নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

ভিক্ষা চাই না, বাঁধ চাই, অধিকার নিয়ে বাঁচতে চাই।

২৭ শে মে, ২০২১ সকাল ৭:৩২




প্রতি বছর এ সময় এলেই খুলনা ও সাতক্ষীরার দক্ষিনাঞ্চল সংবাদের শিরোনামে আসে 'আবারও ঝুঁকিতে দেশের দক্ষিনাঞ্চল!' 'বাঁধ ভেঙ্গে এবারও প্লাবিত কয়রা!' ইদানিং মনে হয় সাংবাদিকদের আর কষ্ট করে খুব বেশি টাইপ করতে হয় না শুধু গত বছরের সংবাদের ঝড়ের নাম, আর টুকটাক একটু ইডিট করলেই চলে!

ঝড় শেষ, বাঁধ ভেঙ্গেছে, ভিক্ষার চিঁড়া মুড়ি নিয়ে ছুটে গেছে প্রশাসন! আহ কি বা* ফেলানো দরদ, বারবার বলা হচ্ছে স্থায়ীভাবে মজবুত বাঁধ না হলে একদিন লোনা জলের গভীরে হারিয়ে যাবে এ অঞ্চল তবুও তাদের কোন ভ্রক্ষেপ নেই! সময়ে কাজ সময়ে না করে অসময়ে কোনভাবে পানি আটকিয়ে চেহারার বিশাল একখান ছবি তুলে বরাদ্ধের অধিকাংশ অর্থ লুটে দিব্যি তারা চলছেন অথচ প্রতি বছর শত শত কোটি টাকা ভেসে যাচ্ছে জলে, পথে বসছে উদ্যমী যুবক আর এ অঞ্চলের হাজারো পরিবার।

আমরা প্রতিবছর এভাবে ভিক্ষা চাই না, বাঁধ চাই, বাঁচার অধিকার চাই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২১ সকাল ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগে বলেছেন, ব্লগারেরা নিশ্চয় কিছু একটা করবেন।

২৭ শে মে, ২০২১ বিকাল ৫:৫৬

শাহিন-৯৯ বলেছেন:


আপনি আর রাজীব নুর সেলিব্রিটি ব্লগার, আপনারা একটি করে পোস্ট লিখুন, কিছু অন্তত আলোচনা হোক।

২| ২৭ শে মে, ২০২১ সকাল ১০:৪৬

পদ্মপুকুর বলেছেন: ইদানিং ব্লগাররা কটাক্ষ ছাড়া কিছুই করতে পারে না। গতবছর আমফানের পর কয়রাবাসী এই একই সমস্যায় বাঁধ মেরামতের মধ্যেই হাটুপানিতে ঈদের নামাজ পড়েছিলেন, যেটা গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছিলো। ওই সময়ের ব্লগপোস্টগুলো খেয়াল করুন, কিছু ব্লগার এটা নিয়ে কটাক্ষ করার বাইরে কিছু করার মত কিছু খুঁজে পায়নি তখন.....

২৭ শে মে, ২০২১ বিকাল ৫:৫৭

শাহিন-৯৯ বলেছেন:

আমি লিখেছিলাম, ব্লগের সব স্যারদের চেনা আছে।

৩| ২৭ শে মে, ২০২১ সকাল ১১:০৭

আমি সাজিদ বলেছেন: ব্লগারদের কি করার আছে?

২৭ শে মে, ২০২১ বিকাল ৫:৫৮

শাহিন-৯৯ বলেছেন:

এখানে আলোচনা হলে একটা বার্তা অন্তত কিছুদূর যায়।

৪| ২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: প্রতি বছর খরা, বন্যা আর নদী ভাঙ্গন হচ্ছেই। এর কি কোনো স্থায়ী সমাধান নেই?

২৭ শে মে, ২০২১ বিকাল ৫:৫৯

শাহিন-৯৯ বলেছেন:


সরকারের আন্তরিকতা থাকলে এ বছর এ পোস্ট প্রয়োজন হতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.