

১২| ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

শাহ আজিজ বলেছেন: অনেক বছর আগে থেকেই জানি এটি একটি সেনা ঘাটি হবে ।

০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

শাহিন-৯৯ বলেছেন:

সেন্টমার্টিনের ভৌগলিক অবস্থান বিবেচনায় এখানে নৌবাহিনীর একটি শক্তিশালী নৌবহর থাকা উচিত। বার্মা নামের রাষ্ট্রটি সুবিধের নয়।

১৩| ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

ভুয়া মফিজ বলেছেন: আমার অন্যতম পছন্দের বিষয় নিয়ে লিখেছেন, আর চমৎকার লিখেছেন। আমি ঠিক সেন্ট মার্টিন না, পর্যটন নিয়ে একটা লেখা লিখছি......আধাআধি পর্যায়ে আছি। আপনার লেখা পড়ে তো চিন্তায় পড়ে গেলাম, পুরোটা লিখবো কি না!! :)

তবে, এটা ঠিক। আমাদের প্রশাসন হলো কুত্তার লেজের মতো.......আদৌ কোনদিন সোজা হবে কি না, সন্দেহ আছে।

০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৭

শাহিন-৯৯ বলেছেন:

প্রিয় ব্লগার, আপনার লেখাটি এখনো দেখতে পাইনি এই জন্য কষ্ট পেলাম, আশাকরি খুব শীঘ্রই লেখাটি পড়ার সৌভাগ্য হবে।

নিজের লাইনের কোন জবাব নেই, শুধু একরাশ কষ্ট প্রকাশ ছাড়া।

শুভকামনা ও ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.